ঢাকায় যেসব এলাকায় সমাবেশ নিষেধাজ্ঞা জারি হল

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৭ ১৮:৩৭:০৮
ঢাকায় যেসব এলাকায় সমাবেশ নিষেধাজ্ঞা জারি হল

রাজধানীর বিজয় সরণি ও প্রধান উপদেষ্টার কার্যালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।

শনিবার (১৭ মে) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ, মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় যেকোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী উসকানিমূলক কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

ডিএমপি’র পূর্ববর্তী নিষেধাজ্ঞা

এর আগে গত বৃহস্পতিবার (১৫ মে) একই ধরনের নির্দেশনা জারি করেছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, মাজার গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়।

ডিএমপি জানায়, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিরাপত্তা, বিচারিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিষেধাজ্ঞা কার্যকর করতে বিজয় সরণি ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত মোতায়েন দেখা গেছে। নগরবাসীকে প্রয়োজন ছাড়া এসব এলাকায় ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি রাজনৈতিক কর্মসূচির ঘনঘটার পরিপ্রেক্ষিতে সরকার এই ধরনের নিষেধাজ্ঞা জারি করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে চাইছে।

আইএসপিআর ও ডিএমপির এই ঘোষণায় রাজনৈতিক দলগুলোর নির্ধারিত কর্মসূচি কীভাবে প্রভাবিত হবে এবং জনমনে এর কী প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সে বিষয়ে আগাম কিছু বলা যাচ্ছে না। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

এদিকে সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেও অনেকে আশঙ্কা করছেন, এটি দীর্ঘায়িত হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হতে পারে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ