‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ এর অশ্লীলতা নিয়ে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৮ ১৫:৪৫:১৮
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ এর অশ্লীলতা নিয়ে আইনি নোটিশ

বিগত কয়েক বছরে দর্শকমহলে বিশেষ ছাপ রেখে চলেছে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি। ২০১৭ সালে শুরু হওয়া এই সিরিজটি এখন পর্যন্ত চারটি সিজনে প্রকাশ পেয়েছে, যা মূলত একদল ব্যাচেলরের দৈনন্দিন জীবনকে হাস্যরসাত্মকভাবে তুলে ধরে। তবে সম্প্রতি সিজন-৫ এর কয়েকটি পর্ব নিয়ে নানান সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

সিজন-৫ এর কিছু পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় এবং নৈতিকতা ভঙ্গের অভিযোগ তুলে নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং বুম ফিল্মস প্রোডাকশন হাউজকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন এই নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ এর প্রথম আট পর্বে ডাবল মিনিং এবং অশ্লীল সংলাপ ব্যবহৃত হয়েছে যা বিশেষ করে কিশোর ও তরুণ সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। নাটকের সংলাপে ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’ জাতীয় ভাষা ব্যবহারে নৈতিকতার সীমা অতিক্রম করা হয়েছে। আরও উল্লেখ করা হয়, ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি শব্দ ব্যবহারের মাধ্যমে নারীদের অবমাননা করা হয়েছে এবং পারিবারিক রুচি ও সামাজিক শালীনতার পরিপন্থী ভাবধারা প্রচার করা হচ্ছে।

আইনজীবী মহি উদ্দিন বলেন, নির্মাতা নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, নাটকটি সব বয়সী দর্শকের জন্য তৈরি হলেও তার ভাষা ও ভাবনা পরিবারবান্ধব নয়। এটি সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় ঐতিহ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ অনুযায়ী শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য ক্ষতিকর এমন কনটেন্ট প্রচার করা নিষিদ্ধ। এর পরও ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের বিতর্কিত সংলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তরুণ সমাজের আচরণে নেতিবাচক প্রভাব ফেলছে।

নোটিশে সাত কার্যদিবসের মধ্যে বিতর্কিত ভিডিও ও সংলাপগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। তা না হলে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ