বিনিয়োগ ছাড়াই আমিরাতের গোল্ডেন ভিসা, ভারত-বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন সুযোগ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১৪:৪৪:২৩
বিনিয়োগ ছাড়াই আমিরাতের গোল্ডেন ভিসা, ভারত-বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন সুযোগ

সংযুক্ত আরব আমিরাত এবার সম্পত্তি বা বড় বিনিয়োগ ছাড়াই গোল্ডেন ভিসা প্রদানের নতুন একটি পথ উন্মুক্ত করেছে। ‘মনোনয়ন-ভিত্তিক’ এই বিশেষ ভিসার আওতায় ভারত ও বাংলাদেশের নাগরিকরা অপেক্ষাকৃত সহজ প্রক্রায় ও কম ব্যয়ে গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, এতদিন দুবাইয়ে গোল্ডেন ভিসা পেতে হলে অন্তত ২ মিলিয়ন দিরহাম (প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) মূল্যের সম্পত্তিতে বিনিয়োগ করতে হতো। নতুন ব্যবস্থায় এখন শুধুমাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি জমা দিয়েই মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিরা এই ভিসা পেতে পারেন।

এই নতুন পদ্ধতিতে ভিসা একবার অনুমোদন পেলে তা সম্পত্তির ওপর নির্ভর করবে না। সম্পত্তি-ভিত্তিক ভিসার মতো এটি বিক্রি বা হস্তান্তরের মাধ্যমে বাতিল হবে না। বরং স্থায়ী বৈধতা বজায় থাকবে। আবেদনকারীরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দুবাইয়ে বসবাস করতে পারবেন এবং গৃহকর্মী ও ব্যক্তিগত সহকারী নিয়োগ করতে পারবেন। পাশাপাশি ব্যবসা পরিচালনা কিংবা পেশাদার কাজে যুক্ত হওয়ার সুযোগও থাকবে।

নতুন ব্যবস্থাটি আপাতত পরীক্ষামূলকভাবে ভারত ও বাংলাদেশের জন্য চালু করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে রায়াদ গ্রুপ নামের একটি পরামর্শক সংস্থা। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব একে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের জন্য ‘একটি সুবর্ণ সুযোগ’ বলে অভিহিত করেছেন।

তিনি জানান, গোল্ডেন ভিসা প্রাপ্তির জন্য আবেদনকারীদের অতীত ইতিহাস, আর্থিক লেনদেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রমসহ একটি পূর্ণাঙ্গ ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে। এই যাচাইয়ের মাধ্যমে দেখা হবে— আবেদনকারীর উপস্থিতি আমিরাতের সংস্কৃতি, বাণিজ্য, বিজ্ঞান, স্টার্টআপ বা অন্যান্য পেশাগত খাতে কী ধরনের অবদান রাখতে পারে।

আবেদনকারী চাইলে ভারতে ও বাংলাদেশের ওয়ান ভাস্কো (One VASCO) সেন্টার, রায়াদ গ্রুপের নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল বা ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। যাচাই শেষে আবেদনপত্র পাঠানো হবে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে, যারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুধু ভারতেই আগামী তিন মাসের মধ্যে অন্তত ৫ হাজার আবেদন জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ