সালমান খানের পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন

বলিউড সুপারস্টার সালমান খান এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। বয়স ছুঁই ছুঁই ৬০ হলেও ‘এলিজিবল ব্যাচেলর’ হিসেবে তার জনপ্রিয়তা অপরিবর্তিত। একাধিক প্রেমের গুঞ্জনের পরও আজও সিঙ্গেল তিনি। তবে সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে বিয়ের জল্পনা।
গত বুধবার প্রযোজক ও সালমানের ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন সালমান খান। পোস্টে তিনি লেখেন, “তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা... আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।”
এই মন্তব্য ঘিরেই উঠেছে নানা প্রশ্ন। অনেকে ধারণা করছেন, সম্ভবত নিজের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরুর ইঙ্গিতই দিয়েছেন সালমান।
তবে এর আগে কপিল শর্মার শো-তে দেওয়া এক মন্তব্যে তিনি বলেছিলেন, “এখন সামান্য কারণেই বিয়ে ভেঙে যাচ্ছে। এরপর মোটা অঙ্কের খোরপোষ আর সম্পত্তির ভাগ দিতে হচ্ছে। এতটা পথ পেরিয়ে এসে এসব সামলানো আমার পক্ষে কঠিন।”
তার আগের মন্তব্য এবং সাম্প্রতিক পোস্টে থাকা বিপরীত সুর এখন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে সালমান খান নতুন সিনেমা ও প্রযোজনার কাজে ব্যস্ত সময় পার করছেন। যদিও বিয়ের বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবু তার পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে—ভাইজান কি এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন?
ভক্তরা আপাতত অপেক্ষায়, হয়তো খুব শিগগিরই দেখা মিলবে সালমান খানের জীবনের পরবর্তী অধ্যায়ের।
/আশিক
বুয়েটে কেউ পাত্তা দিত না: ব্যক্তিগত জীবনের গল্প শোনালেন অপি করিম
বাংলাদেশের নন্দিত অভিনেত্রী অপি করিম। ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয়, মডেলিং, উপস্থাপনা এবং নৃত্য—সব ক্ষেত্রেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়ে তিনি তার ব্যক্তিজীবনের এক মজার গল্প শোনালেন। অপি করিম জানিয়েছেন, তার ভার্সিটি বুয়েটে তাকে কেউ-ই পাত্তা দিতেন না।
স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে তিনি বুয়েটে শিক্ষকতাও করেছেন। কিন্তু সেখানেই তার ডিপার্টমেন্টের কেউ তাকে বিশেষ পাত্তা দিতেন না বলে জানান তিনি।
অপি করিম বলেন, “বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিত না। আমাদের বাসার ঠিক উল্টো দিকে বুয়েটের বাসটা ছাড়ত। তার আগেই শিক্ষার্থীরা বাসটা ভরাট করে ফেলত। আমাকে কেউ কোনো দিন একবারও বলে নাই, ‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। দাঁড়িয়ে-ই গিয়েছি বেশিরভাগ দিন।”
অভিনেত্রী বলেন, “বুয়েটে আমি যদি অন্য কোনো ডিপার্টমেন্টে যেতাম কিংবা ব্যাংকে যেতাম, তাহলে কেউ কেউ একটু খাতির যত্ন করত। কিন্তু বুয়েটে আমার ডিপার্টমেন্টে, মামা থেকে শুরু করে শিক্ষক, বন্ধু, সিনিয়র, জুনিয়র, কেউ আমাকে জীবনেও পাত্তা দেয়নি।”
তবে এই বিষয়টিকে তিনি উপভোগ করেছেন এবং তার প্রয়োজনও ছিল বলে জানান। এর ফলে তার কখনো মনে হয়নি যে সবাই তাকে অতিরিক্ত মনোযোগ দিচ্ছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে র্যাপিড ফায়ার সেকশনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অপি করিম। তিনি জানান, তাকে সবাই রাগী মনে করলেও তিনি আসলে আত্মভোলা। খাবারের ক্ষেত্রে সাদা পোলাও তার বেশ পছন্দ। তিনি মাহফুজ আহমেদের সঙ্গে বেশি নাটকে কাজ করলেও দর্শক তাকে পার্থ বড়ুয়ার সঙ্গেই বেশি পছন্দ করেন।
/আশিক
গ্ল্যামারাস রূপে হানিয়া আমির, নতুন লুকে মুগ্ধ ভক্তরা
গ্ল্যামার ও প্রতিভার মিশেলে প্রতিনিয়ত নতুন সাফল্য পাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি প্রকাশিত আইএমডিবি (IMDb)-র ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করে তিনি পাকিস্তানের জন্য এক গৌরবের মুহূর্ত বয়ে এনেছেন। আর এই সাফল্যের আলোয় ঘেরা আবহেই হানিয়ার সাম্প্রতিক কিছু লুক ভক্তদের মুগ্ধ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে প্রশংসার ঝড়।
গ্ল্যামারাস লুকে হানিয়া
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনটি ছবিতে নিজেকে এক গ্ল্যামারাস ও ভিন্ন লুকে তুলে ধরেছেন হানিয়া আমির। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, তিনি একটি ঝলমলে গাঢ় মেরুন রঙের লং গাউন পরেছেন। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন এবং শরীরের সঙ্গে মানানসই ফিট কাটের কারণে তার সাজে এসেছে বাড়তি আভিজাত্য।
এদিন তার চুলের সাজেও দেখা গেছে ভিন্নতা। হালকা কার্ল করা খোলা চুল, উজ্জ্বল মেকআপ এবং স্টাইলিশ পোজে এই তারকা সহজেই ভক্তদের মন জয় করে নিয়েছেন। তার এই নতুন লুক মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স।
/আশিক
প্রতারণার অভিযোগে শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে মামলা দায়ের
বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রতারণার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন। রাজস্থানের ভরতপুরে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
যে কারণে মামলাএনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কীর্তি সিং নামের এক আইনজীবী ২০২২ সালে একটি গাড়ি কিনেছিলেন। তিনি গাড়ি কেনার সময় প্রতিষ্ঠানটিকে ৫১ হাজার রুপি অগ্রিম দেন এবং বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন। কিন্তু গাড়িটি হাতে পাওয়ার পরপরই তিনি যান্ত্রিক সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে, গাড়ির অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যা যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারত। অভিযোগ করেও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত ওই আইনজীবী আদালতের শরণাপন্ন হন।
মামলায় কেন শাহরুখ-দীপিকা?আইনজীবী কীর্তি সিং তার অভিযোগে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকেও আসামি করেছেন। কারণ এই দুই তারকা ওই গাড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে গাড়িটির প্রচার করেছিলেন। এই কারণেই FIR (প্রথম তথ্য বিবরণী)-এ তাদের নামও যুক্ত করা হয়েছে।
এই ঘটনার পর ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঐতিহাসিক সিরিজ ‘সুলতান আবদুল হামিদ’ এবার বাংলায়
বিশ্বব্যাপী তুর্কি ড্রামা সিরিয়ালগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। হলিউডের পর তারাই বিশ্বজুড়ে ড্রামা সিরিয়াল নির্মাণে নিজেদের দাপট দেখাচ্ছে। শুধু ঐতিহাসিক নয়, সামাজিক, কমেডি ও রোমান্টিক গল্প নিয়ে তৈরি তুর্কি ধারাবাহিকগুলো দর্শকের মন জয় করে নিচ্ছে। বাংলাদেশেও এই সিরিজগুলো দারুণ জনপ্রিয়। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের কোনো টেলিভিশনে আসছে ঐতিহাসিক তুর্কি সিরিজ ‘সুলতান আবদুল হামিদ’। আগামী সেপ্টেম্বর থেকে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে সিরিজটির নতুন পর্ব প্রচারিত হবে।
অটোমান সাম্রাজ্যের শেষ সময়ের শাসক সুলতান আবদুল হামিদ দ্বিতীয়ের জীবন ও শাসনকালকে কেন্দ্র করে এই সিরিজটি নির্মিত হয়েছে। সিরিজটিতে তার সময়ের রাজনৈতিক ষড়যন্ত্র, বিদেশি চক্রান্ত এবং অভ্যন্তরীণ বিদ্রোহের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের নানা নাটকীয় ঘটনা তুলে ধরা হয়েছে। ধারাবাহিকটির কাহিনিতে বিশেষভাবে হিজাজ রেল প্রকল্পের স্বপ্ন, গ্রিক-তুর্কি যুদ্ধ, তেলের কূটনীতি এবং তরুণ তুর্কিদের বিদ্রোহের মতো ঐতিহাসিক ঘটনাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। কীভাবে কূটনৈতিক প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব ও দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে সুলতান হামিদ ভাঙনের মুখে থাকা সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন, সেটিই এই সিরিজে চিত্রায়িত হয়েছে।
সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুলেন্ত ইনাল। এছাড়াও অভিনয় করেছেন হাকান বয়েভ, ক্যান সিপাহি, ডুয়েগু বুরকান, আলি নূরি তুর্কোগলু, তানের এরতুর্কলার, ইউসুফ আয়তেকিন এবং জয়নাব ওযানসহ আরও অনেকে।
সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য বাংলায় প্রচার করা প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, বাংলাভিশন সবসময় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং শিল্পকে প্রাধান্য দেয়। তিনি বলেন, এই সিরিজটি কোনোভাবেই দেশীয় কনটেন্টের বিকল্প নয়; বরং এটি দর্শকদের বিনোদনে একটি ভিন্ন মাত্রা যোগ করবে। তিনি আরও বলেন, দর্শক যেমন সংবাদ, দেশীয় ধারাবাহিক ও একক নাটক উপভোগ করেন, তেমনি এবার একটি বিশ্বমানের তুর্কি সিরিজ বাংলায় উপভোগ করবেন। এতে বিনোদনের পাশাপাশি অটোমান সাম্রাজ্যের প্রেক্ষাপট, যুদ্ধ, প্রেম, বিদ্রোহ ও বিরহের সমন্বয়ের মাধ্যমে ইতিহাসের শিক্ষাও থাকবে।
/আশিক
৩৫ বছর পর নতুন দাবিদার: শ্রীদেবীর বাংলো বেদখলের ঝুঁকিতে
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী তামিলনাড়ুতে জন্ম নিলেও সিনেমার কাজের জন্য চেন্নাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। জীবদ্দশায় তিনি নিজের আয়ের অর্থে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে একটি বাংলো বাড়ি কিনেছিলেন। সেই বাড়িতেই তাঁর দুই কন্যা জাহ্নবী ও খুশি বড় হয়েছেন। তবে সম্প্রতি বাড়িটি মালিকানা বিরোধে জড়িয়ে বেদখলের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে অভিনেত্রীর স্বামী ও চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর মাদ্রাজ উচ্চ আদালতে মামলা করেছেন। তিনি দাবি করেছেন, শ্রীদেবী ১৯৮৮ সালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বাংলোটি কিনেছিলেন। বিক্রেতার তিন ছেলে ও দুই মেয়ে ছিলেন এবং তাঁদের সম্মিলিত আইনি সম্মতি নিয়েই শ্রীদেবী ক্রয় সম্পন্ন করেন। কিন্তু দীর্ঘ সাড়ে তিন দশক পর এ বাড়ির ওপর নতুন করে দাবি তুলেছেন তিনজন। তাঁদের মধ্যে একজন নারী নিজেকে বাড়ির মালিকের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন, অন্য দুজন তাঁর ছেলে বলে দাবি করছে।
বনি কাপুর এ বিষয়ে বলেন, শ্রীদেবী যখন বাড়িটি কিনেছিলেন তখন ওই কথিত দ্বিতীয় স্ত্রী জীবিত ছিলেন এবং ১৯৯৯ সালে তিনি মারা যান। তবে তাঁদের বিবাহ আইনগত স্বীকৃত ছিল না। তাই তাঁর বা তাঁর সন্তানদের এই সম্পত্তির ওপর কোনও আইনি অধিকার নেই।
বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলো বাড়িটির মালিকানা অনিশ্চিত রয়ে গেছে। তবে বনি কাপুর আশাবাদী যে, যথাযথ আইনি প্রমাণ অনুযায়ী বাংলোটি তাঁদের পরিবারের মালিকানাতেই থাকবে। শ্রীদেবীর মৃত্যুর কয়েক বছর পর এই বিরোধ প্রকাশ্যে আসায় ভক্তমহলেও বিস্ময় তৈরি হয়েছে।
-রফিক
শারীরিক গঠন নিয়ে এমন নোংরামি বন্ধ হোক’: কাজলের পাশে দাঁড়ালেন মিনি মাথুর
বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনে পাপারাজ্জিদের অনধিকারচর্চা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিলেন অভিনেত্রী মিনি মাথুর। সম্প্রতি ‘ট্রায়াল’ ওয়েব সিরিজের প্রচারে অভিনেত্রী কাজল একটি কালো বডিকন পোশাকে হাজির হয়েছিলেন। সেই সময় পাপারাজ্জিদের ক্যামেরায় তোলা একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক ট্রলের শিকার হন তিনি।
মূল ভিডিওটিতে দেখা যায়, অতিরিক্ত জুম করে কাজলের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়েছে, যাতে তার শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে ওঠে। এই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। কেউ মন্তব্য করেছেন, ‘মোটা হয়ে গেছেন’, আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা?’
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মিনি মাথুর। তিনি বলেন, ‘খুব কাছ থেকে ইচ্ছাকৃতভাবে ছবি তোলা হয়েছে। কাজলের শরীরকে এভাবে জুম করে ক্যামেরাবন্দি করা মোটেও ঠিক হয়নি। এর ফলেই তাকে ট্রোল হতে হচ্ছে।’
তবে এসব সমালোচনায় কান না দিয়ে নিজের কাজে মনোযোগ দিয়েছেন কাজল। বর্তমানে তিনি ‘ট্রায়াল’-এ তার চরিত্র নয়নিকা সেনগুপ্তের প্রচার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নিন্দুকদের মন্তব্যকে উপেক্ষা করে তিনি এগিয়ে যাচ্ছেন নিজস্ব গতিতে।
/আশিক
১৮ বছর পর বড়পর্দায় ফিরছে ব্লকবাস্টার জুটি
বলিউডের জনপ্রিয় দুই তারকা অক্ষয় কুমার ও সাইফ আলি খান দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় একসঙ্গে আসছেন। নব্বইয়ের দশকের সফল জুটি হিসেবে তারা পরিচিত ছিলেন ‘খিলাড়ি–আনাড়ি’ নামে। প্রায় ১৭ বছর পর ফের তাদের একসঙ্গে দেখা যাবে নির্মাতা প্রিয়দর্শনের নতুন সিনেমায়, যেখানে থাকবে তার স্বভাবসুলভ হাস্যরস ও বিনোদনের ছোঁয়া। ফলে দর্শকমহলে উচ্ছ্বাস ইতিমধ্যেই তুঙ্গে।
সম্প্রতি অক্ষয় কুমার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, সাইফ আলি খান ও পরিচালক প্রিয়দর্শন আড্ডায় ব্যস্ত, আর অক্ষয়ের হাতে রয়েছে নতুন সিনেমার ক্ল্যাপবোর্ড। ভিডিওতে মজার এক কাকতালীয় দৃশ্যও ধরা পড়ে—অক্ষয়ের গায়ে থাকা “Saint” লেখা টি-শার্টের রং ঠিক মিলেছে ক্ল্যাপবোর্ডের রঙের সঙ্গে।
আড্ডায় হাস্যরসের এক পর্যায়ে প্রিয়দর্শন মজা করে বলেন, “সাইফের টি-শার্ট পরা উচিত আর অক্ষয়ের হাতে থাকা উচিত ক্ল্যাপবোর্ড।” উত্তরে অক্ষয় ঠাট্টা করে বলেন, “তুমি জানো না, ও কিন্তু শয়তান।” সাইফও সঙ্গে সঙ্গে জবাব দেন, “ভেতরে।” এই খুনসুটি দেখে প্রিয়দর্শন হেসে ফেলেন এবং শেষে বলেন, “আমি আসলে দু’জন শয়তানের সঙ্গে কাজ করছি।”
অক্ষয় তার পোস্টের ক্যাপশনে লেখেন, “১৮ বছর পর সাইফের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। আসুন, এবার একসঙ্গে শয়তানি শুরু করি!” এ ঘোষণার পর ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে যায়।
২০০৮ সালের পর এই প্রথম অক্ষয়–সাইফ জুটি একসঙ্গে ফিরছেন বড়পর্দায়। তাদের সঙ্গে প্রিয়দর্শনের পরিচালনা নিঃসন্দেহে দর্শকের কাছে একটি বড় চমক হিসেবে ধরা দেবে।
শিল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছবিটি হবে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত মোহনলাল অভিনীত মালয়ালাম হিট সিনেমা ‘ওপ্পাম’-এর হিন্দি রিমেক। গত জুলাই মাসে লন্ডনের লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে ভারত–ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালে এই ছবির ঘোষণা দেন প্রিয়দর্শন। তখন তিনি সাইফ ও অক্ষয়ের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছিলেন। যদিও এখনো সিনেমার নাম বা গল্পের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
-রাফসান
এমন কেউ ক্ষমতায় আসুক যে রয়ে সয়ে চুরি করবে: শবনম ফারিয়া
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া মন্তব্য করেছেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। তিনি চান, এমন কেউ ক্ষমতায় আসুক যারা ‘রয়ে সয়ে চুরি করবে’। সম্প্রতি শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের শোতে অংশ নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
শবনম ফারিয়া বলেন, “আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি চাই, কেউ ক্ষমতায় এসে একটু রয়ে সয়ে চুরি করুক। চুরি করবে না- এটা আমাদের দেশে সম্ভব নয়।”
এ সময় মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, “আগের চেয়ে এখন মতপ্রকাশের স্বাধীনতা অনেক বেশি। তবে সবাই সেই স্বাধীনতা পাচ্ছে না। যদি মতপ্রকাশের স্বাধীনতা থাকে, তাহলে যারা ক্ষমতায় নেই, তাদেরও কথা বলার সুযোগ দিতে হবে। সবাই কথা বলবে, কিন্তু তারা পারবে না- এটা তো ন্যায়সংগত নয়।”
এ ছাড়া তিনি দেশে মব কালচার বেড়ে যাওয়ার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “সরকারের অনেক কাজ আমি অ্যাপ্রিশিয়েট করি, আবার অনেক বিষয় করি না। তবে এই যে মব কালচার তৈরি হয়েছে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকারের ক্ষমতা নেই বলেই মনে হয়। যেমন- ৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধাই দেয়নি। হয়তো দিয়েছে, তবে সেটা আমাদের চোখে আসেনি।”
/আশিক
নায়িকাদের জন্য সালমান খানের কড়া নিয়ম
বলিউডে সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে শীর্ষস্থানীয় নায়কদের একজন হিসেবে আছেন সালমান খান। ১৯৮৮ সালে তার চলচ্চিত্র অভিষেকের পর থেকে অগণিত জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে সালমান কাজ করেছেন অসংখ্য অভিনেত্রীর সঙ্গে—যাদের মধ্যে অনেকের বয়স তার চেয়ে অর্ধেকেরও কম। আশির দশকের শেষ দিকে যারা শিশু ছিলেন কিংবা জন্মই হয়নি, আজ তাদের সঙ্গেই সমানতালে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। শুধু অভিনয় নয়, অনেক নায়িকার ক্যারিয়ার গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সালমান খান।
তবে তার সিনেমার সেটে নায়িকাদের জন্য কিছু কঠোর নিয়ম-কানুন আছে বলেই জানা গেছে। এসব নিয়মের অন্যতম শর্ত হলো—নায়িকারা শরীর প্রদর্শনমূলক পোশাক পরতে পারবেন না। বিশেষ করে নিচু গলার জামা বা বক্ষবিভাজিকা স্পষ্ট হয় এমন পোশাক সেটে অনুমোদিত নয়। এর পেছনে সালমান খানের নিজস্ব কিছু কারণ রয়েছে বলে জানা যায়।
এই প্রসঙ্গে সালমান খানের সহ-অভিনেত্রী ও ঘনিষ্ঠ সহযোগী ডেইজি শাহ গণমাধ্যমে তথ্য প্রকাশ করেন। ডেইজি সালমানের বিপরীতে ‘জয় হো’ ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়া প্রায় সব সিনেমায়ই তাকে সালমানের টিমে দেখা যায়। এমনকি সালমান অভিনীত ‘অন্তিম’ সিনেমায় তিনি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন।
ডেইজি জানান, ‘অন্তিম’ সিনেমার শুটিং চলাকালীন সময়ে সালমান সেটে একটি নতুন নিয়ম চালু করেন। নিয়ম অনুযায়ী, কোনো নারী শিল্পী এমন পোশাক পরতে পারবেন না যাতে তাদের বক্ষবিভাজিকা দৃশ্যমান হয়। এভাবে সালমান চেষ্টা করেন যেন শুটিং সেটে সৌজন্য ও শালীনতা বজায় থাকে।
-শরিফুল
পাঠকের মতামত:
- শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে সম্পূর্ণ বিধ্বস্ত একটি গ্রাম
- স্থগিত হলো ডাকসু নির্বাচন
- গুলি না করতে আকুতি, তবুও নিহত হলেন সাংবাদিক তুরাব: মর্মস্পর্শী সাক্ষ্য ট্রাইব্যুনালে
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাপ্রধান
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ১ সেপ্টেম্বর শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মোদি-পুতিন একসঙ্গে গাড়িতে: ট্রাম্পের শুল্কের মুখে ভারত-রাশিয়ার নতুন বার্তা
- বিএনপি-জামায়াতের পর এবার আরও ৭ দলের সঙ্গে বৈঠক ড. ইউনূসের
- ৬ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা ৬২২, আহত হাজার ছাড়াল
- সিটি ব্যাংকের পরিচালকের বড় ঘোষণা
- নগদের পরিবর্তে স্টক লভ্যাংশ ঘোষণা যে কোম্পানির
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক আর্থিক ফলাফল প্রকাশ
- ইসলামী ব্যাংক প্রকাশ করলো দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল
- সাত দিনের জন্য ভিন্ন নিয়মে লেনদেন শুরু
- প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন
- চুল পড়া কমাতে চাইলে খাদ্যতালিকায় রাখুন ৫ ভিটামিন
- বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারজিসের বিশেষ বার্তা
- শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব ইস্যুতে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- মোদির চীন সফরের মধ্যেই ভারতকে নিশানায় ট্রাম্পের উপদেষ্টা
- পূর্ব আফগানিস্তানে এক রাতের ভয়াবহতা, কাঁপছে সীমান্তবর্তী প্রদেশগুলো
- আবু উবাইদার মৃত্যু নিয়ে দ্বন্দ্ব- ইসরায়েলের দাবি, হামাসের নীরবতা
- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: কর্মসূচি, ইতিহাস ও নেতৃত্বের বার্তা
- পিনাকি গং-এর কৌশলগত প্রচারণা: বিএনপির বিভাজন ও ডানপন্থার উত্থান
- প্রাসাদ ষড়যন্ত্র ও বাংলাদেশে রাজনীতির বিপদসংকেত
- জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা, দাবি ও প্রত্যাশা: জামায়াত, এনসিপি ও বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- নীরব ঘাতক স্ট্রোক, যে চারটি লক্ষণ দেখলে দ্রুত পদক্ষেপ নিতে হবে
- যারা নির্বাচনের বিকল্প ভাবে, তারা জাতির জন্য বিপজ্জনক: প্রধান উপদেষ্টা
- নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে: তারেক রহমান
- শেখ হাসিনার মামলার বিচার শেষ পর্যায়, রায় শীঘ্রইে
- কোপানোর পর দুই শিক্ষার্থীকে ফেলে দেওয়া হয় ছাদ থেকে: চবিতে নারকীয় হামলা
- চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে: ড. তাহের
- ইসরায়েলি বিমান হামলায় নিহত হামাসের মুখপাত্র আবু উবাইদা
- চবিতে হামলায়, প্রশাসনের অসহায়ত্বের কথা তুলে ধরে কাঁদলেন উপ-উপাচার্য
- একাদশ শ্রেণিতে ভর্তি: মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের আবেদন বাতিল
- প্রেমিকার ফোন ব্যস্ত, রাগে বিদ্যুতের লাইন কেটে দিলেন প্রেমিক
- আ.লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত
- ফ্যাসিস্ট আমলেও এমন হামলা হয়নি’: নুরের স্ত্রী মারিয়া নুর
- নুরের ওপর হামলার সুষ্ঠু বিচার হবে, আশ্বাস দিলেন উপদেষ্টা আসিফ
- জামালপুরে বিএনপির সাবেক নেতার বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ
- আজকের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান: আমীর খসরু
- পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- বিএনপি থেকে বহিষ্কার হলেন উদয় কুসুম বড়ুয়া
- উন্নতি হচ্ছে নুরুল হক নুরের: কথা বলছেন ও তরল খাবার খাচ্ছেন
- চ্যাটবটের সঙ্গে ভুলেও শেয়ার করবেন না যে ১০টি তথ্য
- প্রধান উপদেষ্টার বাসভবনে জামায়াত: নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক
- বুয়েটে কেউ পাত্তা দিত না: ব্যক্তিগত জীবনের গল্প শোনালেন অপি করিম
- প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এনসিপি নেত্রীর বিস্ফোরক মন্তব্য
- নুরের ওপর হামলা ‘পূর্ব পরিকল্পিত’, মেরে ফেলার উদ্দেশ্য ছিল: রিজভী
- চবি ক্যাম্পাসে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি
- ডিএসই প্রকাশ করল নতুন মার্জিন ঋণযোগ্য সিকিউরিটিজ তালিকা
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- ২৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ২৬ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ২৭ আগস্টের বন্ড মার্কেট আপডেট: কিছু বন্ডে দরপতন, বেশিরভাগই স্থবির
- মাহফুজ আলমের উপস্থিতিতে নিউইয়র্কে কনস্যুলেটে আওয়ামী সহিংসতা, নিন্দার ঝড়
- ২৬ আগস্ট শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- নাইজেরিয়ার বাজারে ডেরিকা: টমেটো পেস্ট থেকে মাপের এককে রূপান্তরের গল্প
- ২৫ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ছেলের আত্মহত্যার জন্য দায়ী ChatGPT’: কাঠগড়ায় OpenAI
- ২৮ আগস্ট দরপতনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানি
- জুলাই সনদ নিয়ে মতভেদ চরমে, আজ তিন দলের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী সরকারের
- ২৮ আগস্ট শীর্ষ ১০ গেইনার তালিকা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ