হত্যাচেষ্টা মামলায় চলচ্চিত্র তারকা অপু, ফারিয়া, জায়েদ, শাওনসহ ১৭ শিল্পী

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৩ ১০:৫৬:৫২
হত্যাচেষ্টা মামলায় চলচ্চিত্র তারকা অপু, ফারিয়া, জায়েদ, শাওনসহ ১৭ শিল্পী

সত্য নিউজ: ঢাকাই চলচ্চিত্র অঙ্গন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তবে এবার আলোচনার কারণ চলচ্চিত্র নয়—বরং একটি হত্যাচেষ্টা মামলায় নাম উঠে এসেছে চলচ্চিত্র ও বিনোদন জগতের একাধিক জনপ্রিয় তারকার। এর মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, জায়েদ খান, মেহের আফরোজ শাওন সহ মোট ১৭ জন বিশিষ্ট শিল্পী।

মামলাটি দায়ের করেছেন এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হত্যাচেষ্টার ঘটনা ঘটে, যার সঙ্গে উল্লিখিত তারকাদের সংশ্লিষ্টতা রয়েছে।

মামলাটি গত ২৭ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে দাখিল করা হয়। আদালতের বেঞ্চ সহকারী পুলক চন্দ্র দাস নিশ্চিত করেন, অভিযোগটি গ্রহণ করে আদালত ভাটারা থানাকে এজাহার রূপে গ্রহণ ও তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, মামলাটি আদালত থেকে পুলিশের কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমরা মামলাটি যথাযথ নিয়মে অনুসন্ধান করছি। যেহেতু মামলাটি আদালতের নির্দেশে এসেছে, তাই এর প্রক্রিয়া বিচারাধীন অবস্থায় রয়েছে।”

বাংলাদেশের বিনোদন জগতের তারকারা সাধারণত নানা সমাজসেবামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। কিন্তু এমন একটি গুরুতর মামলার অভিযোগে তাদের নাম উঠে আসায় শিল্পী সমাজে দেখা দিয়েছে অস্বস্তি। মামলাটি তদন্তাধীন থাকায় এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি অধিকাংশ অভিযুক্ত তারকা বা তাদের প্রতিনিধিরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ