১২ দেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ঘোষণা, ট্রাম্প বললেন— ‘নাও অথবা ছেড়ে দাও’

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ২০:১৬:৪২
১২ দেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ঘোষণা, ট্রাম্প বললেন— ‘নাও অথবা ছেড়ে দাও’

যুক্তরাষ্ট্র ১২টি দেশের ওপর নতুন শুল্ক হার আরোপের সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলোর কাছে শুল্ক সংক্রান্ত প্রস্তাব পাঠাতে তিনি চূড়ান্ত চিঠিতে সই করেছেন। কোন কোন পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ হবে, তা চিঠিগুলোর মাধ্যমে জানানো হবে।

এয়ারফোর্স ওয়ানে চড়ে নিউ জার্সির উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি ১২টি দেশের জন্য চিঠি স্বাক্ষর করেছি। বিভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) এসব দেশকে চিঠি পাঠানো হবে। এটা এক ধরনের ‘নাও অথবা ছেড়ে দাও’ প্রস্তাব।”

তবে চিঠিগুলো ঠিক কোন কোন দেশকে পাঠানো হবে, সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট কোনো নাম প্রকাশ করেননি। তিনি জানান, বিষয়টি সোমবারই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগ আন্তর্জাতিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আগেই ট্রাম্প প্রশাসন বেশ কয়েকটি দেশে পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল।

তবে আলোচনার সুযোগ রাখতে এসব সিদ্ধান্ত সাময়িকভাবে ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে এই শুল্কহার ৭০ শতাংশ পর্যন্তও যেতে পারে এবং তা কার্যকর হতে পারে ১ আগস্ট থেকে।

ট্রাম্প বলেন, “আমরা শুরুতে আলোচনার মাধ্যমে সমাধান চাইছিলাম। কিন্তু জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অগ্রগতি না হওয়ায় মনে করছি চিঠি পাঠানোই সবচেয়ে ভালো পদক্ষেপ। এতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।”

বিশ্লেষকদের মতে, ৭ জুলাই যেসব দেশে এই চিঠি যাবে, তা শুধু অর্থনৈতিক নয়—বিশ্ব কূটনৈতিক সম্পর্কেও তাৎপর্যপূর্ণ বার্তা বহন করবে। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের জবাবে সংশ্লিষ্ট দেশগুলো কী পদক্ষেপ নেয়, সেটিই এখন নজরকাড়া বিষয়।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ