৬ কোটি রুপির মোস্তাফিজ: কীভাবে সুযোগ পেলেন দিল্লি ক্যাপিটালসে?

সত্য নিউজ: বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এক নজিরবিহীন চমক দেখালেন আইপিএলে। নিলামে দল না পেলেও, পাকিস্তান-ভারত উত্তেজনার সুযোগে দিল্লি ক্যাপিটালস তাঁকে রেকর্ড ৬ কোটি রুপিতে দলে নিয়েছে। এই অঙ্কে তিনি এখন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি আইপিএল ক্রিকেটার, পেছনে ফেলেছেন ২০০৯ সালে ৬ লাখ ডলারে বিক্রি হওয়া মাশরাফি বিন মুর্তজাকে।
কীভাবে মোস্তাফিজ ফিরলেন আইপিএলে?ভারত-পাকিস্তানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার জেরে এক সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। এই বিরতিতে অনেক বিদেশি ক্রিকেটার নিজ দেশে ফিরে যান। দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণে’ দল ত্যাগ করেন। ঠিক তখনই মোস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণা দেয় দিল্লি।
দলের পক্ষ থেকে টুইটারে জানানো হয়, “বামহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আমাদের স্কোয়াডে যুক্ত হয়েছেন।” মোস্তাফিজ এর আগেও (২০২২ ও ২০২৩) দিল্লির হয়ে খেলেছেন। দু’ মৌসুমে ৯ উইকেট নেন তিনি।
মোস্তাফিজের আইপিএল যাত্রা এক নজরে* মোট ম্যাচ: ৫৭
* মোট উইকেট: ৬১
* আগের দল: সানরাইজার্স হায়দরাবাদ (ডেবিউ ২০১৬), মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস
২০১৬ আইপিএলে প্রথমবার অংশ নিয়েই “ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট” হন মোস্তাফিজ। তাঁর কাটার, স্লোয়ার আর নিখুঁত ইয়র্কার ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কেড়ে নেয় তখন থেকেই।
৬ কোটি রুপির রহস্যদিল্লির স্কোয়াডে বিদেশি পেসারদের ঘাটতি থাকায় মোস্তাফিজকে জরুরি ভিত্তিতে নেওয়া হয়। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, “ভারতের ভূ-রাজনৈতিক সংকট এবার মোস্তাফিজের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।” তাঁর অভিজ্ঞতা ও সাবেক পারফরম্যান্সের ওপর আস্থা রেখে দিল্লি এমন বড় বিনিয়োগ করেছে।
খেলবেন কয়টি ম্যাচ?দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত ১১ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে। প্লে-অফে উঠতে হলে বাকি তিনটি ম্যাচে জয় চাই। তবে মোস্তাফিজকে একাদশে জায়গা পেতে লড়তে হবে মিচেল স্টার্ক ও টি. নটরাজনের সঙ্গে। স্টার্কের ফেরার নিশ্চয়তা এখনো নেই, ফলে মোস্তাফিজের সুযোগ মিলতেও পারে।
বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জাতীয় দলের সিরিজ। ১৭ মে আইপিএল শুরু হলেও, তার আগের দিন দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ দল, যেখানে মোস্তাফিজ রয়েছেন স্কোয়াডে। ফলে তিনি দিল্লির জার্সিতে কবে নামবেন, তা নির্ভর করছে বিসিবি ও আইপিএলের মধ্যে সমন্বয়ের ওপর।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- ভারত-পাকিস্তান সম্মত যুদ্ধবিরতিতে