নেতানিয়াহুর ছেলের ছদ্মনামে যুক্তরাজ্যে গোপন ফ্ল্যাট কেনা নিয়ে বিতর্ক

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১৮:৫৯:৪৫
নেতানিয়াহুর ছেলের ছদ্মনামে যুক্তরাজ্যে গোপন ফ্ল্যাট কেনা নিয়ে বিতর্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আভনার নেতানিয়াহু ২০২২ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ডে ছদ্মনাম ব্যবহার করে গোপনে একটি অ্যাপার্টমেন্ট কেনার তথ্য প্রকাশিত হয়েছে। মিডল ইস্ট মনিটর এবং ইসরাইলের ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র কালকালিস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, আভনার ওই বছর অক্টোবর মাসে ৫ লাখ ২ হাজার ৫০০ পাউন্ড মূল্যের (প্রায় ৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) একটি ফ্ল্যাট ক্রয় করেন। এটি এমন এক সময়ে ঘটে যখন যুক্তরাজ্যে লিজ ট্রাসের ‘মিনি-বাজেট’ প্রস্তাবের কারণে ব্রিটিশ পাউন্ডের মান ব্যাপকভাবে কমে গিয়েছিল।

রিপোর্টে বলা হয়েছে, আভনার নেতানিয়াহু ওই অ্যাপার্টমেন্টের জন্য মোট ১৯ লাখ ৮০ হাজার শেকেল (প্রায় ৫৮ লাখ ৫০ হাজার টাকা) পরিশোধ করেছেন, যা ইসরাইলের বৈদেশিক সম্পদ রিপোর্টিংয়ের জন্য নির্ধারিত ২০ লাখ শেকেল সীমার নিচে। সম্পদের এই ক্রয় করতে কোনো মর্টগেজ (ঋণ) নেওয়া হয়নি। উল্লেখ্য, ২০২৫ সালের হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর বার্ষিক আয় কমপক্ষে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

আভনার নেতানিয়াহু বলেছেন, তিনি নিরাপত্তাজনিত কারণে তার নাম পরিবর্তন করেছিলেন এবং নাম পরিবর্তন সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধিত ছিল। তিনি আরও জানান, “আমি আমার আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সে নাম পরিবর্তন করেছি কারণ তখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। আমার বাবা তখন বিরোধী দলীয় নেতা ছিলেন এবং আমি বিদেশে পড়াশোনা করার সময় শিন বেত (ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা)-এর নিরাপত্তা সুরক্ষা পাইনি।”

এই তথ্য প্রকাশ রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে, বিশেষ করে যখন নেতানিয়াহু পরিবারের সম্পদের স্বচ্ছতা নিয়ে ইতোমধ্যে বিতর্ক রয়েছে। সমালোচকরা প্রশ্ন তুলছেন, কেন এই নাম পরিবর্তনের পেছনে এত গোপনীয়তা এবং এ ধরনের অর্থনৈতিক লেনদেন কি সাধারণ নাগরিকদের জন্য স্বাভাবিক? পক্ষান্তরে, নেতানিয়াহু পরিবারের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে দাবি করা হয়েছে যে, এটি একটি স্বাভাবিক ও আইনসম্মত ব্যবস্থা।

এ বিষয়ে ইসরাইলের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি ইসরাইলের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশে নতুন বিতর্কের সূত্রপাত করতে পারে, বিশেষ করে যখন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিবার বিতর্কিত সম্পদ ও সুরক্ষাসংক্রান্ত অভিযোগের মুখে রয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব ও ব্রিটিশ পাউন্ডের মূল্যায়নের প্রেক্ষাপটে এ ধরনের সম্পদ কেনার নেপথ্য কারণ বিশ্লেষণ করা হচ্ছে।

এই ঘটনায় ইসরাইলি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ার পাশাপাশি রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মধ্যে আলোচনা জোরালো হয়েছে। আরও বিস্তারিত অনুসন্ধান ও প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন বিশেষজ্ঞরা।

-ইসরাত, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ