গাজা দখল ও মানবিক সাহায্য বন্ধের দাবি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ২১:৪৩:২৪
গাজা দখল ও মানবিক সাহায্য বন্ধের দাবি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গাজা উপত্যকার পূর্ণ দখল, মানবিক সহায়তা বন্ধ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি দেশটির সামরিক রেডিও এবং পাবলিক ব্রডকাস্টার কেএএন-কে দেওয়া বক্তব্যে এসব দাবি তুলে ধরেন।

তার এ বক্তব্য এসেছে এমন সময়, যখন হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির আলোচনায় মধ্যস্থতাকারীরা নতুন করে উদ্যোগ নিচ্ছে।

বেন-গভির বলেন, “গাজায় পূর্ণ বিজয়ের লক্ষ্যে এক মুহূর্তও থামা যাবে না। আমাদের পুরো অঞ্চল দখল করতে হবে এবং মানবিক সহায়তা বন্ধ করতে হবে।” তিনি আরও বলেন, “চুক্তিতে পৌঁছানো হবে মারাত্মক ভুল।” তিনি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকেও তার সঙ্গে যোগ দিয়ে চুক্তি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।

এই দুই কট্টরপন্থী নেতা দীর্ঘদিন ধরেই যুদ্ধবিরতি এবং আলোচনার বিরোধিতা করে আসছেন। তারা গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছেন।

বুধবার হামাস জানায়, তারা যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক ত্রাণসহ মধ্যস্থতাকারীদের প্রস্তাবগুলো পর্যালোচনা করছে।অন্যদিকে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’রের ভাষ্য অনুযায়ী, একটি চুক্তির সম্ভাবনা রয়েছে বলে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পূর্ণাঙ্গ চুক্তির বিরুদ্ধে অবস্থান ধরে রেখেছেন। তিনি সংক্ষিপ্ত যুদ্ধবিরতির মাধ্যমে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে, যা পর্যবেক্ষকদের মতে, তার রাজনৈতিক অবস্থান রক্ষার কৌশল।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি অভিযানে গাজায় ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।বর্তমানে আনুমানিক ৫০ জন ইসরায়েলি জিম্মি গাজায় রয়েছে, যাদের মধ্যে ২০ জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। বিপরীতে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন ইসরায়েলি কারাগারে, যাদের অনেকেই অনাহার ও অবহেলার শিকার।

যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও, ইসরায়েলি অভিযান থামেনি। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার অভিযোগে মামলাও চলছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ