স্লুইসগেট খুলে দেওয়ায় গাজনার বিলে তলিয়ে গেল ২০০ বিঘা আমন ক্ষেত

এম এস রহমান
এম এস রহমান
স্টাফ রিপোর্টার, পাবনা
রাজশাহী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৯:৪১:৫৯
স্লুইসগেট খুলে দেওয়ায় গাজনার বিলে তলিয়ে গেল ২০০ বিঘা আমন ক্ষেত

পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলে তালিমনগর স্লুইসগেটের হঠাৎ পানি ছেড়ে দেওয়ার ঘটনায় প্রায় ২০০ বিঘা আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন শতাধিক কৃষক, যাদের কেউ কেউ একরাতেই প্রায় পুরো ফসল হারিয়েছেন। অভিযোগ উঠেছে—এ সিদ্ধান্ত নেওয়ার আগে কৃষকদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।

বুধবার (১০ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বাদাই গ্রামের কৃষক বকুল শেখের সাত বিঘা আমন ক্ষেত একরাতে তলিয়ে গেছে। তিনি বলেন, “আমার তো উপায় নাই, ধানের উপরই নির্ভর করি। যদি সরকার ক্ষতিপূরণ দেয়, তাহলে আবার ঘুরে দাঁড়াতে পারব।”

একই অভিযোগ করেন কৃষক রিজাই শেখ, নাদের শেখ ও মকবুল হোসেন। তাঁদের ভাষ্য, হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তারা কোনো প্রস্তুতি নিতে পারেননি। মকবুল বলেন, “বিলের প্রায় ৫০০ বিঘার মধ্যে ২০০ বিঘা জমির ধান ডুবে গেছে। ধীরে ধীরে পানি ছাড়লে এমন ক্ষতি হতো না।”

কৃষক সুজন বিশ্বাস ও আকতার হোসেন বলেন, “এই আমন ধানে আমাদের সারা বছরের খাবার জোগাড় হতো। খুব কম খরচে চাষ করতাম। কিন্তু সেই স্বপ্ন এখন পানির নিচে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, “পাটচাষীদের দাবি ও মৎস্য সম্পদ রক্ষার প্রয়োজনেই পানি ছাড়া হয়েছে। পাট এখন কাটার উপযুক্ত, তাই তাদের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের তালিকা করে কৃষি প্রণোদনার মাধ্যমে ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া হবে।”

সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী জানান, “আমরা ইউএনও স্যারকে জানিয়েছিলাম যাতে পানি ধীরে ছাড়া হয়। কিন্তু উঁচু এলাকার পাটচাষীদের দাবির মুখে তিনি পানি ছাড়তে বাধ্য হন। তবে এখন পাম্প হাউজ দিয়ে পানি তুলে কিছু জমির ধান বাঁচানো যেতে পারে।”

তিনি আরও জানান, চলতি মৌসুমে সুজানগর উপজেলায় ২ হাজার ৭৭০ হেক্টর জমিতে বোনা আমন ধান আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ৪ হাজার ৩৭৭ মেট্রিক টন চাল উৎপাদন।

অর্থনৈতিক চাপের মুখে থাকা কৃষকদের এমন ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ