প্রশাসন নিরপেক্ষ নয়, একটি দলের পক্ষে কাজ করছে: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ২১:৪৩:৫৯
প্রশাসন নিরপেক্ষ নয়, একটি দলের পক্ষে কাজ করছে: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের প্রশাসন এখন আর নিরপেক্ষ নেই; বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছে। সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও বিচার ব্যবস্থা। কিন্তু আজ দেখছি, প্রশাসনের অনেকে একটি দলের হয়ে কাজ করছেন। এটি মেনে নেওয়া যায় না।’ তিনি কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনারা রাষ্ট্রের কর্মকর্তা, কোনো দলের নয়। নির্দিষ্ট দলের হয়ে কাজ করা থেকে বিরত থাকুন।’

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সংবিধান সমাজ ও রাষ্ট্রকে বিভক্ত করেছে। এ সংবিধান একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে ব্যর্থ। আমাদের প্রয়োজন একটি নতুন গণতান্ত্রিক সংবিধান—যেখানে মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের চেতনা প্রতিফলিত হবে।’

নির্বাচন ইস্যুতে এনসিপি আহ্বায়ক বলেন, ‘যারা গণহত্যা চালিয়ে আমার ভাইদের হত্যা করেছে, তাদের বিচার না করে কোনো নির্বাচন নয়। আগে বিচার ও কাঠামোগত সংস্কার, তারপর নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘শহীদ পরিবারগুলোর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু এই সরকার নয়, ভবিষ্যতের যেকোনো সরকারকে এই দায়িত্ব নিতে হবে।’ এ দাবির ভিত্তিতেই এনসিপি ‘জুলাই ঘোষণাপত্র’-এর প্রস্তাব করেছে, যেখানে শহীদ পরিবার ও সাধারণ মানুষের অধিকার সংরক্ষিত থাকবে বলে জানান তিনি।

পথসভা শেষে এনসিপি নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘এই শিল্প আমাদের গর্ব হতে পারত। কিন্তু বিশ্ববাজারে তার পরিচিতি গড়ে তুলতে আমরা ব্যর্থ হয়েছি। আগামীর বাংলাদেশে সিরাজগঞ্জের তাঁত শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে। এই জেলার মানুষের জন্য টেকসই কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থা নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার।’

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ