পরিস্থিতি বদলাচ্ছে প্রতিদিন, তবে যুদ্ধবিরতির আশায় ট্রাম্প

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১০:৩৪:৩৩
পরিস্থিতি বদলাচ্ছে প্রতিদিন, তবে যুদ্ধবিরতির আশায় ট্রাম্প

গাজা উপত্যকায় চলমান সংকট নিরসনে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি জানান, আগামী সপ্তাহেই এ সংক্রান্ত একটি চুক্তি হতে পারে এবং তিনি এ বিষয়ে "খুবই আশাবাদী"। তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই ধরনের পরিস্থিতি দিনে দিনে পরিবর্তিত হতে পারে।

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি খুবই আশাবাদী। তবে এই বিষয়ে কিছুই নিশ্চিত নয়, কারণ এটা প্রতিদিনই বদলাচ্ছে।” তিনি আরও জানান, গাজা নিয়ে কিছু একটা করতে হবে এবং এই সংঘাত বন্ধ করা এখন সময়ের দাবি।

গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে—বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ট্রাম্প বলেন, “এটা ভালো। যদিও এখনো আমাকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে এটাকে এখন শেষ করতে হবে। গাজার ব্যাপারে কিছু একটা করা দরকার।”

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষ গাজা সংঘাত নিরসনে সম্ভাব্য যুদ্ধবিরতির পথ খুঁজছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিভিন্ন খসড়া আলোচনায় এসেছে, যদিও সেগুলোর বাস্তবায়ন নিয়ে নানা জটিলতা দেখা দেয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন মন্তব্য প্রমাণ করে, তিনি ২০২4 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পররাষ্ট্রনীতি নিয়ে নিজেকে একজন সক্রিয় ও কার্যকর খেলোয়াড় হিসেবে তুলে ধরতে চাইছেন। পাশাপাশি গাজা ইস্যুতে তার অবস্থান স্পষ্ট করে দিতে চাচ্ছেন তিনি—বিশেষ করে ইসরায়েলপন্থী ও রিপাবলিকান ভোটারদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যেই।

অন্যদিকে, গাজায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা ও মানবিক সংকট। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে আসছে।

-নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক


বিক্ষোভের মুখে পাকিস্তানশাসিত কাশ্মীর, বন্ধ মোবাইল ও ইন্টারনেট সেবা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৩ ১৪:৪৪:৪২
বিক্ষোভের মুখে পাকিস্তানশাসিত কাশ্মীর, বন্ধ মোবাইল ও ইন্টারনেট সেবা
ছবি: সংগৃহীত

পাকিস্তানশাসিত কাশ্মীর টানা চতুর্থ দিনের মতো সম্পূর্ণ অচলাবস্থার মধ্যে রয়েছে। গত কয়েক দিনে সহিংস সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)। সংগঠনটি ২৯ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন শুরু করেছে, ফলে অঞ্চলজুড়ে ব্যবসা-বাণিজ্য, যানবাহন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

আন্দোলনের কারণ ও দাবি

আন্দোলনের সূচনা হয়েছিল ২০২৩ সালে বিদ্যুতের বিল বৃদ্ধি এবং ময়দার সংকট ঘিরে। পরে এটি বিস্তৃত আন্দোলনে রূপ নেয়, যার মূল দাবি ৩৮ দফা।

উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে:

বিশেষ সুবিধা বাতিল: শাসক শ্রেণির সরকারি গাড়ি, ভাতা ও জ্বালানির মতো বিশেষ সুবিধা বাতিল করা।

শরণার্থী আসন বাতিল: শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিল করা।

অন্যান্য: শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নতি, নতুন অবকাঠামো প্রকল্প, ট্যাক্স ছাড় এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি।

সরকার ও প্রশাসনের অবস্থান

সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, যা নিয়ে আপত্তি জানিয়েছে জেএএসি।

পাকিস্তানশাসিত কাশ্মীরের অর্থমন্ত্রী আবদুল মজিদ খান বলেন, সরকারের পক্ষ থেকে অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তবে শরণার্থী আসন বাতিল এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশেষ সুবিধা কমানোর মতো দুটি ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি আরও জানান, রাজস্ব আদায় অত্যন্ত কম থাকায় উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

ফেডারেল সরকার একটি উচ্চ পর্যায়ের আলোচক দল মুজাফফরাবাদে পাঠিয়েছে। বৃহস্পতিবারের বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হলেও শুক্রবার আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে। পাকিস্তানশাসিত কাশ্মীরে প্রায় ৪০ লাখ মানুষ বাস করেন, যারা একটি আংশিক স্বায়ত্তশাসিত ব্যবস্থার অধীনে নিজেদের সরকার ও আইনসভা পরিচালনা করে।

সূত্র: আল-জাজিরা


গাজাগামী শেষ ত্রাণবাহী নৌযানটিও ইসরায়েলের হাতে আটক

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৩ ১৪:২৮:১২
গাজাগামী শেষ ত্রাণবাহী নৌযানটিও ইসরায়েলের হাতে আটক
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সর্বশেষ এবং একমাত্র সক্রিয় নৌযানটিও ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের অদূরে ইসরায়েলি কমান্ডোরা বলপূর্বক এই নৌযানটিতে প্রবেশ করে এবং সেটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পোলিশ পতাকাবাহী এই জাহাজটির নাম ছিল ‘দ্য ম্যারিনেট’। এই জাহাজে তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতুসহ ছয়জন আরোহী ছিলেন।

দৃঢ়তার প্রতীক ম্যারিনেট

লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী জোরপূর্বক নৌযানটির ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। এর আগে এক ভিডিও বার্তায় যাত্রীরা বলেন, “আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।”

ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছিলেন, নৌবহরের ৪২টি জাহাজকে অবৈধভাবে আটকানো হয়েছে এবং আরোহীদেরও আটক করা হয়েছে। তবুও ম্যারিনেট পিছু হটছিল না। ফ্লোটিলা আয়োজকরা ম্যারিনেটকে ‘ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা’র প্রতীক হিসেবে আখ্যা দিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা লাইভ


গাজায় ইসরায়েলি আগ্রাসন: প্রতিবাদে আজ ইতালিতে দেশব্যাপী ধর্মঘট

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ২১:৩০:৪৩
গাজায় ইসরায়েলি আগ্রাসন: প্রতিবাদে আজ ইতালিতে দেশব্যাপী ধর্মঘট
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক ও নাগরিক সংগঠন। আজ শুক্রবার (৩ অক্টোবর) সারা দেশে এই ধর্মঘট পালিত হবে।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে ইসরায়েলি বাহিনী ত্রাণবহরের জাহাজগুলো আটক করে। সেখানে যোগ দেওয়া অধিকারকর্মীদের মধ্যে ২০ জনেরও বেশি ইতালির নাগরিক রয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকটি ইতালীয় শহরে বিক্ষোভ শুরু হয়েছে।

বিক্ষোভ ও রেল অবরোধ

দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে এবং ট্রেন চলাচল বন্ধ করে দেয়। রাজধানী রোমের আরেকটি স্টেশনে বিক্ষোভকারীরা জড়ো হলে পুলিশ সেটিকে ঘিরে ফেলে। এছাড়া ইতালির বিভিন্ন শহরে বড় বড় মিছিল দেখা গেছে।

ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন সিজিআইএল (CGIL) জানিয়েছে, “আমাদের নাগরিকদের বহনকারী বেসামরিক জাহাজের বিরুদ্ধে আগ্রাসন একটি অত্যন্ত গুরুতর বিষয়।” ধর্মঘটে অন্যান্য ছোট ইউনিয়নগুলোও যোগ দেবে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জেনোয়াতে ইউএসবি ইউনিয়ন ঘোষণা করেছে, তারা ধর্মঘটে যোগ দেবে এবং বন্দর অবরোধ করার চেষ্টা করবে। সেই সঙ্গে সমস্ত বিক্ষোভকারীদের রাত ১০টায় শহরের প্রধান প্রবেশপথে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে ইতালির শ্রমিকরা ইসরায়েলে বাণিজ্যের সঙ্গে জড়িত বিভিন্ন জাহাজকে ডকিং (নোঙর) এবং লোড করা থেকে বিরত রয়েছে। গত সপ্তাহেও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানিয়ে ইতালির একটি শহরে ধর্মঘট হয়েছিল। তবে এবার তা দেশব্যাপী পালিত হচ্ছে।


ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে: গ্রেটা থুনবার্গ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৯:৪৪:৩১
ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে: গ্রেটা থুনবার্গ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে অপহরণ করা হয়েছে।’

বৃহস্পতিবার (২ অক্টোবর) সিএনএন-এর লাইভ প্রতিবেদনে জানানো হয়, গত রাতে গ্রেটাকে আটক করার পর ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক রেকর্ড করা ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ বলেছেন:

“আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন...ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে গেছে। আমাদের মানবিক মিশন ছিল অহিংস এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। দয়া করে আমার সরকারকে বলুন, যেন আমার এবং অন্যদের অবিলম্বে মুক্তি দাবি করা হয়।”

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত মধ্যরাতের মধ্যে ইসরায়েলি নৌ-কমান্ডোরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৪০টি জাহাজে উঠে পড়ে এবং শত শত কর্মীকে আটক করে। আটক যাত্রীদের মধ্যে নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও রয়েছেন।

রয়টার্সের যাচাই করা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওতে গ্রেটাকে সৈন্য-বেষ্টিত একটি ডেকের ওপর বসে থাকতে দেখা গেছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত সকল ফ্লোটিলা যাত্রীকে নিরাপদে ইসরায়েলে নেওয়া হচ্ছে এবং তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের বিবৃতি

ফিলিস্তিন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্যোগ। এর লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলের অমানবিক অবরোধ ভেঙে ফেলা এবং আন্তর্জাতিক আইন অনুসারে অনাহার নীতি ও গণহত্যার অবসান ঘটানো।

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্র পুনর্ব্যক্ত করছে যে, ফিলিস্তিনের জলসীমার ওপর ইসরায়েলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই।


ফ্লোটিলার কর্মীদের উচ্চ-নিরাপত্তা কারাগারে রাখতে পারে ইসরায়েল

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৯:০৩:৩৯
ফ্লোটিলার কর্মীদের উচ্চ-নিরাপত্তা কারাগারে রাখতে পারে ইসরায়েল
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা কর্মীদের আটক করেছে ইসরায়েল। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা আটক অধিকারকর্মীদের উচ্চ-নিরাপত্তার ‘কেটজিওট’ কারাগারে রাখতে পারে ইসরায়েল। এই কারাগারটি ‘কঠোর’ ব্যবস্থার জন্য পরিচিত। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের ইসরায়েলি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমর শাটজ মনে করেন, এই ৫০০ কর্মীকে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে রাখা হতে পারে। শাটজ বলেন, কেটজিওট একটি উচ্চ-নিরাপত্তা কেন্দ্র, যেখানে সাধারণত অভিবাসন বন্দীদের রাখা হয় না।

দীর্ঘদিন আটকে রাখার আহ্বান

শাটজ আরও বলেন, শত শত লোককে সামলানো ইসরায়েলের জন্য লজিস্টিকভাবে কঠিন হবে, তাই কর্মীদের সেখানে আটকে রাখা হতে পারে। তবে কেটজিওট কারাগার কঠোর অবস্থার জন্য পরিচিত।

ইসরায়েলি অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, ফ্লোটিলা অংশগ্রহণকারীদের দীর্ঘক্ষণ আটকে রাখা উচিত। ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালাহ বলেছে, “গম্ভীর উদ্বেগ রয়েছে যে, কর্মীদের সঙ্গে পূর্ববর্তী ফ্লোটিলা মিশনের তুলনায় আরও কঠোর আচরণ করা হতে পারে।”


আটক ফ্লোটিলা যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৮:৩১:৪৬
আটক ফ্লোটিলা যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ (জিএসএফ) থেকে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিএসএফ-এর একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা আটক করা হয়েছে। আটক হওয়া কর্মীদের নিজ দেশে পাঠানোর জন্য ইসরায়েলি বন্দরে আনা হচ্ছে।

অভিযান ও আটকের চিত্র

বিবিসি’র অনুমান, নৌকাগুলো থেকে মোট ৪৪৩ জনকে আটক করা হয়েছে। ইসরায়েলি নৌ কমান্ডোরা সমুদ্রে জাহাজ দখলের সময় অনেকের ওপর জলকামান দিয়ে আক্রমণ চালায়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত সবাই ‘নিরাপদ ও সুস্থ আছেন’ এবং তাদের আশদোদ বন্দরে আনা হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানোর ‘ডিপোর্টেশন প্রক্রিয়া’ শুরু হবে।

বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও এক বিবৃতিতে জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ‘উস্কানি’ শেষ হয়েছে। তারা দাবি করে, হামাস-সুমুদের কোনো উস্কানিমূলক নৌকা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা ‘বৈধ নৌ অবরোধ’ ভাঙার প্রচেষ্টায় সফল হয়নি।

একটি জাহাজে অনিশ্চয়তা

মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য যান্ত্রিক সমস্যাযুক্ত একটি জাহাজ গাজা থেকে কিছু দূরে সমুদ্রে রয়ে গেছে। যদি এটি কাছে আসে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং অবরোধ ভাঙার প্রচেষ্টা করে, তবে সেটি প্রতিরোধ করা হবে।


গাজার পথে ত্রাণ: ইসরায়েলি বাধা উপেক্ষা করে ছুটছে ৪ জাহাজ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৭:২৯:২৪
গাজার পথে ত্রাণ: ইসরায়েলি বাধা উপেক্ষা করে ছুটছে ৪ জাহাজ
ছবি: সংগৃহীত

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে মাত্র চারটি জাহাজ এখনো গাজার দিকে ছুটে চলেছে। ইসরায়েলি নৌ-কমান্ডোরা অধিকাংশ নৌযানে অভিযান চালিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের জলসীমায় প্রবেশকারী নৌবহরের প্রথম দুটি জাহাজ ‘মাইকেনো’ এবং ‘ম্যারিনেট’ এখনো যাত্রা করছে। এছাড়া আইনজীবীদের বহনকারী ‘সামারটাইম-জং’ এবং ‘শিরিন’ নামের আরও দুটি জাহাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মী আটক

জানা গেছে, গত মধ্যরাতে ইসরায়েলি নৌ-কমান্ডোরা গ্লোবাল ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে প্রায় ৪০টিতে উঠে পড়েন। তারা জিপিএস সিগন্যাল বন্ধ করে দিয়ে জাহাজে থাকা শত শত কর্মীকে আটক করেন।

আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও রয়েছেন। রয়টার্সের যাচাই করা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওতে গ্রেটাকে সৈন্য-বেষ্টিত একটি ডেকের ওপর বসে থাকতে দেখা গেছে। এছাড়াও, নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও আটক যাত্রীদের মধ্যে রয়েছেন।

আন্তর্জাতিক নিন্দা ও বিক্ষোভ

গাজামুখী নৌবহরটিতে ইসরায়েলি এমন হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এই ঘটনাকে সরাসরি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে এ ঘটনায় স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বহু দেশে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।


মরক্কোতে জেন-জি বিক্ষোভ: পুলিশ স্টেশনে আগুন

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৭:১৭:০০
মরক্কোতে জেন-জি বিক্ষোভ: পুলিশ স্টেশনে আগুন
ছবি: সংগৃহীত

মরক্কোতে ‘জেন-জি’ তরুণদের নেতৃত্বে চলা বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। এর আগে বিক্ষোভে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে বিক্ষুব্ধরা পুলিশ স্টেশনে আগুন দেয় এবং পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বুধবার (১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সূত্রপাত

পুলিশ জানিয়েছে, লাকলিয়া এলাকার একটি পুলিশ স্টেশনে একদল বিক্ষোভকারী হামলা চালায়। পুলিশ দাবি করেছে, হামলাকারীরা ছুরি হাতে ছিল এবং অস্ত্র লুটের চেষ্টা করছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

জেন-জি-২১২ ও মরোক্কান ইয়ুথ ভয়েসের মতো তরুণ গোষ্ঠীর নেতৃত্বে বিক্ষোভের ঢেউ কমপক্ষে ১১টি শহরে ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্যসেবা, ক্রমবর্ধমান বৈষম্য এবং দুর্বল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে তরুণরা রাস্তায় নামেন। গত শনিবার থেকে রাবাতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল; কিন্তু পুলিশ গণগ্রেপ্তার শুরু করলে ক্ষোভ বাড়ে। বুধবারের পুলিশ স্টেশনে হামলা সেই ক্ষোভেরই প্রকাশ।

সরকারের দ্বিমুখী আচরণ

গণগ্রেপ্তার করলেও সরকার এখন সংলাপের আহ্বান জানাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে জানানো হয়, তরুণদের দাবি পর্যালোচনা করার পর সরকার নিশ্চিত করছে যে, তারা প্রয়োগযোগ্য দাবিগুলো মনোযোগ সহকারে আমলে নেবেন। তবে আন্দোলনকারীরা বলছেন, সরকারের আচরণ দ্বিমুখী এবং দমন-পীড়ন ও সংলাপ একসঙ্গে চলতে পারে না।


ইসরায়েলের আক্রমণে পিছু হটব না: গাজামুখী নৌবহর থেকে শহিদুল আলম

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৬:৪০:০০
ইসরায়েলের আক্রমণে পিছু হটব না: গাজামুখী নৌবহর থেকে শহিদুল আলম
শহিদুল আলম। ছবি: ফেসবুক

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে সবশেষ পরিস্থিতি সম্পর্কে ভিডিও বার্তা দিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বার্তায় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ইসরায়েলের কোনো আক্রমণে আমরা পেছনে যাবো না, অবশ্যই সেখানে পৌঁছাবো।”

বাধার মুখেও যাত্রা অব্যাহত

শহিদুল আলম জানান, যদিও তারা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঝড়ের ভেতর দিয়ে এসেছেন, এখন ঝড় কিছুটা কমেছে। তিনি বলেন, ঝড়ের আগেই গাজায় পৌঁছানোর জন্য জাহাজের ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।

তিনি উল্লেখ করেন, তাদের জাহাজ ফ্লোটিলার একেবারে শেষ অংশে রয়েছে এবং সামনের দিকের নৌযানগুলো ইতোমধ্যেই গাজার কাছাকাছি পৌঁছে গেছে। শহিদুল আলম নিশ্চিত করেন, “সামনের দিকে যেগুলো ছিল, রাতে ইসরায়েলি হানাদার বাহিনী আক্রমণ করেছিল।” তবে তাদের জাহাজ এখনো সেই জায়গায় পৌঁছায়নি।

তিনি বলেন, “আমরা ক্রমশই কাছে এগিয়ে যাচ্ছি। সেখানে অবশ্যই পৌঁছাবো। ইসরায়েলের আক্রমণে কোনো কারণেই কোনোভাবেই পেছনে যাবো না।” বর্তমানে সমুদ্র উত্তপ্ত এবং ঝড়ের আশঙ্কা থাকলেও, তারা যাত্রা চালিয়ে যাবেন বলে জানান এই আলোকচিত্রী।

https://www.facebook.com/shahidul.alam001?ref=embed_video

পাঠকের মতামত: