মৌসুমেও বাজারে নেই ইলিশ, দাম শুনে ভড়কে যাচ্ছেন ক্রেতারা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৮:০১:১৩
মৌসুমেও বাজারে নেই ইলিশ, দাম শুনে ভড়কে যাচ্ছেন ক্রেতারা

দক্ষিণাঞ্চলের অন্যতম বড় মৎস্য বন্দর পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর-আলীপুরে বর্তমানে ইলিশ মাছ যেন সোনার হরিণে পরিণত হয়েছে। বাজারে ইলিশের সরবরাহ প্রায় নেই বললেই চলে। সামান্য যে কয়টি মাছ উঠছে, সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে ইলিশ এখন শুধুই বিত্তবানদের খাবার হয়ে দাঁড়িয়েছে।

রবিবার (৬ জুলাই) শেষ বিকেলে কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের আশাখালী বাজারে একটি ইলিশ বিক্রি হয় ৭ হাজার ৭০০ টাকায়। মাছটি বিক্রি করেন স্থানীয় জেলে জামাল মাতুব্বর। তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও গঙ্গামতির হাইরের চর এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে জাল ফেলে তিনি মাছটি ধরেছেন। কেজি প্রতি দাম ছিল ৩ হাজার ৫০০ টাকা।

তিনদিন আগে চট্টগ্রামের বাঁশখালীর এফবি সনিয়া আক্তার ট্রলারের জেলেরা ২০ মণ ইলিশ পেয়েছিলেন, যার অধিকাংশই এক কেজির নিচে। ট্রলারের মাঝি কালু মিয়া জানান, সবমিলিয়ে মাছগুলো ২২ লাখ টাকায় বিক্রি করেছেন, কেজি প্রতি দাম ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা। যদিও বেশিরভাগ জেলেই এখন লোকসানে রয়েছেন, তবে অল্প কিছু ইলিশ পেলেও তা চড়া দামে বিক্রি করে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারছেন।

মহিপুর আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা বলেন, “তিনদিন আগে একটি বড় ট্রলার মাত্র ১৮ মণ মাঝারি আকারের ইলিশ নিয়ে আসে, যা ১৮ লাখ টাকায় বিক্রি হয়। এই দাম আমাদের কাছেও অস্বাভাবিক মনে হচ্ছে।” তিনি জানান, যেহেতু আড়তে মাছ বিক্রি হয় খোলা ডাকের মাধ্যমে, তাই খুচরা ক্রেতাদের পক্ষে এখন ইলিশ কেনা প্রায় অসম্ভব।

স্থানীয় বাজারের খুচরা বিক্রেতারা জানান, মৌসুম শুরু থেকে এখনও পর্যন্ত ইলিশ বিক্রির মতো পরিস্থিতি হয়নি। কলাপাড়া পৌরসভার মাছ বাজারের খুচরা বিক্রেতা বাহাদুর বলেন, “আমি এখনো কোনো ইলিশ বিক্রি করতে পারিনি, এমনকি কেউ খুচরা পর্যায়ে কিনেছে বলেও শোনা যায়নি।”

জেলে ও ব্যবসায়ীদের মতে, সমুদ্রের টানা দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অধিকাংশ ট্রলার ইলিশ শিকারে যেতে পারছে না। তবে কিছু বড় ট্রলার জীবন ঝুঁকি নিয়ে উত্তাল সাগরে গিয়ে মাছ ধরছে। সেই অল্প পরিমাণ ইলিশ ঢাকাসহ বড় মোকামে ব্যাপক চাহিদার কারণে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।

ফলে স্থানীয় বাজারে সাধারণ মানুষের জন্য ইলিশ এখন প্রায় দুষ্প্রাপ্য। বাজারে থাকলেও তার দাম এতটাই বেশি যে, সাধারণ মানুষ তা ছুঁতে পারছেন না।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ