‘বাংলাদেশ থেকে মুজিববাদীদের সরিয়ে দেব’– জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম 

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১৮:১৪:০৬
‘বাংলাদেশ থেকে মুজিববাদীদের সরিয়ে দেব’– জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম 
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশের মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, মুজিববাদীদের বিচারের আওতায় আনা হবে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রার পথে অনুষ্ঠিত সভায় এই কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিচ্ছে এবং বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা জাতীয় নাগরিক পার্টি ও গণ-অভ্যুত্থানের শক্তিকে রুখতে পারবে না। গোপালগঞ্জে বাধা দিয়েও তারা সফল হয়নি, তেমনই গাজীপুরেও তারা সফল হবে না। বাংলাদেশের ৬৪ জেলায় পদযাত্রা চালানো হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনব। জনগণ জাতীয় নাগরিক পার্টির পাশে থাকবে, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া মানুষদের স্মরণ করবে এবং তাদের জন্য দোয়া করবে। গাজীপুরে বিকেলে মূল কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির ভাবনা ও নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আলোচনা করা হবে বলে জানান নাহিদ।

জুলাই গণ-অভ্যুত্থানের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার শহীদদের স্মরণ করে নাহিদ বলেন, গাজীপুরে প্রবেশের পর প্রথমে মাওনাতে আসা প্রয়োজন। কারণ এটি ছিল জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান রণক্ষেত্র এবং আন্দোলনের হটস্পট। মাওনাতে ১৯ জন শহীদ হয়েছেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই চালিয়েছিলেন। তাদের আদর্শ ধারণ করে এবং রুহের মাগফিরাত কামনা করে তিনি জানান, গাজীপুরে প্রথমে মাওনা এলাকা পরিদর্শন করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, “১৯ জন শহীদ ভাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং দেশের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। মাওনাবাসী যারা জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছেন, ছাত্র-জনতার পাশে থেকেছেন এবং দেশ নির্মাণে লড়াই চালিয়েছেন, তাদের প্রতি আমার লাল সালাম। আমাদের লড়াই শেষ হয়নি। একটি স্বাধীন ও শক্তিশালী বাংলাদেশের জন্য লড়াই এখনও চলছে।”

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ