বলিউড

"ভালোবাসি তোমাদের দু’জনকে"—শাহরুখের আবেগঘন বার্তা রাধিকা-অনন্তকে

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১১:৩১:৪৯
"ভালোবাসি তোমাদের দু’জনকে"—শাহরুখের আবেগঘন বার্তা রাধিকা-অনন্তকে

সময় কী দ্রুতই না বয়ে যায়! চোখের পলকে কেটে গেছে এক বছর—গত বছরের জুলাইয়ে মুম্বাইয়ে যে রাজকীয় আয়োজনে বিয়ে হয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের, তার প্রথম বার্ষিকী উপলক্ষে এবার ফের আলোচনায় এসেছে সেই মহা আয়োজন।

এই বিশেষ দিনে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি বলিউডের দুই শীর্ষ তারকা শাহরুখ খান ও রণবীর সিং।

শাহরুখ খান ইনস্টাগ্রামে একটি সাদাকালো ছবি শেয়ার করে লেখেন, “এই সুন্দর দম্পতিকে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। বহু বছরের সুখী জীবন কামনা করছি। ভালোবাসা ও সুস্থতা থাকুক সবসময়। ভালোবাসি তোমাদের দু’জনকে। @radhikamerchant @anantambani।”

অন্যদিকে, রণবীর সিং-ও একটি হৃদয়ছোঁয়া পোস্টে লেখেন, “আমার প্রিয় অনন্ত ও রাধিকাকে প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।”

গত বছরের ১২–১৪ জুলাই মুম্বাইয়ে তিনদিনব্যাপী রাজকীয় আয়োজনে এই বিয়ে অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষ ধনকুবর মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত ও ব্যবসায়ী বিরেন মার্চেন্টের মেয়ে রাধিকার এই বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের হেভিওয়েট তারকারা ছাড়াও আন্তর্জাতিক তারকারাও।

জাস্টিন বিবার সঙ্গীত অনুষ্ঠানে স্টেজ মাতান, ‘Calm Down’ গেয়ে মন জয় করেন রেমা, আর ‘Despacito’-খ্যাত লুইস ফনসি তৈরি করেন এক মনোমুগ্ধকর পরিবেশ। এর আগে, গত মার্চ মাসে প্রাক-বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন রিহানা।

এই রাজকীয় বিয়ে শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও ছিল শিরোনামে। কিম ও খোলে কার্দাশিয়ান, জন সিনা, নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপরা, সবাই মিলেছিলেন সেই আয়োজনে।

এদিকে শাহরুখকে আমরা শিগগিরই দেখতে পাব সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে আছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি প্রমুখ।

রণবীর সিং এর পরবর্তী ছবি ‘ধুরন্ধর’, একটি অ্যাকশন-ড্রামা, যা পরিচালনা করছেন আদিত্য ধর। সেখানে রণবীরের সঙ্গে থাকছেন অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ