মোবাইল ফোন বিতর্কে পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

এম এস রহমান
এম এস রহমান
স্টাফ রিপোর্টার, পাবনা
রাজশাহী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৯:৫৬:২৯
মোবাইল ফোন বিতর্কে পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

পাবনার সুজানগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ। বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে সুজানগর পৌরবাজারের নন্দিতা সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, মোবাইল ফোনে এক নারীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ছাত্রদলের দুই নেতার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর সূত্র ধরে পরদিন বুধবার আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁর অনুসারী আশিকের ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ শেখের ভাতিজা ছাত্রদল নেতা কাউছার। বিষয়টি ওইদিনই আপাতভাবে মীমাংসা হলেও বুধবার সিনেমা হলের সামনে আবারও উভয়পক্ষের মুখোমুখি অবস্থানে হাতাহাতি শুরু হয়।

পরে সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। ছুরিকাঘাত ও লাঠিপেটার ঘটনায় আহত হন শেখ আব্দুর রউফসহ অন্তত ১৫ জন। তাদের মধ্যে সাতজন পাবনা জেনারেল হাসপাতাল ও সাতজন সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান আলহাজ্ব বলেন, “এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও আঞ্চলিক বিরোধের বহিঃপ্রকাশ। দলীয়ভাবে এর সঙ্গে বিএনপি জড়িত নয়। তবুও এ ধরনের ঘটনা নিন্দনীয়।”

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, “দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ ঘটেছে। ঘটনার পেছনে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ