পর্তুগালের জার্সিতে অভিষেক করলেন রোনালদো জুনিয়র, শুরু হলো নতুন অধ্যায়

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৪ ১৩:২৭:৩৩
পর্তুগালের জার্সিতে অভিষেক করলেন রোনালদো জুনিয়র, শুরু হলো নতুন অধ্যায়

সত্য নিউজ: ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা তাঁর পুত্র ক্রিস্টিয়ানিনহো অবশেষে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করলেন। মঙ্গলবার ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে জাপানের বিপক্ষে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে মাঠে নেমে নতুন অধ্যায়ের সূচনা করেন তিনি।

৪-১ গোলের জয় পাওয়া ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে উঠে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন রোনালদো জুনিয়র। তিনি আব্দু কাসামার পরিবর্তে খেলার সুযোগ পান। এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের উপস্থিতি জানান দেন রোনালদো জুনিয়র, যাকে ইতোমধ্যেই ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

খেলার সময় মাঠে উপস্থিত ছিলেন রোনালদোর মা মারিয়া ডোলোরেস আভেইরো, যিনি ম্যাচের আগে ইনস্টাগ্রামে শুভকামনা জানিয়ে লেখেন, ‘শুভকামনা পর্তুগাল (U-15)।’অভিষেকের পর ছেলের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন রোনালদো নিজেও। তিনি সামাজিকমাধ্যমে লেখেন:“পর্তুগালের হয়ে তোমার অভিষেকের জন্য অভিনন্দন, ছেলে। তোমার জন্য আমি গর্বিত!”

বর্তমানে ৪০ বছর বয়সেও চমৎকার ফর্মে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল-নাসরের প্রথম দলে নিয়মিত খেলছেন। অন্যদিকে তাঁর ছেলে ক্রিস্টিয়ানিনহো খেলছেন আল-নাসরের যুব দলে এবং এখন আন্তর্জাতিক মঞ্চেও পা রাখলেন। দুই প্রজন্মের এই রোনালদোকে ঘিরে পর্তুগিজ ফুটবলে এক অনন্য রূপকথা রচিত হচ্ছে।

আগামী ম্যাচগুলোতে গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে রোনালদো জুনিয়রের। অন্যদিকে রোনালদো সিনিয়র ১৬ মে ফিরছেন মাঠে, সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে আল-তাওয়ুনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত