যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থার শীর্ষে এএইচজেড

যুক্তরাজ্যভিত্তিক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী এএইচজেড এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নির্ভরযোগ্য সহযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। প্রতিষ্ঠানটি প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীকে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে এবং এখন পর্যন্ত ২৫,০০০-এরও বেশি শিক্ষার্থীকে তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে সহায়তা করেছে।
এমএইচ গ্লোবাল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এএইচজেড আজ একটি বৈশ্বিক নেটওয়ার্কে পরিণত হয়েছে। ১৫টি দেশে তাদের ৬৫টিরও বেশি শাখা রয়েছে। বাংলাদেশেও ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ১০টিরও বেশি স্থানীয় শাখার মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছে। এভাবে শিক্ষার্থীরা মাতৃভাষায় ও পরিচিত পরিবেশে সহজে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে।
বাংলাদেশে এএইচজেড-এর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান বলেন, “প্রতিটি শিক্ষার্থীর স্বপ্নই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সঠিক কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে ভর্তি নিশ্চিত করা পর্যন্ত আমরা তাদের প্রতিটি ধাপে পাশে থাকি। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য এই যাত্রাকে যতটা সম্ভব সহজ, মসৃণ ও চাপমুক্ত করে তোলা।”
বর্তমানে এএইচজেড-এর বৈশ্বিক টিমে রয়েছে ৭৫০ জনেরও বেশি ব্রিটিশ কাউন্সিল-সার্টিফায়েড কাউন্সিলর, যারা সম্মিলিতভাবে ৬ লাখেরও বেশি শিক্ষার্থীকে সেবা প্রদান করেছেন। শিক্ষার্থীদের উপযুক্ত কোর্স নির্বাচন, আবেদনপত্র তৈরি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং স্টেটমেন্ট অব পারপাস (SOP) প্রস্তুতকরণে তারা নির্ভুল দিকনির্দেশনা দেন। তাদের এই অভিজ্ঞতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ, এএইচজেড ৫০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
এএইচজেড শুধু ভর্তি প্রক্রিয়া নয়, বরং শিক্ষার্থীদের নতুন জীবনের প্রস্তুতিতেও সহায়তা করে। তাদের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে আইইএলটিএস সহায়তা, প্রি-ডিপার্চার ব্রিফিং, ব্রিটিশ সংস্কৃতি ও জীবনযাপন বিষয়ে ধারণা, আবাসন খোঁজার পরামর্শ, পার্ট-টাইম চাকরির সুযোগ এবং সাংস্কৃতিক মানিয়ে নেওয়ার দিকনির্দেশনা প্রদান করা হয়।
২০১২ সালে লন্ডনে প্রতিষ্ঠিত এএইচজেড আজ নৈতিকতা ও বিনামূল্যে পূর্ণাঙ্গ সেবা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক বিশ্বস্ত শিক্ষা পরামর্শদাতা সংস্থায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় নির্বাচন থেকে শুরু করে ভর্তি নিশ্চিতকরণ পর্যন্ত শিক্ষার্থীদের স্বপ্নপূরণই তাদের প্রধান অঙ্গীকার।
একাদশ শ্রেণিতে ভর্তি: মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের আবেদন বাতিল
একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বোর্ড জানিয়েছে, এই কোটায় শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরাই আবেদন করতে পারবেন। কিন্তু অনেক শিক্ষার্থী নাতি-নাতনি পরিচয়ে এই কোটায় আবেদন বা নিশ্চায়ন করেছেন।
এ কারণে তাদের আবেদন বাতিল করে নতুন করে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ভর্তি প্রক্রিয়ায় কোনো জটিলতা তৈরি হলে বোর্ড তার কোনো দায় নেবে না বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।
রোববার (৩১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ এর ৩.২ উপধারা অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় কেবল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরাই আবেদন করতে পারবেন। এই কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় সংশ্লিষ্ট প্রমাণপত্র বা সরকারি গেজেটের সত্যায়িত কপি জমা দিতে হবে, পাশাপাশি মূল কপিও দেখাতে হবে। সঠিক প্রমাণপত্র জমা দিতে ব্যর্থ হলে ওই শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হবে।
বোর্ড জানিয়েছে, যেসব শিক্ষার্থী ভুলক্রমে নাতি-নাতনি পরিচয়ে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন বা নিশ্চায়ন করেছেন, তাদের সোমবার (১ সেপ্টেম্বর) এর মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে গিয়ে আবেদন বা নিশ্চায়ন বাতিল করে পুনরায় আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সংশোধন না করলে পরবর্তীতে ভর্তি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে, যার জন্য বোর্ড দায়ী থাকবে না।
গত ২৪ জুলাই একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় বলা হয়, মোট আসনের ৯৩ শতাংশ সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এবং ১ শতাংশ তাদের অধীন দপ্তর সংস্থার কর্মকর্তাদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।
/আশিক
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নতুন ৫ দফা দাবি প্রকৌশল শিক্ষার্থীদের
ইঞ্জিনিয়ার স্বীকৃতির দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পূর্বের তিন দফা দাবির সঙ্গে আরও নতুন দুই দফা যোগ করে মোট পাঁচ দফা দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, সরকারের স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টা সরাসরি শাহবাগে এসে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
বুধবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক্সিট গেটের সামনে এক সংবাদ সম্মেলনে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ এই দাবিগুলো তুলে ধরেন।
শিক্ষার্থীদের নতুন ৫ দফা দাবি
দাবি ১ ও ২ (স্বরাষ্ট্র উপদেষ্টা): আজকের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে দুঃখ প্রকাশ করতে হবে এবং একইসঙ্গে জবাবদিহি করতে হবে। এছাড়াও, আন্দোলনে অংশ নেওয়া রোকনের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকের এই হামলায় জড়িত পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
দাবি ৩ (নতুন কমিটি): প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। এর পরিবর্তে দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করতে হবে।
দাবি ৪ (পূর্বের ৩ দফা): পূর্বে ঘোষিত ৩ দফা দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করতে হবে।
দাবি ৫ (শিক্ষামন্ত্রীর নিশ্চয়তা): তিন উপদেষ্টা— ফওজুল করিম, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে এখানে এসে নিশ্চয়তা দিতে হবে।
এছাড়াও, হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ বহন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেন, তাদের যৌক্তিক আন্দোলনে আর কোনো হামলা করা যাবে না। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, পুলিশের হামলায় শিক্ষার্থীদের অন্তত ৬০ জন আহত হয়েছেন।
এর আগে বুধবার সকাল ১১টার দিকে প্রকৌশল শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করে। এরপর দুপুর দেড়টার দিকে তাদের দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইট নিক্ষেপ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও শিক্ষার্থী আহত হন।
এরপর থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলেন, ‘পুলিশ দিয়ে আন্দোলন দমানো যাবে না’, ‘ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড’সহ বিভিন্ন স্লোগানে তারা শাহবাগ এলাকা উত্তাল করে তোলেন।
/আশিক
বুয়েট শিক্ষার্থীদের ঘোষণা: ‘লং মার্চ টু ঢাকা’ আজ
সুনির্দিষ্ট ও কার্যকর আশ্বাস না পাওয়ায় সারাদেশের প্রকৌশলীদের নিয়ে রাজধানী অভিমুখে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের আন্দোলনকে কেন্দ্র করে দেশের প্রকৌশল অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালীউল্লাহ। তিনি জানান, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বারবার দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ না আসায় এই কঠোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বলেন, বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগে শিক্ষার্থীদের গণজমায়েত শুরু হবে। ইতোমধ্যে দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীরা তিন দফা সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন—
ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী (বা সমমান পদ)-এ প্রবেশের জন্য সকল প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে কোটা বা অন্য নামে সমমানের নতুন পদ সৃষ্টির মাধ্যমে পদোন্নতির সুযোগ বাতিল করতে হবে।
টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী (বা সমমান পদ)-এর জন্য নিয়োগ পরীক্ষা উন্মুক্ত রাখতে হবে, যাতে ডিপ্লোমা ডিগ্রিধারী ও বিএসসি ডিগ্রিধারী উভয়েই সমানভাবে অংশগ্রহণ করতে পারেন।
ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করতে পারবে না। এ সংক্রান্ত আইনগত পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে যেসব নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে, সেগুলোকে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে, যাতে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার স্বচ্ছতা ও মান নিশ্চিত হয়।
-রাফসান
ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু আজ থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
২১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে এখনো পর্যন্ত কোনো বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। তিনি বলেন, “আমরা চাই নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করতে। কোনো প্রকার বৈষম্য বা আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
প্রার্থীদের সঙ্গে বৈঠক
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে আচরণবিধি নিয়ে আলোচনা করতে এক বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠক পরিচালনা করবেন ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী।
ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি প্রকাশ করতে চান না, তারা আগামী ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দিতে পারবেন। এরই মধ্যে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত ভোটার তালিকা সর্বসাধারণের জন্য সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দপ্তরের কাছে তালিকাটি উন্মুক্ত থাকবে।
আচরণবিধি ও প্রচারের নিয়ম
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, আজ ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা হলে বা ক্যাম্পাসে ব্যক্তিগত বা সংগঠনের ব্যানারে প্রচার চালাতে পারবেন। তবে এ সময়ের মধ্যে কোনো ধরনের সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম, ধর্মীয় অনুষ্ঠান কিংবা ধর্মীয় স্থানে প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এসব কর্মকাণ্ড আচরণবিধির ধারা ১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
বাতিল মনোনয়ন পুনর্বিবেচনা
পূর্বে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বিরুদ্ধে দাখিল করা আপিলের প্রেক্ষিতে পুনরায় যাচাই-বাছাই শেষে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোটের তারিখ
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম ডাকসু নির্বাচন, যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্ররাজনীতির আয়োজন হিসেবে ছাত্রসমাজ ও জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে।
একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ হলো,যেভাবে দেখবেন
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে ফল দেখতে পারবেন। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে।
ভর্তি কমিটির সদস্যরা জানান, প্রথম ধাপে গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। এতে ১০ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছিল। আজ তাদের ফল প্রকাশ করা হয়েছে।
গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। তখন ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন শিক্ষার্থী পাস করে। পরবর্তীতে ফল পুনর্নিরীক্ষণে আরও চার হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পাস করে, যা মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ১৩ লাখ আট হাজার ২১৮ জনে।
/আশিক
শিক্ষকদের আলটিমেটাম: জাতীয়করণের দাবিতে আন্দোলনে নতুন মোড়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা অন্তর্বর্তী সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে তাদের দাবি বাস্তবায়নে ‘দৃশ্যমান ও যৌক্তিক’ পদক্ষেপ না নেওয়া হলে ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশ থেকে এই ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, “আমাদের দাবি যৌক্তিক হলেও সরকার গড়িমসি করছে। আমরা ৩০ দিন সময় দিচ্ছি, এর মধ্যে দাবি পূরণ না হলে ১৫ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করব।”
শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকদুপুর দেড়টার দিকে আন্দোলনরত শিক্ষকদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিক্ষকদের জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সার্বজনীন বদলি চালুর বিষয়ে একটি ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সভা সূত্রে জানা যায়, এই কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মিজানুর রহমানকে। বৈঠকে শিক্ষকদের বাড়িভাড়া কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও মন্ত্রণালয় শিক্ষকদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা চেয়েছে। শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে ধীরে ধীরে তা বাস্তবায়নের আশ্বাস দেন।
মহাসমাবেশ ও আন্দোলনএর আগে বুধবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়। দেশের ৬৪ জেলার কয়েক হাজার শিক্ষক এতে অংশ নেন, যার কারণে পল্টন ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমে সচিবালয় অভিমুখে পদযাত্রার কথা থাকলেও, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ইতিবাচক হওয়ায় শিক্ষকরা বিকেল ৩টার দিকে সমাবেশ শেষ করে ফিরে যান।
অনলাইনে কলেজে আবেদন: জানুন কলেজ চয়েজ পরিবর্তনের ধাপ
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজে ভর্তির জন্য আবেদন চলছে। প্রথম ধাপের আবেদনের সময়সীমা ১১ আগস্ট রাত ৮টা থেকে বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন, তবে এখনো আবেদন সংশোধনের সুযোগ রয়েছে। কলেজ পছন্দ পরিবর্তন বা পছন্দের তালিকায় ক্রম পরিবর্তন করতে চাইলে কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে লগইন করে সহজেই তা করতে পারবেন।
কলেজ পছন্দ পরিবর্তনের জন্য আবেদনকারীদের প্রথমে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘আবেদন’ মেনু থেকে ‘আবেদন দেখুন’ নির্বাচন করলে জমা দেওয়া কলেজগুলোর তালিকা দেখতে পাবেন। তালিকার পাশে ‘আবেদন আপডেট করুন’ অপশনে ক্লিক করলে পছন্দক্রম পরিবর্তন করা যাবে। কলেজ বাদ দেওয়া বা নতুন কলেজ যুক্ত করাও সম্ভব। তবে পরিবর্তনের পর অবশ্যই নতুন তালিকাটি সংরক্ষণ করতে হবে।
ভর্তি নীতিমালা অনুযায়ী, এবছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে; অফলাইন আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি ২২০ টাকা। শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজে পছন্দক্রম দিতে পারবেন। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত কলেজে ভর্তি মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে নির্ধারিত হবে। একজন শিক্ষার্থী একবারে শুধু একটিমাত্র কলেজে ভর্তির সুযোগ পাবেন।
/আশিক
এসএসসি ও সমমান পুনঃনিরীক্ষণের ফলাফল জানতে পারবেন যেভাবে
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ সকাল ১০টায় প্রকাশিত হবে। দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্গত পরীক্ষার্থীরা তাদের রোল নম্বরের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। এটি শিক্ষার্থীদের তাদের পরীক্ষার ফল পুনরায় যাচাই করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইল সেবার মাধ্যমে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয় প্রতি ১৫০ টাকা ফি দিয়ে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। মোট দুই লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের জন্য আবেদন এসেছে, যা গত বছরের তুলনায় প্রায় ২১ হাজার বেশি। এই সংখ্যাটি শিক্ষার্থীদের মধ্যে পুনঃনিরীক্ষণের প্রতি বৃদ্ধি পাওয়া আগ্রহ ও আস্থার পরিচায়ক।
পরিসংখ্যান থেকে জানা যায়, সর্বোচ্চ আবেদন এসেছে গণিত বিষয়ে—৪২ হাজার ৯৩৬টি খাতা। এছাড়াও ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতার জন্য আবেদন জমা পড়েছে। অন্যদিকে, চারু ও কারুকলা বিষয়ে সবচেয়ে কম আবেদন এসেছে, মাত্র ৬টি। এতে দেখা যায় যে শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক এবং ভাষাগত বিষয়গুলোর ফল পুনঃমূল্যায়নে আগ্রহ সবচেয়ে বেশি।
পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় খাতার নম্বর পুনরায় মূল্যায়ন করা হয় না, বরং নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কিনা, কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না, এবং ওএমআর শিটে নম্বর সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না—এসব বিষয় যাচাই করা হয়। প্রয়োজনে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়, যা শিক্ষার্থীদের সঠিক ফল পাওয়ার নিশ্চয়তা দেয়।
দেশব্যাপী শিক্ষাবোর্ডের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে ছাত্র তিন লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী দুই লাখ ৭৫ হাজার ৯৪৪ জন। এই তথ্য শিক্ষাব্যবস্থায় উন্নতির প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।
-শরিফুল
এসএসসি খাতা পুনর্মূল্যায়নের ফল কাল প্রকাশ, জানুন ফল দেখার নিয়ম
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল রবিবার প্রকাশ করা হবে। শনিবার (৯ আগস্ট) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান। তিনি বলেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণ সম্পন্ন করতে হয়, তাই সময়সীমা মেনে আগামীকাল ফল প্রকাশ করা হচ্ছে।
অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আরও জানান, যারা মোবাইল ফোন নম্বর ব্যবহার করে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তাদের ওই নম্বরে এসএমএসের মাধ্যমে পরিবর্তিত ফল জানানো হবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোও তাদের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে ৯২ হাজারের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে, তবে অন্যান্য বোর্ডের আবেদনসংখ্যা এখনও জানা যায়নি বলে তিনি উল্লেখ করেন।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল গত ১০ জুলাই প্রকাশ করা হয়েছিল। ফলের প্রতি সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়া হয়। এইবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা দেওয়ার সময় ছিল ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত, যা এসএমএস পদ্ধতি এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে জানানো হয়েছিল।
এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে, যাদের মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
/আশিক
পাঠকের মতামত:
- নুরের ওপর হামলা প্রমাণ করে দেশ এখনও স্বৈরাচারমুক্ত নয়: দুদু
- অন্তর্বর্তী সরকার এখন বিএনপি ও জামায়াতের নির্দেশে চলছে: সামান্তা শারমিন
- চীনের সামরিক মহড়া: প্রকাশ্যে এলো নতুন পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তি
- ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত তারিখেই ভোট
- ঢাকা স্টক এক্সচেঞ্জে ভ্যালু, ভলিউম ও ট্রেডে শীর্ষ ২০ কোম্পানি
- ডিএসই–৩০ সূচকের শীর্ষ কোম্পানিগুলোর লেনদেনের চিত্র
- বাংলাদেশি ওষুধের সাফল্য: যুক্তরাজ্যে রেনেটার নতুন পদচারণা
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২০২৪ সালের নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন
- বেইজিংয়ে একসাথে শি–পুতিন–কিম এর ঐতিহাসিক মুহূর্ত
- বলিউডের তারকাদের ফ্লোরাল ফ্যাশন: ঋতুভেদে সৌন্দর্যের নতুন সংজ্ঞা
- বান্দরবানে সেনা অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ঘাঁটি দখল
- ঢাবি শিক্ষার্থী আলী হুসেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- বাঘি ৪: মরুভূমির বুকে হারনাজের আগুনঝরা রূপ
- সৌদি আরবে মূল পর্বের স্বপ্নে যাত্রা শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের
- পাকিস্তানে একদিনে তিন হামলা: নিহত অন্তত ২৫
- কাস্টমস-ভ্যাট-আয়করের জটিলতা সমাধানে এনবিআরের নতুন উদ্যোগ
- দেড় বছর পর ঢাকায় স্থায়ী রাষ্ট্রদূত পাচ্ছে যুক্তরাষ্ট্র
- রোনালদোর শেষ বিশ্বকাপ স্বপ্ন শুরু হচ্ছে
- শেয়ারবাজারে সূচকের উত্থান, লেনদেনে গতি
- যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের আস্থার শীর্ষে এএইচজেড
- মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি ভাগাভাগির নিয়ম
- লেনদেনহীন সকালে শেয়ারবাজারে নীরবতা নেমে এল
- নিউ লাইন ক্লোদিংস নিয়ে শেয়ারবাজারে নতুন প্রশ্ন
- জার্মানিতে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ইশরাক-চাশত-আওয়াবীন: কোন সময় কত রাকাআত পড়বেন?
- স্টার্ট-আপের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল
- গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী, পালিয়ে থাকা নেতাদের জন্য কড়া নিয়ম
- নোয়াখালীর সাবেক চেয়ারম্যান মিজানুরের অবৈধ সম্পদের পাহাড়
- আজকের খেলাধুলার সরাসরি সম্প্রচারসূচি
- আমি বেঁচে আছি: ডোনাল্ড ট্রাম্প
- নুরুল হক নূর কে নিয়ে অন্তর্বর্তী সরকারের জরুরি নির্দেশ
- ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই আফগানিস্তানে ফের ভূমিকম্প
- সিলেটে জব্দ হওয়া সাদাপাথর এবার নিলামে
- ডিবি প্রধান হারুনকে ‘জ্বীন’ ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী: মামুন
- বিসিবি সভাপতি পদে দুই সাবেক অধিনায়কের লড়াই, প্যানেলে তামিম ইকবাল
- নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
- অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন এবি পার্টির চেয়ারম্যান
- আলোচনার টেবিলে ভিন্ন দাবি, নির্বাচনের পথে নতুন কোন সংকেত?
- ধর্ষণের হুমকি: ছাত্রশিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন উমামা ফাতেমা
- রাজধানীর মৌচাকে মসজিদে অগ্নিকাণ্ড
- খুলনা শিপইয়ার্ড সড়কে অভিনব প্রতিবাদ: ধানের চারা রোপণ ও লাল কার্ড
- আজ রাতে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কতা জারি
- জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয়: রুহুল কবির রিজভী
- ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তান: দুর্গম এলাকায় এখনো চলছে উদ্ধারকাজ
- বেগম জিয়া নিরাপদ,তারেক রহমানও নিরাপদ থাকবেন: হান্নান মাসউদ
- নুরের ওপর হামলায় জামায়াত জড়িত: ছাত্রদল নেতা আমানউল্লাহর
- আবারও সিটি স্ক্যানের জন্য নেওয়া হচ্ছে নুরকে, উদ্বেগ বাড়ছে
- ভবিষ্যতে সরকারপ্রধানদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত: ফারুকী
- বাড়তি চিনি ও ক্যালরি: প্রোটিন শেকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কবার্তা
- চবিতে শিক্ষার্থীদের ওপর হামলায় উত্তাল ক্যাম্পাস, বিক্ষোভ ছাত্রদলের
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- ছেলের আত্মহত্যার জন্য দায়ী ChatGPT’: কাঠগড়ায় OpenAI
- ২৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ২৭ আগস্টের বন্ড মার্কেট আপডেট: কিছু বন্ডে দরপতন, বেশিরভাগই স্থবির
- ২৮ আগস্ট দরপতনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানি
- জুলাই সনদ নিয়ে মতভেদ চরমে, আজ তিন দলের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী সরকারের
- ১ সেপ্টেম্বর শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ আগস্ট শীর্ষ ১০ গেইনার তালিকা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের সামগ্রিক বিশ্লেষণ
- ০১ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিএসই ব্লক মার্কেটে বড় লেনদেন
- সংসদ ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা
- নিহত গাজা সাংবাদিকের চিঠি পড়ে কেঁদে ফেললেন জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত