২০২৫ করবর্ষে করদাতাদের জন্য ৫ স্বস্তির বার্তা

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৭:৪৫:৩৩
২০২৫ করবর্ষে করদাতাদের জন্য ৫ স্বস্তির বার্তা

২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু হয়েছে ১ জুলাই থেকে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। যদিও করমুক্ত আয়ের সীমা এবার বাড়ানো হয়নি আগের মতোই বার্ষিক ৩.৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে তবে রিটার্ন জমার ক্ষেত্রে এবারের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে, যা কর হিসাব ও ছাড়ের কাঠামোতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। ফলে রিটার্ন দেওয়ার সময় এসব বিষয়ে সচেতন না হলে করদাতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বা অতিরিক্ত কর দিতে হতে পারে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো এসব পরিবর্তনের বিষয়ে:

১. আপন ভাইবোনের দান করমুক্ত

এবার থেকে ভাই বা বোনের কাছে দেওয়া অর্থ বা সম্পত্তি যা আগে করযোগ্য ছিল তা সম্পূর্ণ করমুক্ত হিসেবে গণ্য হবে। এর ফলে পারিবারিক সম্পদের (যেমন জমি, ফ্ল্যাট বা নগদ অর্থ) হস্তান্তর আগের তুলনায় অনেক সহজ হবে। বিদেশে থাকা ভাইবোনেরা বাংলাদেশে অর্থ পাঠালেও তা করযোগ্য হবে না। এত দিন করমুক্ত দানের ক্ষেত্র সীমিত ছিল শুধুমাত্র স্বামী-স্ত্রী, সন্তান ও মা-বাবার মধ্যে।

২. কৃষি খাতে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত

বাজারমুখী কৃষিকে উৎসাহিত করতে ব্যক্তিক্রমধর্মী এক উদ্যোগ নেওয়া হয়েছে যার আওতায় কৃষি খাত থেকে প্রাপ্ত বার্ষিক ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে। শহর বা শহরতলিতে যারা শখের বা বাণিজ্যিক ভিত্তিতে জমি কিনে বা লিজ নিয়ে শাকসবজি বা ফসল ফলান, তারাও এই ছাড়ের আওতায় পড়বেন।

৩. বেসরকারি চাকরিজীবীদের জন্য করমুক্ত ভাতার সীমা বেড়েছে

বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য আয় গণনায় যে ভাতাগুলো করমুক্ত থাকে, তাদের সর্বোচ্চ সীমা ৪.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এর আওতায় আসবে বাসাভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা ইত্যাদি। ফলে চাকরিজীবীদের করযোগ্য আয়ের পরিমাণ কমে যাবে, যা তাদের জন্য বড় স্বস্তি।

৪. পেনশনের আয় করমুক্ত

জাতীয় পেনশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমে অবদান রাখা ব্যক্তিরা অবসরকালীন যেসব সুবিধা পাচ্ছেন সেগুলো এবার করমুক্ত ঘোষণা করা হয়েছে। স্কিমটির আওতায় বর্তমানে প্রায় ১ লাখ ৮০ হাজারের বেশি নাগরিক রয়েছেন, এবং সরকার আশা করছে এতে আরও বেশি মানুষ যুক্ত হবেন।

৫. মরণব্যাধির চিকিৎসা খরচ করমুক্ত

চাকরিজীবীদের জন্য ক্যানসার, কিডনি ও লিভার জটিলতা, হার্টের অস্ত্রোপচার, ব্রেইন সার্জারি কিংবা কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসাসেবা বাবদ প্রাপ্ত ভাতাকে করমুক্ত রাখা হয়েছে। ফলে কর্মক্ষেত্রে অসুস্থতাজনিত সংকটে পড়া করদাতারা উল্লেখযোগ্য করছাড় পাবেন, যা একটি মানবিক এবং বাস্তবমুখী সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।

রিটার্ন জমা এখন শুধু কর পরিশোধের দায় নয়, বরং একটি সুযোগও নতুন ছাড় ও সুবিধাগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করতে হলে করদাতাদের নিজ দায়িত্বে সঠিক তথ্য প্রদান, দলিল-প্রমাণ সংরক্ষণ এবং যথাযথ ছক অনুযায়ী রিটার্ন পূরণ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আশা করছে, এই সংস্কারগুলো ব্যক্তি করদাতার কর মেটানোর ক্ষেত্রে সহনশীলতা বাড়াবে এবং স্বেচ্ছা রিটার্নদানের হারেও ইতিবাচক পরিবর্তন আনবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ