রাঙামাটিতে ট্রাক্টর উলটে প্রাণ গেল তিন শ্রমিকের, আহত আরও তিন

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৫ ২০:০২:৩৭
রাঙামাটিতে ট্রাক্টর উলটে প্রাণ গেল তিন শ্রমিকের, আহত আরও তিন

সত্য নিউজ: রাঙামাটির বাঘাইছড়িতে কাঠবোঝাই একটি ছয় চাকার ট্রাক্টর উলটে তিন শ্রমিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—নোয়াচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তো উদো চাকমা (৩৫)।
আহতদের মধ্যে রয়েছেন—সুমন চাকমা (২৭), সোহেল চাকমা (৩২) এবং দোল নেইয়ে চাকমা (২৮)। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কাঠ বোঝাই ট্রাক্টরটি সীমান্তবর্তী কজইছড়ি এলাকা থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথে আর্যপুর রাবারবাগান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ছয় চাকার ট্রাক্টরটি উলটে যায় এবং ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু ঘটে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। আহতদের দ্রুত বাঘাইছড়ি উপজেলা হাসপাতালে পাঠানো হয়।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত