কেমন যাচ্ছে আজকের বাজারদর!

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৬ ১১:২২:৩৩
কেমন যাচ্ছে আজকের বাজারদর!

সত্য নিউজ: রাজধানীর বাজারে এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা পর্যন্ত বাড়লেও, ব্রয়লার মুরগির কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে। বাজারের সামগ্রিক চিত্রে দেখা যাচ্ছে, কিছু সবজির দাম কমলেও বেশিরভাগ নিত্যপণ্যের দামে এখনো স্থিতিশীলতা ফেরেনি।

শুক্রবার (১৬ মে) সকালে রামপুরা, মালিবাগ, খিলগাঁও তালতলা ও সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা গেছে—ডিমের দাম বর্তমানে ১৪০ থেকে ১৪৫ টাকা ডজন, যেখানে এক সপ্তাহ আগেও এ দাম ছিল ১৩০-১৩৫ টাকার মধ্যে। ক্রেতারা এই হঠাৎ মূল্যবৃদ্ধিতে হতাশা প্রকাশ করলেও বিক্রেতাদের যুক্তি, খামারিরা দীর্ঘদিন লোকসান গুনেছেন, ফলে এখনকার দাম ন্যায্য।

মালিবাগ বাজারের পাইকারি ডিম বিক্রেতা আবুল হোসেন বলেন, “বর্ষায় সাধারণত ডিমের দাম বেশি থাকে। এবার তা তুলনামূলক কম থাকায় অনেক খামার বন্ধ হয়ে গেছে। এখন কিছুটা দাম বাড়লেও তা স্বাভাবিক।”

অন্যদিকে, ব্রয়লার মুরগির দাম কেজিতে কমে ১৬০-১৮০ টাকায় নেমে এসেছে। তবে গরুর মাংসে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে। বেশ কিছু দোকানে ৭৫০ টাকার জায়গায় ৭৮০ টাকা কেজি দাম হাঁকানো হলেও দরদাম করে আগের দামে কিনতে পারছেন ক্রেতারা।

চালের বাজারেও একই রকম মিশ্রতা দেখা গেছে। পুরোনো মিনিকেট চালের দাম কেজিতে এখনো ৮৫-৮৬ টাকা থাকলেও, নতুন মিনিকেট বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এতে করে নিম্ন-মধ্যবিত্ত ক্রেতারা খানিকটা স্বস্তি পাচ্ছেন।

সবজির বাজারে মৌসুমি পরিবর্তনের প্রভাব পড়েছে। গ্রীষ্মকালীন পটোল, ঢ্যাঁড়স, ঝিঙে, কাকরোল, বরবটি ইত্যাদি সবজির দাম কিছুটা কমেছে। বর্তমানে এসব সবজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকার মধ্যে। তবে সরবরাহে ভিন্নতা ও আবহাওয়া পরিস্থিতি অনুসারে দামে উঠানামা এখনো অব্যাহত রয়েছে।

সবজি বিক্রেতা মনির হোসেন বলেন, “গ্রীষ্মকালীন সবজির সরবরাহ ভালো থাকলে দাম কিছুটা কমে। কিন্তু বৃষ্টি হলে সমস্যা হয়। তখনই দাম বেড়ে যায়।”

সামগ্রিকভাবে বাজারে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি। কোনো কোনো পণ্যের দাম হ্রাস পেলেও অনেক ক্ষেত্রে মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ব্যয়ের ভার বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বাজার মনিটরিং আরও জোরদার করা না গেলে এমন অস্থিরতা চলমান থাকবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ