আবার আটক গায়ক নোবেল

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২০ ১১:০৭:০৪
আবার আটক গায়ক নোবেল

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল আবারও আইনি জটিলতায় জড়ালেন। শনিবার মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। অভিযোগ উঠেছে, মদ্যপ অবস্থায় তিনি এক উবার চালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান জানান, নোবেলকে কল্যাণপুর এলাকা থেকে আটক করে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উবার চালক আকবর হোসেন জানান, তিনি উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কারে যাত্রী হিসেবে নোবেল ও তার স্ত্রীকে নিয়ে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন। কিন্তু গন্তব্যে পৌঁছার পরও নোবেল গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। তিনি অপ্রাসঙ্গিক ও আপত্তিকর ভাষায় কথা বলতে থাকেন।

পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে চালক তাকে শান্ত করতে চেষ্টা করেন, তখনই নোবেল হঠাৎ উত্তেজিত হয়ে ড্রাইভারকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনার সময় নোবেলের শারীরিক ও মানসিক অবস্থাও ছিল অস্বাভাবিক, যা নেশাগ্রস্ততার ইঙ্গিত দেয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

উল্লেখযোগ্য যে, মাত্র কয়েক সপ্তাহ আগেই নোবেল নারী নির্যাতনের একটি মামলায় জামিন পেয়েছেন। গত ২০ মে তাকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ১৯ জুন নোবেলর বিয়ে সম্পন্ন হয়।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ