তানভীর ইসলামের জোড়া আঘাতে চাপে শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ২০:২০:১১
তানভীর ইসলামের জোড়া আঘাতে চাপে শ্রীলঙ্কা

দ্রুত উইকেট হারিয়ে শুরুটা কিছুটা ধীরগতির হলেও কুশল মেন্ডিস ও নিশান মাদুশকার জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। তবে দুই সেট ব্যাটারকে ফিরিয়ে দিয়ে লঙ্কানদের ইনিংসে ছন্দ কেটে দিয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

তানভীর প্রথম আঘাত হানেন ইনিংসের দশম ওভারে। তার ঘূর্ণি বুঝতে না পেরে পয়েন্টে ক্যাচ তুলে দেন মাদুশকা, যার ইনিংস থামে ১৭ রানে। এরপর দ্বাদশ ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফর্মে থাকা কুশল মেন্ডিসকে। ৩১ বলের ঝড়ো ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কায় সাজান ৫৬ রানের চোখধাঁধানো স্কোর।

এই দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের ওপর চাপ তৈরি করেছেন তানভীর, যার ফলে আবার ম্যাচে ফেরার পথ খুঁজছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৩ ওভার শেষে ৩ উইকেটে ৮৯ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১৬০ রান, অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।

ক্রিজে আছেন দুই নতুন ব্যাটার—কামিন্দু মেন্ডিস ৭ রানে এবং অধিনায়ক চারিথ আসালাঙ্কা ৪ রানে অপরাজিত।

স্পোর্টস ডেস্ক/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ