পরিস্থিতি বদলাচ্ছে প্রতিদিন, তবে যুদ্ধবিরতির আশায় ট্রাম্প

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৫ ১০:৩৪:৩৩
পরিস্থিতি বদলাচ্ছে প্রতিদিন, তবে যুদ্ধবিরতির আশায় ট্রাম্প

গাজা উপত্যকায় চলমান সংকট নিরসনে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি জানান, আগামী সপ্তাহেই এ সংক্রান্ত একটি চুক্তি হতে পারে এবং তিনি এ বিষয়ে "খুবই আশাবাদী"। তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই ধরনের পরিস্থিতি দিনে দিনে পরিবর্তিত হতে পারে।

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি খুবই আশাবাদী। তবে এই বিষয়ে কিছুই নিশ্চিত নয়, কারণ এটা প্রতিদিনই বদলাচ্ছে।” তিনি আরও জানান, গাজা নিয়ে কিছু একটা করতে হবে এবং এই সংঘাত বন্ধ করা এখন সময়ের দাবি।

গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে—বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ট্রাম্প বলেন, “এটা ভালো। যদিও এখনো আমাকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে এটাকে এখন শেষ করতে হবে। গাজার ব্যাপারে কিছু একটা করা দরকার।”

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষ গাজা সংঘাত নিরসনে সম্ভাব্য যুদ্ধবিরতির পথ খুঁজছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিভিন্ন খসড়া আলোচনায় এসেছে, যদিও সেগুলোর বাস্তবায়ন নিয়ে নানা জটিলতা দেখা দেয়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন মন্তব্য প্রমাণ করে, তিনি ২০২4 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পররাষ্ট্রনীতি নিয়ে নিজেকে একজন সক্রিয় ও কার্যকর খেলোয়াড় হিসেবে তুলে ধরতে চাইছেন। পাশাপাশি গাজা ইস্যুতে তার অবস্থান স্পষ্ট করে দিতে চাচ্ছেন তিনি—বিশেষ করে ইসরায়েলপন্থী ও রিপাবলিকান ভোটারদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যেই।

অন্যদিকে, গাজায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা ও মানবিক সংকট। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে আসছে।

-নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ