১০৬ কোটি টাকা বেতন পাবেন ব্রাজিলেও কোচ কার্লো আনচেলত্তি

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসতে যাচ্ছেন ইতালিয়ান কৌশলবিদ কার্লো আনচেলত্তি। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর থেকেই তার নাম আলোচনায় ছিল। এবার সেই গুঞ্জন বাস্তবতায় রূপ নিয়েছে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের কোচের দায়িত্ব পালন করবেন। আগামী মাসেই পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তাঁর আন্তর্জাতিক কোচিং অধ্যায়।
২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয় করার পর থেকে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি সেলেসাওদের। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেলসি, প্যারিস সেন্ত জার্মাঁর মতো ক্লাবের সঙ্গে কাজ করা এই কোচের হাত ধরেই ব্রাজিল সেই খরা কাটাতে চায়।
কার্লো আনচেলত্তির সঙ্গে ১৪ মাসের চুক্তি অনুযায়ী, তিনি পাবেন প্রতি মাসে প্রায় ৭ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ লাখ টাকা)। বার্ষিক আয় দাঁড়াবে ৮৮ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০৬ কোটি টাকা। শুধু তাই নয়, রয়েছে অতিরিক্ত পারফরম্যান্স বোনাস—যদি তিনি ব্রাজিলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিতে পারেন, তবে পাবেন আরও ৫৫ লাখ ডলার (প্রায় ৬৬ কোটি টাকা)।
রিও ডি জেনিরোয় বসবাসের জন্য আনচেলত্তিকে দেওয়া হবে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যার সম্পূর্ণ খরচ বহন করবে সিবিএফ। আনচেলত্তির পরিবার ইউরোপেই থাকবেন, তাই দূরত্ব কমাতে তাঁকে দেওয়া হচ্ছে একটি প্রাইভেট জেট, যা ব্যবহৃত হবে তার আন্তর্জাতিক ভ্রমণের জন্য।
পাশাপাশি আনচেলত্তি পাচ্ছেন আন্তর্জাতিক স্বাস্থ্য ও জীবন বিমা—সবই সিবিএফের অর্থায়নে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাহফুজ আলমের ফেইসবুক পোস্ট: কি বার্তা দিলেন?
- “ইশরাককে দায়িত্ব দাও, শহর বাঁচাও!”- কেন এই স্লোগান!
- আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজারের দুয়ার!
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ: জনগণের সিদ্ধান্তের সঙ্গেই থাকবে বিএনপি
- ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত: কারও প্রকৃত বিজয় নেই, শুধু দাবির প্রতিযোগিতা
- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কাগজে শান্তি, মাটিতে অনিশ্চয়তা
- চীনের কৌশলগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তির উত্থান: আঞ্চলিকশক্তির নতুন বিন্যাস
- ১০৩ বছরের নীরবতা ভাঙল এল ক্লাসিকো, দেখল অভাবনীয় গোলবন্যা!
- তারেক রহমানের প্রশ্ন: অন্তর্বর্তী সরকার কি স্বৈরাচারের পুনর্বাসন করছে?
- হবিগঞ্জে সংঘর্ষে আহত অন্তত ৪০, কয়েকটি বাড়িঘর ভাঙচুর
- নেইমার কিনলেন ১৫ কোটি টাকার ফেরারি: কারন শুনলে অবাক হবে
- আ.লীগ নিষিদ্ধে বিএনপি কি দ্বিধায়?
- কম খরচে উচ্চশিক্ষার সুযোগ: সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ার মাধ্যমে যেখানে পড়াশোনা করা সম্ভব
- যুদ্ধবিরতিতে কাশ্মীরের কী বার্তা?
- শেখ হাসিনাকে দেশে ফিরিয়েআনা সম্ভব: দুদক চেয়ারম্যান