গণতন্ত্র ফিরবে নির্বাচনের মাধ্যমেই: ফখরুলের বার্তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৭ ১০:৪৭:৪৫
গণতন্ত্র ফিরবে নির্বাচনের মাধ্যমেই: ফখরুলের বার্তা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা পরিচালিত হবে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে। এই নির্বাচনই হবে দেশের সংকট নিরসনের পথ এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সোপান। সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত। আমরা বারবার বলে এসেছি এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন। ফেব্রুয়ারিতেই সেই নির্বাচনের আয়োজন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। জনগণের রায়ই হবে দেশের ভবিষ্যতের দিকনির্দেশক।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, ভোটের মাধ্যমেই পরিবর্তন আসবে। অস্ত্র, দমন-পীড়ন বা একদলীয় আধিপত্য দিয়ে নয় এই দেশ এগিয়ে যাবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে।”

বিএনপি মহাসচিবের এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তাৎপর্যপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে। গত কয়েক মাসে দেশের রাজনৈতিক অঙ্গনে যে টানাপড়েন চলছে, সেখানে বিএনপির পক্ষ থেকে প্রথমবারের মতো নির্বাচনের সম্ভাব্য সময়সীমা এবং সরকার কাঠামো নিয়ে এমন স্পষ্ট বার্তা এল।

এ সময় সিলেট বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ফখরুলকে স্বাগত জানান এবং সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক আলোচনাও অনুষ্ঠিত হয়। সেখানেও তিনি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা, আন্দোলনের ধারাবাহিকতা এবং নির্বাচনমুখী প্রস্তুতির ওপর জোর দেন।

মির্জা ফখরুলের এই মন্তব্য বিএনপির পক্ষ থেকে একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখা হচ্ছে—যেখানে দলটি আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক সমঝোতার পথ উন্মুক্ত রাখছে, এবং পরিবর্তনের জন্য ব্যালটকেই মূল হাতিয়ার হিসেবে তুলে ধরছে।

বিস্তারিত আনুষ্ঠানিক কর্মসূচি এবং রাজনৈতিক সংলাপের সম্ভাবনা নিয়ে আরও তথ্য শিগগিরই আসতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ