সুন্দরবনের বাঘ রক্ষায় ‘সর্বশক্তি প্রয়োগের’ বার্তা উপদেষ্টার

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৯ ১৭:১৩:৫০
সুন্দরবনের বাঘ রক্ষায় ‘সর্বশক্তি প্রয়োগের’ বার্তা উপদেষ্টার
ছবি: সংগৃহীত

২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাঘ পাচারকারী ও চোরা শিকারিদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু বাঘ নয়, এটি বাংলাদেশের গর্ব এবং জাতিসত্তার প্রতীক। সুন্দরবনের মতোই রয়েল বেঙ্গল টাইগার আমাদের অহংকারের অংশ—এই উপলব্ধি সামনে এনে বাঘ সংরক্ষণে আরও দায়িত্বশীল হতে হবে।

বন ভবনে অনুষ্ঠিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, “সাম্প্রতিক বাঘশুমারির ফলাফলে দেখা গেছে, কিছু ইতিবাচক পদক্ষেপের ফলে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে, যা নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। তবে হরিণ শিকার, অগ্নিকাণ্ড এবং চোরাশিকার রোধে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বাঘের মৃত্যু ও পাচারের মধ্যে সরাসরি যোগ রয়েছে। পাশাপাশি মানুষ-বাঘ দ্বন্দ্বও বেড়েছে। এজন্য সুন্দরবনসংলগ্ন এলাকায় একটি সামাজিক সুরক্ষা বলয় গড়ে তোলার কথা ভাবা হচ্ছে, যাতে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান সম্ভব হয়।”

সভায় আরও জানানো হয়, সুন্দরবন অঞ্চলে অপরাধপ্রবণতা বাড়ছে। যারা চোরাকারবারে জড়িত কিংবা বিকল্প জীবিকা পেলে সৎ পথে ফিরতে পারেন—তাদের তালিকা করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার। উপদেষ্টার মতে, ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করাটাই এখন সবচেয়ে জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। আলোচনায় অংশ নেন দেশ-বিদেশের বন ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। উপস্থিত ছিলেন দুবাই সাফারি পার্কের সাবেক বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, ওয়াইল্ডটিমের প্রধান নির্বাহী ড. আনোয়ারুল ইসলাম, আইইউসিএন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ আজিজসহ অনেকে।

আলোচনার পাশাপাশি ‘সুন্দরবনে সংঘাতপ্রবণ বাঘ ব্যবস্থাপনা নির্দেশিকা’ ও ‘টাইগারস্ অব দ্য সুন্দরবনস’ শীর্ষক দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন পটের গান।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ