চট্টগ্রাম নগরের রূপান্তরে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র শাহাদাত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৫:০১:০৫
চট্টগ্রাম নগরের রূপান্তরে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “প্রবাসীরা দেশের প্রাণ। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। রিজার্ভ বাড়ছে। এ অবদান নিঃসন্দেহে অনন্য।”

রোববার (৬ জুলাই) কানাডার টরন্টো এনাস পার্কে চট্টগ্রাম সমিতি-কানাডা আয়োজিত বার্ষিক পিকনিকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। টরন্টো শহরের পরিপাটি অবকাঠামো ও সৌন্দর্যে মুগ্ধ মেয়র বলেন, “আমি চাই চট্টগ্রাম নগরীও টরন্টোর মতো পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব হোক। সবার সম্মিলিত সহযোগিতায় এটা সম্ভব।”

ডা. শাহাদাত আরও বলেন, “আপনারা প্রবাসে থেকেও চট্টগ্রামের উন্নয়ন নিয়ে ভাবেন, এটাই প্রমাণ করে আপনাদের মনের টান। আমি কানাডার সাবেক এক মন্ত্রী ও বর্তমান এমপির সঙ্গে বৈঠক করেছি। সেখানে চট্টগ্রাম থেকে স্কিলড মানবসম্পদ রপ্তানি, ফ্রোজেন ফুড ও চামড়া রপ্তানি, কানাডার বন্দর ব্যবহার, এবং কানাডা থেকে সোলার ও মেশিনারিজ আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।”

চট্টগ্রাম সমিতি–কানাডার সভাপতি মনজুর চৌধুরী বলেন, “মেয়রকে এই আয়োজনের মাঝে পেয়ে আমরা আনন্দিত। তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও নগরের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। আমরা প্রবাসে থাকলেও মন পড়ে থাকে চট্টগ্রামেই।”

তিনি আরও বলেন, “রেমিট্যান্স পাঠানো প্রবাসীরা দেশে এসে নানা হয়রানির শিকার হন, বিশেষ করে বিমানবন্দরে। এটি বন্ধে সরকারের হস্তক্ষেপ জরুরি। সুযোগ পেলে আমরা চট্টগ্রামের জন্য আরও বড় কিছু করতে চাই।”

অনুষ্ঠান শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ