যেদিন থেকে ক্লাস শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস আগামী ২২ জুন থেকে শুরু হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। শনিবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
উপাচার্য বলেন, এই শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট প্রথম বর্ষের আসনের প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী ইতোমধ্যেই ভর্তি হয়ে গেছে। বর্তমানে তৃতীয় মেরিট লিস্টের মাধ্যমে ভর্তিও সম্পন্ন হয়েছে এবং চতুর্থ মেরিট লিস্টে বাকি আসনগুলো দ্রুত পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভর্তি কার্যক্রম শিগগিরই শেষ হওয়ার কারণে শিক্ষাবর্ষের শুরু নির্ধারিত সময়েই রাখা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা আশা করি, আগামী ঈদের পরপরই প্রথম বর্ষের ক্লাস শুরু করব। এতে শিক্ষার্থীরা সময়মতো তাদের পাঠক্রম শুরু করতে পারবে এবং শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু হবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই প্রস্তুতি শিক্ষাবর্ষের সুষ্ঠু ও সুনিয়ন্ত্রিত পরিচালনার লক্ষ্যে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা হবে। এছাড়া ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় রেখে সময়োপযোগী শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করা হবে বলে উপাচার্য উল্লেখ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতি বছর হাজারো নতুন শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় সুযোগ করে দিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন শিক্ষাবর্ষের সূচনালগ্নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করেছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- জবি’র সাবেক অধ্যাপক আনোয়ার বেগম হত্যাচেষ্টা মামলায় সুত্রাপুরে আটক
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- দেশের ৬ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- “ভারতের দালালরা ঘাপটি মেরে বসে আছে”: মুফতি রেজাউল করিম
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- জেনে নিন ঈদের ছুটিতে কোন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে
- যুক্তরাষ্ট্রের আদালতে ট্রাম্পের শুল্কারোপ স্থগিত: ক্ষমতা লঙ্ঘনের অভিযোগ