“সংস্কার ছাড়া নির্বাচন নয়”—গুরুদাসপুরে চরমোনাই পীর

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ২১:৪৪:১১
“সংস্কার ছাড়া নির্বাচন নয়”—গুরুদাসপুরে চরমোনাই পীর

সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, “কেবল নির্বাচন নয়—স্বৈরাচারবিরোধী বিচার এবং কাঠামোগত সংস্কার একসাথে না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

মঙ্গলবার (৮ জুলাই) নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দলীয় কর্মী গোলাম মোস্তফার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, “ইসলামী দলগুলোর মধ্যে পিআর পদ্ধতি নিয়ে ইতোমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। আমরা এখন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব দলকে এক প্ল্যাটফর্মে আনতে চাইছি, যেন তারা একই প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে। আমাদের লক্ষ্য, ইসলামপন্থি একটি কার্যকর রাজনৈতিক মঞ্চ গঠন করা।”

তিনি বলেন, “গত ৫৩ বছরে যারা দেশ চালিয়েছে, তারা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তারা দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম রোধে ব্যর্থ হয়েছে। এখন আর কেবল ব্যক্তি বা দল পরিবর্তন নয়—প্রয়োজন আদর্শ ও নীতির পরিবর্তন। আর ইসলামই শান্তি ও মুক্তির একমাত্র পথ।”

জাতীয় সংসদে সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংখ্যানুপাতিক পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আমরা বলছি না সব সংস্কার একদিনেই বাস্তবায়ন করতে হবে। তবে জরুরি সংস্কারগুলোর ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নেওয়া হোক।”

পরে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী আন্দোলন কর্মী গোলাম মোস্তফার (৪৫) কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে ১ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। একই সঙ্গে নিহত কর্মীর পরিবারের সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুন্নবি, নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী ও গুরুদাসপুর উপজেলা সভাপতি ওমর ফারুক।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ