‘জীবন দেব, তবু দেশের এক ইঞ্চি মাটিও ছাড়ব না’—বিজিবি মহাপরিচালক

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ১২:৩৪:৪২
‘জীবন দেব, তবু দেশের এক ইঞ্চি মাটিও ছাড়ব না’—বিজিবি মহাপরিচালক

‘জীবন দেব, তবু দেশের এক ইঞ্চি মাটিও ছাড়ব না’—বিজিবি মহাপরিচালক

দেশের সীমান্তরক্ষায় সদা প্রস্তুত নবীন সৈনিকদের উদ্দেশে দেশপ্রেমে উজ্জীবিত বার্তা দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেছেন, ‘দেশ মাতৃকার অখণ্ডতা রক্ষায় প্রয়োজন হলে নবীন সৈনিকরা জীবন উৎসর্গ করবে, কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেবে না।’

বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বায়তুল ইজ্জতের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিজিটিসিএন্ডসির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামানসহ বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি ডিজি নবীন সৈনিকদের প্রশংসা করে বলেন, তারা কখনো দেশবাসীকে হতাশ করবে না। তাদের নিরবচ্ছিন্ন নিরাপত্তাই দেশের মানুষের স্বস্তির ঘুম নিশ্চিত করবে।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শুরুর আগে বিজিবি মহাপরিচালক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইপিআরের ৮১৭ শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণ করেন।

তিনি বলেন, ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষা ছাড়াও মাদক, অস্ত্র, নারী ও শিশু পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি দক্ষতার পরিচয় দিচ্ছে। অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নারী সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা অবিস্মরণীয়। আজকের নবীন নারী সৈনিকদেরও সে ঐতিহ্য বহন করে দক্ষতার সঙ্গে দেশের সেবা করতে হবে।

শৃঙ্খলা, সততা ও পেশাগত দক্ষতার ওপর বিজিবির ভাবমূর্তি নির্ভর করে উল্লেখ করে মহাপরিচালক নবীন সৈনিকদের দায়িত্ব পালনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেরা চৌকস রিক্রুট হিসেবে সাইফ মিয়াসহ অন্যান্য কৃতী সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ট্রিক ড্রিল ও ব্যান্ড ডিসপ্লে।

জানা গেছে, গত ২৬ জানুয়ারি শুরু হওয়া এই ব্যাচের ২৪ সপ্তাহের প্রশিক্ষণ শেষে ৬৯৪ জন (পুরুষ ৬৫৮, নারী ৩৬) নবীন সৈনিক বিজিবিতে যোগ দেন।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ