সিনেমার ভালোবাসা থেকে প্রযোজনায়: ভাইবোনের নতুন বলিউড যাত্রা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১২ ১১:২২:০১
সিনেমার ভালোবাসা থেকে প্রযোজনায়: ভাইবোনের নতুন বলিউড যাত্রা

বলিউডের প্রতিভাবান ভাইবোন জুটি হুমা কুরেশি ও সাকিব সেলিম এবার ক্যামেরার সামনে থেকে পেছনে—প্রযোজক হিসেবে নিজেদের নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন। শুক্রবার তাঁরা ঘোষণা দিলেন তাঁদের নতুন প্রযোজনা সংস্থা "সেলিম সিবলিংস"-এর প্রথম প্রকল্পের—যার নাম "Baby Do Die Do"।

তবে এ ঘোষণায় রয়েছে এক অভিনব টুইস্ট। সিনেমাটির টিজার মুক্তি পেলেও তা অনলাইনে নয়, বরং একমাত্র দেখা যাবে বড় পর্দায়—রাজকুমার রাও অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মালিক’-এর আগে। ‘মালিক’ সিনেমায় একটি নাচের দৃশ্যে উপস্থিত হয়েছেন হুমা কুরেশি, আর সেই উপলক্ষেই যুক্ত হয়েছে এই বিশেষ চমক।

এক ভিডিও পোস্টে হুমা ও সাকিব জানান, "এই সিনেমা বড় পর্দার জন্য বানানো, তাই প্রথম ঝলকও বড় পর্দাতেই দেখাতে চেয়েছি।" ডিজিটাল প্ল্যাটফর্মে টিজার প্রকাশের বিষয়েও সাকিব বলেন, “অনুরাগীদের আর একটু অপেক্ষা করতে হবে। তবে খুব শিগগিরই তারিখ জানানো হবে।”

এর একদিন আগেই ভাইবোন জুটি সামাজিক যোগাযোগমাধ্যমে “Saleem Siblings” নামের প্রযোজনা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটান এক আবেগঘন খোলা চিঠির মাধ্যমে, যা দ্রুত ভাইরাল হয়ে যায় ভক্ত ও বলিউডের সহকর্মীদের মধ্যে।

চিঠিতে তাঁরা লেখেন:

"আমরা মুম্বইতে এসেছিলাম কেবল এক ব্যাগ স্বপ্ন ও একরাশ পাগলামি নিয়ে। না ছিল কোনো রোডম্যাপ, না কোনো নিশ্চয়তা। শুধু ছিল এক অদ্ভুত আস্থা—একদিন আমরা বড় পর্দার সেই গল্পগুলোর অংশ হবো, যেগুলো দেখে বড় হয়েছি।"

"রিকশা ভাগাভাগি, ঠাসা অডিশনের দিন আর রাতজাগা আত্মবিশ্বাসের মধ্যেই আমরা খুঁজে পেয়েছি নিজেদের কণ্ঠস্বর—একটা শব্দময়, বিক্ষিপ্ত, প্রেমে ভরা ও সংগ্রামী কণ্ঠস্বর। আজ সেই কণ্ঠস্বরই রূপ নিচ্ছে বাস্তবে। কাল সে হয়ে উঠবে এক ঝলক।"

তাঁরা আরও লেখেন,

"Saleem Siblings কেবল একটি কোম্পানি নয়। এটি আমাদের ছোটবেলার প্রতিটি খেলার নাম, হৃদয়ভাঙা প্রতিটি গল্পের নাম, ডিনার টেবিলের প্রতিটি লড়াইয়ের নাম—যা একদিন হয়ে উঠেছে একটি দৃশ্য, একটি স্ক্রিপ্ট। এটি আমাদের সিনেমার প্রতি ভালোবাসার পত্র।"

এই আত্মপ্রকাশের মাধ্যমে হুমা কুরেশি ও সাকিব সেলিম নিজেদের অভিনয়ের গণ্ডি পেরিয়ে প্রযোজনার ভুবনে পা রাখলেন। তাদের নতুন প্রযোজনার প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই বলিউডে শুরু হয়েছে কৌতূহল ও প্রত্যাশা।

তাঁদের এই সাহসী ও আবেগঘন উদ্যোগ ভবিষ্যতে বলিউডে নতুন ধারার গল্প বলার এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে—এমন আশাবাদ অনেকেই প্রকাশ করেছেন।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ