অ্যাশেজে খেলতে ঝুঁকি নিতেও প্রস্তুত প্যাট কামিন্স

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৪ ১১:২২:১৫
অ্যাশেজে খেলতে ঝুঁকি নিতেও প্রস্তুত প্যাট কামিন্স
ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স ঘোষণা দিয়েছেন, আসন্ন অ্যাশেজ সিরিজ খেলতে তিনি প্রয়োজন হলে ঝুঁকি নিতেও প্রস্তুত। পিঠের ইনজুরির কারণে সাময়িকভাবে খেলার বাইরে থাকলেও নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া ঐতিহাসিক সিরিজে মাঠে নামতে তিনি মরিয়া।

৩২ বছর বয়সী এই গতি তারকা বর্তমানে "লম্বার বোন স্ট্রেস"-এ ভুগছেন। এ কারণে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে ছিটকে যেতে হয়েছে। জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে তিনি আর বল হাতে নেননি; সীমাবদ্ধ রয়েছেন কেবল হালকা জিম সেশনে। এখনো তার মাঠে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

কামিন্স ক্রিকেট ডটকম ডটএউকে বলেন, “আমি কখনোই এমন কোনো টেস্ট খেলব না যেখানে মনে হবে ম্যাচ শেষ করতে পারব না। তবে এবার অ্যাশেজের মতো সিরিজ সামনে থাকায় যে কোনো মূল্যে খেলতে চাই। যদি এর পর বিশ্রাম দরকার হয়, তবে আগামী বছর বিরতি নিলেও সমস্যা নেই, কিন্তু অ্যাশেজের সুযোগ বারবার আসে না।”

আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে এক মাসের মধ্যে আবারও মেডিকেল টিম তার শারীরিক অবস্থা মূল্যায়ন করবে। একই সঙ্গে নজর রাখা হবে অন্য ফাস্ট বোলার জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের ফিটনেস পরিস্থিতির ওপরও।

ক্যারিয়ারে একাধিকবার গুরুতর পিঠের ইনজুরিতে পড়েছেন কামিন্স। বিশেষ করে ২০১৮ সালে দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছিল। তবে গত চার বছরে অধিনায়কত্ব গ্রহণের পর থেকে কেবল একটিমাত্র টেস্ট ম্যাচ মিস করেছেন তিনি। বর্তমান ইনজুরি নিয়ে কামিন্সের আশাবাদ—এটি আগের সমস্যার তুলনায় অনেক হালকা। তার ভাষায়, “গত কয়েক বছরে প্রচুর বোলিং করেছি। ফলে কোনো না কোনো সময় চোট আসবেই। তবে আশা করছি দ্রুত সেরে উঠতে পারব এবং বেশি ম্যাচ মিস করতে হবে না।”

অস্ট্রেলিয়া ২০২৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত শেষ অ্যাশেজ সিরিজে ২-২ ব্যবধানে ড্র করলেও শিরোপা ধরে রাখে। তার আগের সিরিজে, অর্থাৎ ২০২১-২২ মৌসুমে ঘরের মাঠে তারা ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারায়। সে সিরিজে সর্বোচ্চ ২১টি উইকেট নিয়ে কামিন্স নিজেকে দলের প্রধান অস্ত্র হিসেবে প্রমাণ করেছিলেন।

সব চোখ এখন তার পুনরুদ্ধারের দিকে। কারণ, অ্যাশেজ শুধু একটি সিরিজ নয়; অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে মর্যাদাপূর্ণ অধ্যায়। তাই কামিন্সের উপস্থিতি কেবল অস্ট্রেলিয়ার জন্য নয়, পুরো সিরিজের আকর্ষণও বহুগুণ বাড়িয়ে দেবে।

-নাজমুল হোসেন


রিশাদ ম্যাজিক স্পিনে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ২০:৩৫:২৫
রিশাদ ম্যাজিক স্পিনে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
ছবিঃ সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে স্কোরবোর্ডে পুঁজিটা মোটেও ভদ্রস্থ ছিল না। ২০৭ রানের লক্ষ্য দেওয়ার পর যখন উইন্ডিজ ওপেনিং জুটিতেই তুলে নেয় ৫১ রান, তখন বাংলাদেশের জয় নিয়ে সংশয় জাগা স্বাভাবিক। তবে বাংলাদেশ সেটা হতে দেয়নি। স্পিনার রিশাদ হোসেনের ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকারে ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত ৭৪ রানের বিশাল এক জয় তুলে নিয়েছে।

ব্যাটিংয়ের আক্ষেপ ও রিশাদের ঝলক

প্রথমার্ধের হতাশা: বাংলাদেশ প্রথম ওয়ানডেতে ৫০ ওভারও টিকতে পারেনি, অলআউট হয়েছে ২০৭ রানে। ৮ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয় শুরু হয়। নাজমুল হোসেন শান্ত (৩২) ও তাওহীদ হৃদয় (৫১) মিলে ৭১ রানের জুটি গড়লেও রানরেট ছিল মন্থর। তবে রিশাদ হোসেনের ২৬ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে শেষ ৯.৪ ওভারে বাংলাদেশ ৬৭ রান তুলতে সক্ষম হয়।

ম্যান উইথ গোল্ডেন আর্ম: রিশাদ হোসেনই ছিলেন ম্যাচের টার্নিং পয়েন্ট। শুরুর ১০ ওভার উইকেট না পাওয়ায় ১২তম ওভারে রিশাদকে আক্রমণে আনেন মিরাজ।

ব্রেক থ্রু: রিশাদ ১২তম ওভারের শেষ বলে এথানেজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রথম ব্রেক থ্রু এনে দেন (দলের রান তখন ৫১)।

ধ্বংসযজ্ঞ: এরপর রিশাদ একে একে কেসি কার্টি, ব্রেন্ডন কিং, শেরফান রাদারফোর্ড এবং রস্টন চেজকে সাজঘরের পথ দেখান। ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায়। তিনি ক্যারিয়ারের প্রথম ফাইফারের (৫ উইকেট) দেখা পান।

ফাইনাল উইকেট: দলীয় ১৩৩ রানে শেষ উইকেটটাও তুলে নেন রিশাদই, জেডেন সিলসকে আউট করে। তিনি ম্যাচ শেষ করেন ৬ উইকেট নিয়ে।

বোলারদের সম্মিলিত প্রচেষ্টা

রিশাদ যখন একপ্রান্তে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিলেন, তখন অন্য বোলাররাও তাকে সমর্থন দেন। মুস্তাফিজ প্রথম স্পেলে ব্যর্থ হলেও শেষ স্পেলে আগুন ঝরান এবং রোমারিও শেফার্ডসহ দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তানভির ইসলামও শেষ ওভারে এসে শেই হোপকে ফিরিয়ে শেষ আশা শেষ করে দেন।

এই জয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।


ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শুরুতেই ধাক্কা,ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ১৪:১০:১৬
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শুরুতেই ধাক্কা,ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৮ রানে দুই ওপেনারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা।

বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। কিন্তু এই নতুন উদ্বোধনী জুটি বেশিক্ষণ টিকল না।

সাইফ হাসানের বিদায়: দ্বিতীয় ওভারের পঞ্চম বলে সাইফ হাসানকে (৬ বলে ৩ রান) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রোমারিও শেফার্ড।

সৌম্যর বিদায়: সাইফের পথ ধরে তৃতীয় ওভারের প্রথম বলেই বিদায় নেন সৌম্য সরকার (৪ রান)। জেডেন সিলসের বলে রোস্টন চেজকে ক্যাচ দেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান। বর্তমানে ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী হয়েছেন তাওহিদ হৃদয়।


হতাশা কাটিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৮ ১১:২৮:২৭
হতাশা কাটিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ
দুপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ । ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ কাজে লাগাতে না পারা, এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার হতাশা পেছনে ফেলে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। নাঈম শেখ ও জাকের আলীর মতো ক্রিকেটারদের হতাশাজনক পারফরম্যান্সে সমর্থকদের তোপের মুখে পড়লেও, এবার জয় দিয়ে হাসি ফোটাতে চায় টাইগাররা।

ওয়ানডে ফরম্যাটে হতাশাজনক পারফরম্যান্স পেছনে ফেলে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। আজ শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ হার ও আত্মবিশ্বাসের কারণ

সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের একটি ম্যাচেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি টাইগাররা, শেষ দুটি ওয়ানডেতে ৩০ ওভারের নিচে অলআউট হয় তারা। আফগানিস্তানসহ গত বছরের নভেম্বর থেকে বাংলাদেশ টানা চারটি সিরিজ হেরেছে এবং ১৪ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে।

তবে এই হতাশার মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হলো, সর্বশেষ চার সিরিজ বিদেশের মাটিতে হারলেও ঘরের মাঠে ঠিকই জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এই সিরিজ জয় ক্যারিবিয়ানদের বিপক্ষে মিরাজ-তাসকিনদের সাহস জোগাবে।

আরেকটি পরিসংখ্যান আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। ২০২১ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। যদিও পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৭ ম্যাচের মধ্যে মাত্র ২১টিতে জিতেছে টাইগাররা এবং হেরেছে ২৪টিতে।


এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৪ ২০:৪২:২১
এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
ছবিঃ সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ডিফেন্ডার তারিক কাজীর ভুলে পেনাল্টি হজম এবং জয়সূচক গোলের দেখা না পাওয়ায় এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন কার্যত চুরমার হলো বাংলাদেশের। ম্যাচটি ছিল বাঁচা-মরার, তাই ড্র করায় হতাশা সঙ্গী হয়েছে টাইগারদের।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত

পেনাল্টি ও পিছিয়ে পড়া: ৩৬ মিনিটে বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করেন তারিক কাজী। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে অধিনায়ক ম্যাট ওর সফল স্পটকিকে হংকংকে এগিয়ে দেন।

লাল কার্ড: ম্যাচের ৭৫ মিনিটে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকংয়ের ডিফেন্ডার অলিভার গারবিগ, তাতে ১০ জনের দলে পরিণত হয় হংকং চায়না।

সমতা: সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৩ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান রাকিব হোসেন। বাঁ প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসকে ফাহমিদুল ইসলাম হেডে রাকিবের দিকে বাড়ালে রাকিব প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন।

স্বপ্নভঙ্গ ও পয়েন্টের হিসাব

শেষ মুহূর্তে জয়সূচক গোলের চেষ্টা করেও হামজা-রাকিবরা দেখা পাননি। এই ড্রয়ের ফলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’তে বাংলাদেশ সবার নিচে রয়েছে। পরের দুই ম্যাচ জিতলেও তাই কোনো লাভ নেই, এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হংকং।

অন্যান্য উল্লেখযোগ্য ঘটনা: প্রথমার্ধে পেনাল্টি ছাড়া তেমন কোনো আক্রমণই করতে পারেনি বাংলাদেশ। বিরতির পর অবশ্য দারুণ খেলে বেশ কিছু সুযোগ তৈরি করে তারা, যার মধ্যে ৭২ মিনিটে ফাহমিদুল ইসলামের সুযোগটি ছিল সবচেয়ে সহজ, কিন্তু তিনি তা কাজে লাগাতে পারেননি।


জায়ান-শমিতকে নিয়েই একাদশ, বেঞ্চে বসলেন দলের অন্যতম তারকা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৪ ১৭:৩৯:১৪
জায়ান-শমিতকে নিয়েই একাদশ, বেঞ্চে বসলেন দলের অন্যতম তারকা
ছবিঃ সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগের শুরুর একাদশে পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম লেগে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন যে দুই প্রবাসী ফুটবলার—জায়ান আহমেদ ও শমিত সোম, ফিরতি লেগে তাদের মূল একাদশে জায়গা দিয়েছেন কোচ। চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ শুধু একাদশে সুযোগই পাননি, আজ শুরু থেকে তিনি দলকে নেতৃত্বও দেবেন।

তবে প্রথম একাদশে ফেরানোর জোরালো আবদার জানালেও তারকা ফুটবলার জামাল ভূঁইয়ার ঠাঁই হয়েছে বেঞ্চে।

ম্যাচের সময় ও প্রেক্ষাপট

গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই টাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

উল্লেখ্য, প্রথম লেগে ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে বাংলাদেশ ৪-৩ গোলে হেরেছিল। ওই ম্যাচে জায়ান ও শমিতকে বেঞ্চে রেখে শুরু করায় কাবরেরাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

বাংলাদেশ একাদশ (শুরুর থেকে)

গোলকিপার: মিতুল মারমা

ডিফেন্ডার: শাকিল তপু, তপু বর্মণ (অধিনায়ক), তারেক কাজী, সাদ উদ্দিন

মিডফিল্ডার/ফরোয়ার্ড: শেখ মোরসালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, সোহেল রানা, জায়ান আহমেদ, শমিত সোম।


আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, টিভিতে নয় ২৫ টাকায় দেখুন অনলাইনে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৪ ১৪:৩৬:১০
আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, টিভিতে নয় ২৫ টাকায় দেখুন অনলাইনে
ছবিঃ সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। হংকং চায়নার বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি বাংলাদেশ কোচের জন্যও একরকম টিকে থাকার লড়াই। এর আগে, ঢাকায় সাত গোলের পাগলাটে ম্যাচে বাংলাদেশকে ৪-৩ গোলে হারতে হয়েছিল।

একাদশ নিয়ে গুঞ্জন

ঢাকা ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা এখনো চলছে। দ্বিতীয়ার্ধে মাঠে আসা শমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহমেদের মতো খেলোয়াড়দের একাদশে রাখার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

এ প্রসঙ্গে অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেন:

“কে খেলবেন, কে খেলবেন না এটা কোচদের সিদ্ধান্ত। স্কোয়াডে ২৩ জন খেলোয়াড় আছে, সবাই খেলতে চান। দিন শেষে সিদ্ধান্ত কোচেরই। অবশ্যই আমার আলাদা মতামত আছে, সেটা আমি এখানে বলব না।”

অনলাইনে খেলা দেখার সুযোগ

বাংলাদেশের ফুটবলের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি অবশ্য দেশের কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না। এর আগের ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি দেখালেও আজকের ম্যাচটি তারা সরাসরি সম্প্রচার করছে না।

তবে ফুটবল সমর্থকদের জন্য সুখবর হলো, টিভিতে ম্যাচটি দেখানো না হলেও অনলাইনে এবং মোবাইলে ম্যাচটি দেখার দারুণ সুযোগ রয়েছে। মাত্র ২৫ টাকা খরচ করে সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে ম্যাচটি অনলাইনে বঙ্গবিডিতে দেখা যাবে।


একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৪ ১০:২৪:১৯
একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি
ফাইল ছবি

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ক্রিকেট ও ফুটবল অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এশিয়া কাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ যেমন আছে, তেমনি মাঠে নামছে ভারত, পাকিস্তান ও নারী ওয়ানডে বিশ্বকাপের দলগুলো।

একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি:

ক্রিকেট

বাংলাদেশ ও আফগানিস্তান: ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

সময়: সন্ধ্যা ৬টা

সরাসরি: নাগরিক টিভি, টি স্পোর্টস

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ: দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন।

সময়: সকাল ১০টা

সরাসরি: স্টার স্পোর্টস-২, টি স্পোর্টস

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা: প্রথম টেস্টের তৃতীয় দিন।

সময়: বেলা ১১টা

সরাসরি: টেন ক্রিকেট

নারী ওয়ানডে বিশ্বকাপ: শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

সময়: বিকাল ৩টা ৩০ মিনিট

সরাসরি: স্টার স্পোর্টস-১

ফুটবল

এশিয়ান কাপ বাছাই: বাংলাদেশ ও হংকং।

সময়: সন্ধ্যা ৬টা

সরাসরি: টি স্পোর্টস

বিশ্বকাপ বাছাই:

লাটভিয়া ও ইংল্যান্ড

পর্তুগাল ও হাঙ্গেরি

স্পেন ও বুলগেরিয়া

ইতালি ও ইসরায়েল

সময়: রাত ১২টা ৪৫ মিনিট

সরাসরি: সনি স্পোর্টস-১, ২, ৩ ও ৫


ফ্যাসিস্টের দোসর সালাহউদ্দিন পেলেন দেশ ছাড়ার অনুমতি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৩ ২১:২১:০৬
ফ্যাসিস্টের দোসর সালাহউদ্দিন পেলেন দেশ ছাড়ার অনুমতি
ছবিঃ সংগৃহীত

ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে পরিচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন এবং তার সহযোগী মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অথচ দুর্নীতি দমন কমিশন (দুদক) সালাহউদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকার কথা জানিয়েছিল। এই সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনে বিস্ময়ের সৃষ্টি করেছে।

ক্ষমতার দাপট ও দুর্নীতির চিত্র

‘আপা ফোন করেছিলেন। কালকেই যেতে বললেন’—এভাবে নিজেকে জাহির করতেন কাজী সালাহউদ্দিন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর টেলিফোনে তার খোঁজখবর রাখতেন, এখন তার সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য উন্মুখ। ২০০৮ সাল থেকে শেখ হাসিনার পতনের পর পর্যন্ত সালাহউদ্দিন বাফুফের গদি দখলে রেখেছিলেন।

ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলের পুরোটা সময়েই সালাহউদ্দিন-কিরণরা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিলেন। তাদের দেড় যুগের নানা অনিয়মে দেশের ফুটবল ঐতিহ্য হারিয়েছে।

অর্থ লোপাট: বাফুফের কাছে সরকার প্রদত্ত ২০ কোটি টাকা গায়েব হওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। লঙ্কা-বাংলা ফাইন্যান্সে স্থায়ী আমানত হিসাবে রাখা সেই অর্থ বছর না ঘুরতেই তুলে নেওয়া হয়েছিল।

ফিফা নিষেধাজ্ঞা: বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে চার বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা।

টিকিট দুর্নীতি: সালাহউদ্দিন-কিরণরা বাফুফের টাকায় শেখ পরিবারের সদস্যদের ইউরো ও বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টের টিকিট দিতেন। ফিফা ও এএফসি থেকে কমদামি টিকিট কিনে সেগুলো ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কে বিক্রি করতেন।

ভুয়া খরচ: বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের টেলিকাস্টিং যন্ত্রপাতি ভাড়া বাবদ ভারতীয় একটি কোম্পানির (রিয়েল ইমপেক্ট প্রাইভেট লি.) সহযোগিতায় দুই লাখ ৯০ হাজার মার্কিন ডলার ভুয়া খরচ দেখানো হয়েছিল।

বাফুফের ব্যাপক দুর্নীতি ও অন্যান্য অভিযোগ

সাবেক দুই প্রখ্যাত ফুটবলার শামসুল আলম মঞ্জু ও প্রয়াত বাদল রায় বাফুফের অনিয়ম তুলে ধরে ফিফার কাছে অভিযোগ পাঠিয়েছিলেন। মঞ্জুর স্বাক্ষরিত অভিযোগপত্রের সঙ্গে ৩৮০ পৃষ্ঠার বাফুফের অনিয়মের বিভিন্ন নথিও পাঠানো হয়েছিল।

গুম অর্থ: লঙ্কা-বাংলা ফাইন্যান্সে স্থায়ী আমানত ভেঙে বাফুফের দেওয়া সরকারের ২০ কোটি টাকা লোপাট হয়ে যায়।

অন্যান্য ব্যবসা: সালাহউদ্দিনের মেয়ে সারাজিন ও জামাতা এলেক্সের ভিয়েতনামি কোম্পানি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সফটওয়্যার সরবরাহ কাজ বাগিয়ে নেয় এবং সফটওয়্যার সরবরাহ না করেই প্রায় ১০০ কোটি টাকা তুলে নিয়ে যায়।

কমিশন: দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল সংলগ্ন বিশেষায়িত হাসপাতাল নির্মাণকাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ২৫ কোটি টাকা কমিশন নিয়েছিল সালাহউদ্দিন গংরা।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া

বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির কাছে কাজী সালাহউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চিঠি দেন গত ১৬ সেপ্টেম্বর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুদক ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মতামত চেয়েছিল। এসবি প্রধান গোলাম রসুল জানান, তারা এখনো কোনো উত্তর দেননি। তারপরেও সালাহউদ্দিন ও কিরণের বিদেশ সফরের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিস্ময়ের সৃষ্টি করেছে।

তাবিথ আউয়াল এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “আমি আর এর সঙ্গে জড়াতে চাই না।”


হংকং ম্যাচের আগে ভোগান্তি বাংলাদেশের: বাফুফের ‘অদূরদর্শিতায়’ বাড়তি চাপ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৩ ১৬:৫৫:৩২
হংকং ম্যাচের আগে ভোগান্তি বাংলাদেশের: বাফুফের ‘অদূরদর্শিতায়’ বাড়তি চাপ
ছবিঃ সংগৃহীত

এশিয়ান কাপ ফুটবলে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ আগামীকাল (১৪ অক্টোবর)। এই ম্যাচ নিয়ে হংকং সিরিয়াস থাকলেও, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। হংকংয়ে পৌঁছানোর পর বাজে অনুশীলন মাঠ, পরিবহন ভোগান্তি এবং খেলোয়াড়দের ক্লান্তি নিয়ে বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ দল।

অনুশীলন মাঠ ও হোম এডভান্টেজ

হংকংয়ে গিয়ে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ দল অনুশীলন মাঠ নিয়ে। প্রথম দিন বাজে মাঠ দেওয়ায় অনুশীলন করা সম্ভব হয়নি। ঘাস বেশি ও মাঠ উঁচুনিচু হওয়ায় সেই মাঠ বাদ দিয়ে নতুন মাঠ খুঁজেতেই দিন পার হয়ে যায়।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান একজন লিয়াজোঁ অফিসারকে সঙ্গে নিয়ে বহু কষ্টে একটি মাঠ কোনো রকমে পছন্দ করলেও, দলের মনে হয়েছে—হংকং দল হোম অ্যাডভান্টেজ নিচ্ছে। মোহামেডান যেভাবে পল্টন ময়দানের মাঠে অনুশীলন করে, তার চেয়ে সামান্য ভালো একটি মাঠ পাওয়া গেছে।

বিমানের টিকিট ও ক্লান্তির চাপ

৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের হারের পরই খেলোয়াড়রা ছিলেন ক্লান্ত। এরপরই হংকংয়ের বিমান ধরার জন্য ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়। ক্লান্ত শরীর নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই ঘণ্টার ট্রানজিটে পড়তে হয় ফুটবলারদের।

বাফুফের এই অদূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, কোনো ফুটবল ফেডারেশনের চিন্তাভাবনা হলো খেলোয়াড়রা বিদেশে ম্যাচ খেলতে গেলে ভোগান্তি এড়াতে যত কম ট্রানজিট দেওয়া যায়। অথচ ঢাকায় সরাসরি হংকংয়ে যাওয়ার বিমান ব্যবস্থা থাকা সত্ত্বেও বাফুফে ক্লান্ত ফুটবলারদের ব্যাংককে বিমানবন্দরে বসিয়ে রাখল।

বাফুফের প্রস্তুতি নিয়ে প্রশ্ন

এর আগে গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগেও বাংলাদেশ দল নানা সমস্যায় পড়েছিল। হোটেল, পরিবহন, সড়কে ট্রাফিক জ্যামসহ নানা সমস্যা দেখেও বাফুফে সজাগ হয়নি।

হংকংয়ের অভিযোগ: ঢাকায় এসে হংকং ফুটবল দলের অভিযোগ ছিল, তাদের বিরক্ত করতে বাংলাদেশ দল ট্রাফিক জ্যাম তৈরি করেছিল।

অগ্রিম প্রস্তুতি: বাফুফে হংকংয়ে গিয়ে দেখে আসেনি কোথায় অনুশীলন করবে, সেই মাঠ কেমন বা অনুশীলনের উপযোগী কিনা। বাফুফের উচিত ছিল আগে থেকে এসব ঠিক করে রাখা।

হংকং দল ৯ অক্টোবর রাতে ম্যাচ খেলেই ফেরার টিকিট চেঞ্জ করে সেই রাতেই ফ্লাইটে দেশে ফিরে গেছে। অথচ বাংলাদেশ কয়েক মাস আগে থেকে জানে যে ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলবে, তবুও বাফুফে কেন আগে থেকে বিমানের টিকিট কনফার্ম করেনি—এই অদূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠছে।

পাঠকের মতামত: