ট্রেন, বিমানবন্দর, সড়ক উন্নয়নসহ চার দফা দাবিতে মাঠে শেকড় পাবনা ফাউন্ডেশন

এম এস রহমান
এম এস রহমান
স্টাফ রিপোর্টার, পাবনা
রাজশাহী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৮:২২:০০
ট্রেন, বিমানবন্দর, সড়ক উন্নয়নসহ চার দফা দাবিতে মাঠে শেকড় পাবনা ফাউন্ডেশন

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালুর ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে বেসরকারি সংগঠন শেকড় পাবনা ফাউন্ডেশন। সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে পাবনার জনগণ এ সেবার জন্য অপেক্ষা করলেও অদৃশ্য কারণে তা চালু হচ্ছে না।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফা বলেন, “পাবনা থেকে ঢাকায় যেতে যানজটসহ নানা দুর্ভোগ পোহাতে হয়। ৪ ঘণ্টার রাস্তা পাড়ি দিতে সময় লাগে ১০ থেকে ১২ ঘণ্টা। ট্রেন সার্ভিস চালু হলে এই দুর্ভোগ কমবে।”

সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে—

১. পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু,

২. ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু করা,

৩. পাবনা শহরে চার লেনের রাস্তা নির্মাণ,

৪. আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও ইপিজেডে অনেক বিদেশি কর্মরত। তাদেরও ঢাকায় যাতায়াতে বড় ধরনের ভোগান্তি হয়। এছাড়া কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর করলে অল্প সময়ে কম খরচে নদী পারাপার সম্ভব হবে বলে দাবি করা হয়।

খান হাবিব মোস্তফা বলেন, “উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। সরকারে উত্তরবঙ্গের কোনো উপদেষ্টাও নেই। অথচ পাবনা উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ। অথচ দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আমাদের আন্দোলনের ফসল যেন অদৃশ্য কারণে বারবার বন্ধ না হয়ে যায়।”

তিনি আরও জানান, আগামী ১৩ জুলাই পাবনা প্রেসক্লাবের সামনে শহীদ চত্বরে মানববন্ধন এবং ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত গণসাক্ষর কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, শেকড় পাবনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজ খান, পরিচালক তাজুল ইসলাম প্রমুখ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ