রক্ষা পেল ৭১ প্রান

বিমানের চাকা খুলে পড়ে যাওয়ার পরও সফল ল্যান্ডিং: কিভাবে ল্যান্ডিং করলেন?

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৬ ১৭:৪২:৫৮
বিমানের চাকা খুলে পড়ে যাওয়ার পরও সফল ল্যান্ডিং: কিভাবে ল্যান্ডিং করলেন?

সত্য নিউজ: আকাশে উড়ন্ত অবস্থায় বিমানের এক চাকা খুলে পড়ে যাওয়ার পরও অতুলনীয় দক্ষতায় বিমান নিরাপদে অবতরণ করিয়ে এক দুর্দান্ত নজির স্থাপন করেছেন পাইলট ক্যাপ্টেন বিল্লাহ। শুক্রবার (১৬ মে) দুপুরে কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত সব যাত্রী অক্ষত রয়েছেন।

দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইট। বিমানে এক শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির বাম পাশের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।

সঙ্গে সঙ্গে পাইলট ক্যাপ্টেন বিল্লাহ এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (ATC) জরুরি অবতরণের বার্তা পাঠান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুতই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। রানওয়েতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল।

অবশেষে, দুপুর ২টা ২২ মিনিটে পাইলট বিল্লাহর প্রশংসনীয় দক্ষতায় বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করে। অবতরণের সময় এটিসি থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি এক পাশে হেলে পড়ে রানওয়ে স্পর্শ করে। মনে হচ্ছিল, পাইলট একচাকার ভারসাম্য রক্ষা করতে বিমানের ওজনের চাপ বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানিয়েছেন, “পাইলট প্রথম চেষ্টাতেই সফলভাবে অবতরণ করান। সকল যাত্রী নিরাপদ ও অক্ষত আছেন।”

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানের যান্ত্রিক সমস্যার পরই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয় এবং যাত্রীরা সবাই সুস্থভাবে উদ্ধার হন। বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত