সরকারি গুদামে খাদ্যশস্যের মজুত বেড়েছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১৬:৪২:২৫
সরকারি গুদামে খাদ্যশস্যের মজুত বেড়েছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতে দেশের সরকারি গুদামগুলোতে চাল ও গম মিলিয়ে মোট ১৭.৬৪ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি। খাদ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তথ্যমতে, গত অর্থবছরের (২০২৪-২৫) প্রথম দিন অর্থাৎ ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী দেশে চাল ও গম মিলিয়ে মোট মজুত ছিল ১৪.৭৩ লাখ মেট্রিক টন। এর মধ্যে চালের মজুত ছিল ১০.৬০ লাখ টন এবং গমের পরিমাণ ছিল ৪.১৩ লাখ টন। এক বছরের ব্যবধানে চালের মজুত উল্লেখযোগ্য হারে বেড়ে দাঁড়িয়েছে ১৫.৪১ লাখ মেট্রিক টনে, যা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, অভ্যন্তরীণ উৎস এবং সীমিত পরিমাণ আমদানির মাধ্যমে গম সংগ্রহ করা হলেও, বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ও ওএমএসের (ওপেন মার্কেট সেল) মাধ্যমে বিতরণ বেড়ে যাওয়ায় গমের মজুত কমে দাঁড়িয়েছে ২.২৩ লাখ মেট্রিক টনে। যদিও এটি আগের বছরের তুলনায় প্রায় ১.৯ লাখ টন কম, তবুও খাদ্য বিভাগ বলছে, গম আমদানির ক্ষেত্রে যথাসময়ে চুক্তি ও সরবরাহ নিশ্চিত হলে গমের মজুত আবারও বাড়বে।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক খাদ্যবাজারে দামের অস্থিরতা, যুদ্ধ-সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় এই বাড়তি মজুত একটি কৌশলগত সাফল্য। বিশেষত চালের ক্ষেত্রে মজুত বাড়াতে সরকারের সংগ্রহ কার্যক্রম এবং অভ্যন্তরীণ উৎপাদনে সহায়ক আবহাওয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে গুদামজাত শস্যগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং বাফার স্টক রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকিযুক্ত দামে খাদ্য সরবরাহ অব্যাহত রাখতে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির আওতায় গম ও চাল নিয়মিতভাবে বিতরণ করা হচ্ছে।

চলতি অর্থবছরে খাদ্য মজুতের এই অগ্রগতি সরকারকে মুদ্রাস্ফীতির চাপ মোকাবিলা, খাদ্য সহনশীলতা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে ত্রাণ সহায়তা পরিচালনায় বাড়তি সুযোগ দেবে বলে মনে করা হচ্ছে। তবে গমের মজুত নিয়ে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে যথাসময়ে আমদানির তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ