বাংলাদেশে আকাশপথে সেরা কারা: এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৬ ১৫:৩৪:৫৭
বাংলাদেশে আকাশপথে সেরা কারা: এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা

বাংলাদেশের আকাশপথে সেবার উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ ‘শেয়ার ট্রিপ–দ্য বাংলাদেশ মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কারে ভূষিত হয়েছে দেশি-বিদেশি বেশ কয়েকটি বিমান সংস্থা। আন্তর্জাতিক শ্রেণিতে এমিরেটস পেয়েছে ‘সেরা আন্তর্জাতিক এয়ারলাইনের’ সম্মান, অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স পেয়েছে ‘সেরা অভ্যন্তরীণ এয়ারলাইনের’ খেতাব এবং ‘সেরা কার্গো এয়ারলাইন’ হিসেবে নির্বাচিত হয়েছে সৌদিয়া কার্গো।

শনিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারগুলো প্রদান করা হয়। অনলাইনে প্রায় ৩,০০০ নিয়মিত ফ্লায়ারের অংশগ্রহণে পরিচালিত একটি জরিপের ভিত্তিতে নির্বাচিত হয়েছে বিজয়ীরা। এবারে মোট ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়—যা এ আয়োজনে নতুন রেকর্ড। এয়ারলাইন্স ছাড়াও এয়ারপোর্ট লাউঞ্জ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক, সাবর বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও সিইও মোহাম্মদ সাইফুল হক এবং প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের অ্যাক্টিং জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে এভিয়েশন শিল্পে ইতিবাচক পরিবর্তন স্পষ্ট। যাত্রীসেবার মানোন্নয়ন এবং পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের মাধ্যমে এ খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা জরুরি। তারা বলেন, বিশ্বমানের সেবা নিশ্চিতে নীতি ও প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি পর্যটন ও ভ্রমণ খাতের সমন্বিত উন্নয়ন অপরিহার্য।

এবারের আসরে নতুন কিছু বিভাগ যুক্ত করা হয়েছে, যার মধ্যে অন্যতম ছিল ‘বাংলাদেশে সর্বাধিক জনপ্রিয় এয়ারলাইন ব্র্যান্ড’। এই বিভাগে ১২টি বিমান সংস্থাকে সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ১১ সদস্যবিশিষ্ট একটি অভিজ্ঞ জুরি প্যানেলের তত্ত্বাবধানে। এ প্যানেলে ছিলেন এভিয়েশন, পর্যটন, শিক্ষা ও ব্যবসায়িক জগতের প্রথিতযশা ব্যক্তিত্বরা। তারা জরিপের তথ্যসমূহ যাচাই-বাছাই করে চূড়ান্ত বিজয়ীদের তালিকা প্রস্তুত করেন।

এভিয়েশন ও পর্যটনভিত্তিক দেশের অন্যতম পুরনো ও সম্মানিত প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটরের উদ্যোগে ২০০৭ সাল থেকে চালু হওয়া এই ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার প্রতিযোগিতামূলক বাজার গড়ে তুলতে এবং যাত্রীসেবার মানোন্নয়নে বিমান সংস্থাগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করে আসছে। এর মাধ্যমে বাংলাদেশে ভ্রমণ ও পর্যটন খাতের বিকাশে অনন্য ভূমিকা রাখছে এই বার্ষিক উদ্যোগটি।

-সুত্র বি এস এস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ