সালমান খানের পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৭:০৫:২৫
সালমান খানের পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন

বলিউড সুপারস্টার সালমান খান এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। বয়স ছুঁই ছুঁই ৬০ হলেও ‘এলিজিবল ব্যাচেলর’ হিসেবে তার জনপ্রিয়তা অপরিবর্তিত। একাধিক প্রেমের গুঞ্জনের পরও আজও সিঙ্গেল তিনি। তবে সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে বিয়ের জল্পনা।

গত বুধবার প্রযোজক ও সালমানের ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন সালমান খান। পোস্টে তিনি লেখেন, “তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা... আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।”

এই মন্তব্য ঘিরেই উঠেছে নানা প্রশ্ন। অনেকে ধারণা করছেন, সম্ভবত নিজের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরুর ইঙ্গিতই দিয়েছেন সালমান।

তবে এর আগে কপিল শর্মার শো-তে দেওয়া এক মন্তব্যে তিনি বলেছিলেন, “এখন সামান্য কারণেই বিয়ে ভেঙে যাচ্ছে। এরপর মোটা অঙ্কের খোরপোষ আর সম্পত্তির ভাগ দিতে হচ্ছে। এতটা পথ পেরিয়ে এসে এসব সামলানো আমার পক্ষে কঠিন।”

তার আগের মন্তব্য এবং সাম্প্রতিক পোস্টে থাকা বিপরীত সুর এখন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে সালমান খান নতুন সিনেমা ও প্রযোজনার কাজে ব্যস্ত সময় পার করছেন। যদিও বিয়ের বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবু তার পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে—ভাইজান কি এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন?

ভক্তরা আপাতত অপেক্ষায়, হয়তো খুব শিগগিরই দেখা মিলবে সালমান খানের জীবনের পরবর্তী অধ্যায়ের।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ