বাংলাদেশ বিমানে বড় দুর্ঘটনা: তদন্তে কমিটি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৬ ১৮:৪২:৫৩
বাংলাদেশ বিমানে বড় দুর্ঘটনা: তদন্তে কমিটি

সত্য নিউজ: কক্সবাজার থেকে ঢাকামুখী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আকাশে ওড়ার পর পেছনের একটি চাকা খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। সৌভাগ্যবশত, বিমানে থাকা ৭১ যাত্রী ওক্রুরাঅক্ষত ও নিরাপদ রয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে উড্ডয়ন করা বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটির ক্ষেত্রে। পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ দ্রুত পরিস্থিতি শনাক্ত করে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জরুরি অবতরণের বার্তা পাঠান। এরপর দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি শাহজালালে নিরাপদে অবতরণ করে। সতর্কতামূলক ব্যবস্থায় রানওয়ে ঘিরে প্রস্তুত ছিল ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানের চিফ অব সেইফটি ক্যাপ্টেন এনাম তালুকদারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ধরনের যান্ত্রিক ত্রুটি প্রশ্ন তুলেছে বিমান নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর। যদিও কেউ আহত হননি, তবু বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি নজিরবিহীন এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পরই বিস্তারিত জানা যাবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ