যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ১-২ বছর পিছিয়েছে

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১১:১২:৩৬
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ১-২ বছর পিছিয়েছে

গত মাসে যুক্তরাষ্ট্রের ‘সাহসী’ বিমান হামলায় ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতরের তথ্য অনুযায়ী, এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে। খবর জানিয়েছে আল জাজিরা ও সিএনএন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শন পার্নেল বলেন, ২১ জুন বি-২ স্টেলথ বোমারু বিমানের মাধ্যমে চালানো বাংকার বাস্টার বোমা হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। তিনি এই অভিযানকে ‘সাহসী’ হিসেবে উল্লেখ করে প্রশংসা করেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এর বিপরীত। ট্রাম্প বারবার বলছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে এবং এর সমতুল্য আগেও কেউ দেখেনি।

যদিও কিছু মার্কিন গোয়েন্দা রিপোর্ট ফাঁস হওয়ার পর জানা যায়, হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস করতে পারেনি; কেবল সাময়িকভাবে কয়েক মাসের জন্য কর্মসূচি বিলম্বিত হয়েছে। ইরানও এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি।

ইরানের কর্মকর্তারা স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের দাবিকে ‘বাড়িয়ে দেখানো’ বলে উল্লেখ করেছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ