মিয়ানমারের সংঘর্ষে সীমান্ত পেরিয়ে ভারতে ৪ হাজারের বেশি শরণার্থী

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ২০:১১:০৬
মিয়ানমারের সংঘর্ষে সীমান্ত পেরিয়ে ভারতে ৪ হাজারের বেশি শরণার্থী

মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যকার নতুন করে শুরু হওয়া সংঘর্ষের জেরে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য চিন থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছে হাজার হাজার শরণার্থী। ইতোমধ্যে ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন চার হাজারের বেশি মিয়ানমার নাগরিক।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা সোমবার (৮ জুলাই) জানান, গত ২ জুলাই থেকে চিন রাজ্যে ‘চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স’ (CNDF) এবং ‘চিনল্যান্ড ডিফেন্স ফোর্স–হুয়ালনগোরাম’ (CDL-H) এর মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ নিরাপত্তার আশায় ভারতে পালিয়ে আসে।

তিনি বলেন, “প্রথমে সীমান্তবর্তী কিছু মানুষ এলেও পরে পরিস্থিতির অবনতি হলে হাজার হাজার মানুষ সীমান্ত পার হয়ে আসেন।”

শুধু চামফাই জেলার জোখাওথার ও সাইখুমফাই গ্রামেই রোববার রাত পর্যন্ত অন্তত ৩ হাজার ৯৮০ জন শরণার্থী আশ্রয় নিয়েছেন বলে রেকর্ড করা হয়েছে।

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপদাঙ্গা বলেন, “সংঘর্ষ আমাদের নিয়ন্ত্রণে নয়। মানবিক কারণে আমরা শরণার্থীদের জন্য খাবার, পানি ও আশ্রয়ের ব্যবস্থা করছি।” তবে তিনি শরণার্থীর সংখ্যা তিন হাজার বলে উল্লেখ করেছেন, যা সরকারি হিসাবের চেয়ে কিছুটা কম।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বেসামরিক প্রতিরোধ বাড়তে থাকে, যার প্রেক্ষিতে মিজোরাম রাজ্যে শরণার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। চিন রাজ্যের সীমান্ত সংলগ্ন অঞ্চল মিজোরাম—যেখানে মিজো ও চিন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক মিল রয়েছে—দীর্ঘদিন ধরেই মিয়ানমারের আশ্রয়প্রার্থীদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।

এবারের সংঘর্ষ ও শরণার্থীদের ঢলের বিষয়ে এখনো পর্যন্ত মিয়ানমারের সামরিক সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ