জুলাই সনদে সই না করার হুঁশিয়ারি দিল এনসিপি

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ৩০ ২০:০৭:২৫
জুলাই সনদে সই না করার হুঁশিয়ারি দিল এনসিপি
ছবি: সংগৃহীত

জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি দূর করল এনসিপি

জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে চলমান বিভ্রান্তি পরিষ্কার করতে আজ ব্যাখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সময় মধ্যবর্তী বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন জানান, ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই সনদ’—এই দুইটি এক নয়। কিন্তু অনেকেই এগুলোকে একসঙ্গে গুলিয়ে ফেলছেন, যার ফলে এনসিপির অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

তিনি ব্যাখ্যা করেন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে গত বছরের গণঅভ্যুত্থান ও ৫ আগস্টের বিজয়কে স্বীকৃতি দেওয়া একটি ঐতিহাসিক দলিল। এটি একটি নৈতিক ও রাজনৈতিক স্বীকৃতি, যার আইনি ভিত্তিও থাকা জরুরি। অন্যদিকে, জুলাই সনদ হচ্ছে রাজনৈতিক সংস্কারের ভিত্তিতে গঠিত একটি বাস্তবায়নযোগ্য প্রস্তাবপত্র।

আখতার হোসেন বলেন, “আমরা চাই না এমন একটি দুর্বল, অপূর্ণ ও সংস্কারবিহীন জুলাই সনদ তৈরি হোক, যা অতীতে তিনটি দলের ঘোষণার মতো কেবল ইতিহাসের পাতায় জায়গা করে নেবে।” তিনি জোর দিয়ে বলেন, “জুলাই সনদ হতে হবে কার্যকর, পূর্ণাঙ্গ সংস্কার অন্তর্ভুক্ত, আইনি ভিত্তিসম্পন্ন এবং বাস্তবায়নের উপযোগী।”

তিনি জানান, প্রস্তাবিত জুলাই সনদে দুই বছরের বাস্তবায়ন সময় উল্লেখ করা হয়েছে, যা এনসিপি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। আখতারের মতে, দীর্ঘমেয়াদি বাস্তবায়নের সময় জনগণের সঙ্গে প্রতারণার সুযোগ তৈরি করে।

জুলাই ঘোষণাপত্র নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমরা একচুলও ছাড় দিতে রাজি নই। সরকার যদি ৩৬ জুলাইয়ের মধ্যে ঘোষণা না দেয়, তাহলে এনসিপি নিজেরাই ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে ঘোষণাপত্র জারি করবে।”

সরকারের সঙ্গে আলোচনার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি খসড়া দিয়েছে, আর এনসিপিও তাদের পক্ষ থেকে পরিপূর্ণ খসড়া দিয়েছে। তবে এখনো ফলপ্রসূ অগ্রগতি দেখা যাচ্ছে না। তিনি বিশ্বাস করেন, সরকারের আন্তরিকতা থাকলে এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয় ঘটলে ৩৬ জুলাইয়ের মধ্যেই একটি আইনি ও সাংবিধানিক ভিত্তিসম্পন্ন ঘোষণাপত্র জারি সম্ভব।

সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে আখতার বলেন, “জুলাই সনদ ও ঘোষণাপত্রের পার্থক্য সংবাদে স্পষ্টভাবে তুলে ধরুন, যেন জনমনে বিভ্রান্তি না থাকে।”

শেষে তিনি বলেন, “আমরা কোনো সনদে সই করব না, যদি সেখানে মৌলিক সংস্কার এবং আইনি ভিত্তির নিশ্চয়তা না থাকে। আমাদের সহযোদ্ধারা জীবন দিয়েছেন গণঅভ্যুত্থানে। সেই আত্মত্যাগ যেন বাস্তব ভিত্তির জুলাই ঘোষণাপত্রে প্রতিফলিত হয়—আমরা সেটাই চাই।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ