ভরা মৌসুমেও দেখা মিলছেনা ইলিশের, হতাশ জেলেরা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১৯:০৮:৫১
ভরা মৌসুমেও দেখা মিলছেনা ইলিশের, হতাশ জেলেরা

ভোলার উপকূলীয় অঞ্চলের জেলেরা ভরতি ইলিশের অপেক্ষায় থাকলেও, বর্ষার ভরা মৌসুমে নদী ও উপকূলে তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশের অনুপস্থিতি তাদের হতাশায় ফেলেছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর কোনো স্থানে এখনও ইলিশের আনাগোনা দেখা যায়নি, যার ফলে জেলারা দিন কাটাচ্ছেন নিরবে, তাদের অর্থনৈতিক জীবনে প্রকট সংকট দেখা দিয়েছে।

সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাসে নদীতে ইলিশের বিচরণ ও শিকারের তীব্রতা থাকে, যাকে স্থানীয়ভাবে ‘ভরা মৌসুম’ হিসেবে গণ্য করা হয়। কিন্তু চলতি বছরে এই সময়ে নদীতে ইলিশের অনুপস্থিতি বড় ধরনের আশঙ্কা তৈরি করেছে। চরফ্যাশনের হাটবাজারেও ইলিশের উপস্থিতি তেমন লক্ষণীয় নয়, যা খুচরা বিক্রেতাদেরও সরবরাহ সংকটে ফেলেছে। মৎস্য অবতরণ কেন্দ্র ও আড়তগুলো থেকেও ইলিশের সরবরাহ কম হওয়ায় বাজারে মাছের দাম ওঠানামা করছে এবং ক্রেতাদের স্বাভাবিক চাহিদা পূরণ হচ্ছে না।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, ভারি বৃষ্টি ও নদীর পানি বাড়লে সাধারণত সাগর থেকে ইলিশ নদীতে প্রবাহিত হয় এবং তারা জালে ধরা পড়ে। তবে চলতি বছর উপযুক্ত বৃষ্টিপাত সত্ত্বেও, নাব্য সংকট, ডুবোচর ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশ মাছ নদীতে প্রবেশ করছে না বলে তারা মনে করছেন। অনেকেই বলেছেন, নিষেধাজ্ঞার সময় মৎস্য আহরণ বন্ধ থাকার পরেও ইলিশের অভাব কেন হচ্ছে তা বুঝতে পারছেন না।

জেলেরাও জানিয়েছেন, জালে ইলিশের অভাবে নৌকা-মাল্লারা এখন তেমন মাছ ধরার জন্য নদীতে যাচ্ছেন না, ফলে তাদের আয়-রোজগারও মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। সামরাজ মৎস্য ঘাটের আড়তদার ওমর ফারুক বলেন, ইলিশের সংখ্যা এত কম যে ধরা পড়া মাছ তাদের জ্বালানি খরচও পূরণ করছে না।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, সামুদ্রিক এলাকায় ইলিশ রয়েছে, তবে নদীতে ইলিশ আসার জন্য উপযুক্ত পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। কম বৃষ্টিপাত এবং বাড়তি তাপমাত্রার কারণে ইলিশ নদীতে প্রবেশ করছে না। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসছে, আশা করা যায় আগামি দিনে ইলিশ উপকূলীয় নদীতে ফিরে আসবে এবং জেলেরা মাছ আহরণে সফল হবে।

তবে বর্তমানে এই অনিশ্চয়তা ও অভাবে জেলেদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় হস্তক্ষেপ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ