এক সপ্তাহ পর মাঠে ফিরছে আইপিএল, বাদ পড়লো চেন্নাই-পাঞ্জাবের হোম ভেন্যু

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ১৩:০০:৪৩
এক সপ্তাহ পর মাঠে ফিরছে আইপিএল, বাদ পড়লো চেন্নাই-পাঞ্জাবের হোম ভেন্যু

সত্য নিউজ: এক সপ্তাহের বিরতি শেষে আবারো ক্রিকেট উন্মাদনায় মাততে চলেছে ক্রিকেটবিশ্ব। আগামী ১৭ মে, শনিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এ ম্যাচ দিয়েই পুনরায় শুরু হচ্ছে ২০২৫ আইপিএল-এর বাকি অংশ। সোমবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

১৮ দিনে ১৭টি ম্যাচ, ফাইনাল ৩ জুনবিসিসিআই-এর ঘোষিত নতুন সূচি অনুযায়ী, আগামী ১৮ দিনে মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে। এবারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ জুন। যদিও এখনো প্লে-অফের নির্দিষ্ট ভেন্যুগুলোর নাম প্রকাশ করা হয়নি। এ সময়ের মধ্যে মাত্র দুটি দিন—১৮ মে ও ২৫ মে—তে ডাবল হেডার (এক দিনে দুটি ম্যাচ) রাখা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই এবং আহমেদাবাদে। এতে করে চেন্নাই, হায়দরাবাদ এবং পাঞ্জাবের দলগুলো নিজেদের ঘরের মাঠে আর কোনো ম্যাচ খেলতে পারছে না।

চেন্নাই সুপার কিংস তাদের শেষ হোম ম্যাচ খেলবে দিল্লিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে, ২০ মে। সানরাইজার্স হায়দরাবাদ তাদের শেষ ম্যাচ খেলবে ২৫ মে দিল্লিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

পাঞ্জাব কিংস পুরোপুরি হারিয়েছে তাদের হোম ভেন্যু মুল্লানপুর। তারা জয়পুরে খেলবে বাকি সব ম্যাচ। এছাড়া ৮ মে বাতিল হওয়া ম্যাচ (পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস) ২৪ মে জয়পুরে পুনরায় অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

ট্যাগ: আইপিএল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ