ভারত-পাকিস্তান সংঘাত

"পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করব না”: পাকিস্তানকে মোদীর কড়া হুঁশিয়ারি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১২ ২৩:২৯:৪৮
"পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করব না”: পাকিস্তানকে মোদীর কড়া হুঁশিয়ারি

সত্য নিউজ:ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা ও সাম্প্রতিক সামরিক সংঘর্ষের প্রেক্ষিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। এতে তিনি কৌশলগত ‘অপারেশন সিঁদুর’ আপাতত স্থগিত রাখার ঘোষণা দিলেও পাকিস্তানকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, ভারত কোনও অবস্থাতেই ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ সহ্য করবে না।

‘অপারেশন সিঁদুর’ স্থগিত, ভবিষ্যৎ নির্ভর করবে পাকিস্তানের আচরণের ওপর

২২ মিনিটব্যাপী এই ভাষণে মোদী বলেন, “সীমান্তে পরিচালিত আমাদের প্রতিরক্ষামূলক ‘অপারেশন সিঁদুর’ কৌশলগতভাবে স্থগিত রাখা হয়েছে। আমরা সংঘাত চাই না, তবে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কোনও আপস করব না। এই অপারেশনের ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ভর করবে পাকিস্তানের পরবর্তী কার্যকলাপের ওপর।” তিনি পাকিস্তানকে লক্ষ্য করে বলেন, “যদি আপনারা যুদ্ধবিরতির সুযোগকে পুনরায় সন্ত্রাসের জন্য ব্যবহার করেন, তাহলে ভারতের প্রতিক্রিয়া হবে অনেক বেশি সুসংগঠিত, অপ্রত্যাশিত এবং চূড়ান্ত।”

“ভারত পরমাণু ব্ল্যাকমেইলের সামনে মাথা নত করবে না”

প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিকে একপ্রকার ‘কৌশলগত ব্ল্যাকমেইল’ বলে উল্লেখ করেন এবং বলেন, “ভারত শান্তি চায়, কিন্তু ভীত নয়। আমরা কারও পারমাণবিক ছায়ায় বসবাস করতে প্রস্তুত নই। জাতীয় নিরাপত্তা এবং জনগণের সুরক্ষার প্রশ্নে ভারত কখনো দুর্বলতা দেখাবে না।” তিনি আরও বলেন, “পরমাণু শক্তি সুরক্ষার জন্য, ধ্বংসের জন্য নয়। কিন্তু যদি কেউ তা ভয় দেখানোর অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাহলে তার জবাব কৌশলগত, নৈতিক এবং সামরিকভাবে দিতে ভারত প্রস্তুত।”

কাশ্মীর নিয়ে ‘কোনো আলাপ নয়’, তবে এক শর্তে আলোচনা হতে পারে

কাশ্মীর প্রসঙ্গেও মোদী অত্যন্ত সুস্পষ্ট অবস্থান জানান। তিনি বলেন, “কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে আলোচনা চলবে না। তবে যদি আলোচনার প্রসঙ্গ আসে, তা হতে হবে একমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার ইস্যুতে।” তিনি অভিযোগ করেন, “পাকিস্তান বারবার কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানাতে চায়। অথচ তার নিজের ভূখণ্ড থেকেই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে, যার সরাসরি পৃষ্ঠপোষকতা করে দেশটির সেনাবাহিনী।”

‘সন্ত্রাস একদিন তোমাদেরই ধ্বংস করবে’

ভাষণের শেষভাগে প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে বলেন, “আপনারা সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতির অংশ বানিয়ে নিয়েছেন। অথচ ইতিহাস সাক্ষী, যে আগুন আপনি অন্যের ঘরে লাগান, একদিন তা নিজের ঘরকেও জ্বালিয়ে দেয়। সন্ত্রাস একদিন তোমাদেরই ধ্বংস করবে।” তিনি আরও বলেন, “ভারত চাইছে না এই অঞ্চলে যুদ্ধ হোক। কিন্তু শান্তির জন্য শর্ত হলো সন্ত্রাসের অবসান। ভারত তার প্রতিটি নাগরিক, প্রতিটি ইঞ্চি ভূমি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত।”

উল্লেখ্য, গেল সপ্তাহে ভারতীয় সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকায় একটি গোপন সামরিক অভিযান পরিচালনা করে, যার নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, এই অভিযানে একাধিক জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। পাকিস্তান এ অভিযানের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানায় এবং আকাশপথে নজরদারি ও যুদ্ধ প্রস্তুতি জোরদার করে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ