পুতিনের বরখাস্তের পরপরই সাবেক মন্ত্রীর রহস্যজনক মৃত্যু

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ২০:৪১:৪১
পুতিনের বরখাস্তের পরপরই সাবেক মন্ত্রীর রহস্যজনক মৃত্যু

রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইত সোমবার (৮ জুলাই) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির তদন্ত সংস্থা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই এই মৃত্যুর ঘটনা ঘটে, যা দেশজুড়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রির মাধ্যমে স্তারোভইতকে বরখাস্ত করেন পুতিন। তার স্থলে উপমন্ত্রী আন্দ্রে নিকিতিনকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বরখাস্তের পেছনে 'আস্থা হানির' কোনো কারণ ছিল না। তবে অন্য কোনো ব্যাখ্যাও তিনি দেননি।

রাশিয়ার তদন্ত কমিটি জানায়, স্তারোভইতের মরদেহ একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এবং তার শরীরে গুলির চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হলেও চূড়ান্ত তদন্ত চলছে।

স্তারোভইত এর আগে দক্ষিণাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চল হিসেবে কুরস্কে একটি অনুপ্রবেশ ঘটনার আগে তিনি পদত্যাগ করেন। তবে ওই ঘটনার ব্যর্থতার কিছুটা দায় তার উপরও বর্তেছিল বলে মনে করা হয়।

এই বরখাস্ত ও মৃত্যুর ঘটনাগুলো এমন এক সময়ে ঘটল, যখন রাশিয়ার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলে নজিরবিহীন বিশৃঙ্খলা দেখা যাচ্ছে।

রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট জানিয়েছে, গত এক সপ্তাহে ৪৮৫টি ফ্লাইট বাতিল, ৮৮টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া এবং প্রায় ১,৯০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। সংস্থাটি এসব গোলযোগের জন্য ‘বহিরাগত হস্তক্ষেপ’কে দায়ী করলেও বিস্তারিত কিছু জানায়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে চার শতাধিক দূরপাল্লার হামলা চালিয়েছে, যার বেশিরভাগ প্রতিহত করা হয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে চলমান অস্থিরতার একটি প্রতিচ্ছবি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ