অস্ট্রেলিয়ার দুরন্ত জয়, টানা ২০ বছর ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি দখলে

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১১:৩৮:৫১
অস্ট্রেলিয়ার দুরন্ত জয়, টানা ২০ বছর ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি দখলে

গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামে রবিবার চতুর্থ দিনের টি-বিরতির আগেই ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারিয়ে দ্বিতীয় টেস্টে দাপুটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচ সিরিজে ২-০ তে অপরাজেয় ব্যবধানে এগিয়ে থেকে ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি নিজেদের দখলে রাখলো দলটি, যা তারা টানা ২০ বছর ধরে ধরে রেখেছে। একটি নিম্ন-স্কোরিং ও দুই গতির পিচে ব্যাটিং ছিল যথেষ্ট কঠিন, যেখানে প্রতিপক্ষকে ২৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েও অস্ট্রেলিয়া তাদের ৩৪.৩ ওভারে মাত্র ১৪৩ রানে গুটিয়ে দেয়।

ম্যাচে অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ন্ত্রিত আগ্রাসনে নেতৃত্ব দেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক এবং অফ-স্পিনার নাথান লায়ন, দুজনেই নেন তিনটি করে উইকেট। স্টার্কের জন্য এই ম্যাচটি ছিল বিশেষ—এই উইকেট haul-এর মাধ্যমে তিনি টেস্ট ক্রিকেটে তার উইকেটসংখ্যা ৩৯৪-এ উন্নীত করলেন। সিরিজের শেষ টেস্টে, যা কিনা তার ১০০তম ম্যাচ হতে যাচ্ছে, সেখানে তিনি ৪০০ উইকেট ছুঁয়ে ফেলার দ্বারপ্রান্তে।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেইস সর্বোচ্চ ৩৪ রান করলেও দলীয় পরাজয় এড়াতে সেটি যথেষ্ট ছিল না। শামার জোসেফ লড়াইয়ের চেষ্টায় ২৪ রান করেন, তবে তখন ম্যাচের নিয়ন্ত্রণ অনেক আগেই অস্ট্রেলিয়ার হাতে চলে গিয়েছিল। অবশ্য বল হাতে জোসেফই ছিলেন ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রেরণা—তিনি দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৪ উইকেট দখল করেন, যার মধ্যে ছিল প্রথম ইনিংসে ৬৩ রান করা অ্যালেক্স কেরি-কে আউট করা। ব্যাট ও গ্লাভসে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কেরিকেই ম্যাচসেরা নির্বাচিত করা হয়।

অস্ট্রেলিয়ার পক্ষে দিনের শুরুতে দ্রুত উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করেন জশ হ্যাজেলউড, স্টার্ক, প্যাট কামিন্স ও বিউ ওয়েবস্টার। মধ্যাহ্নভোজের আগে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ক্যারিবীয়রা আর ঘুরে দাঁড়াতে পারেনি। চেইস ও শাই হোপ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও হ্যাজেলউডের বলে হোপের ভুল শটে ক্যাচ দিয়ে আউট হওয়ার পর ম্যাচ কার্যত একপাক্ষিক হয়ে পড়ে।

পুরো ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ছিল হতাশাজনক। সাবেক অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট তার ১০০তম টেস্ট ম্যাচ স্মরণীয় করতে ব্যর্থ হন—প্রথম ইনিংসে শূন্যের পর দ্বিতীয় ইনিংসে করেন মাত্র সাত রান। তাকে আউট করেন ওয়েবস্টার। এর আগে হ্যাজেলউড এলবিডব্লিউ করেন ওপেনার জন ক্যাম্পবেল-কে। আর কেসি কার্টি আউট হন কেরির গ্লাভসে স্টার্কের বল ছোঁয়ানো এক ক্যাচে। চতুর্থ উইকেট হিসেবে ব্র্যাথওয়েটের বিদায়ের পরেই লাঞ্চের আগ মুহূর্তে ব্র্যান্ডন কিং বোল্ড হন প্যাট কামিন্সের বলে—যা ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ আশাটুকুও নিভিয়ে দেয়।

ম্যাচ শেষে অ্যালেক্স কেরি বলেন, “এই সিরিজের উইকেটগুলো কঠিন হলেও খেলতে দারুণ চ্যালেঞ্জিং ও উপভোগ্য ছিল। টেস্ট ক্রিকেট এমনই—প্রতিটি দিন মানিয়ে নেওয়া ও টিকে থাকার খেলা। আমাদের বোলাররা যেভাবে দায়িত্ব পালন করেছে, তার জন্য তাদের প্রশংসা প্রাপ্য।”

এখন অস্ট্রেলিয়ার সামনে সুযোগ, ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিশ্চিত করার। তৃতীয় ও শেষ টেস্টটি হবে আগামী শনিবার, জ্যামাইকার কিংস্টনে—দিন-রাতের ফরম্যাটে।

-নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ