গবেষণাভিত্তিক শিক্ষায় আরও এক ধাপ এগোল আইইউবিএটি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৮:৩২:৪৭
গবেষণাভিত্তিক শিক্ষায় আরও এক ধাপ এগোল আইইউবিএটি

গবেষণার গতি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে “গবেষণা উৎকর্ষতা সম্মাননা অনুষ্ঠান ২০২৫” আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনটি করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা শাখা মিয়ান রিসার্চ ইনস্টিটিউট।

এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক কর্মকাণ্ডের স্বীকৃতি দেওয়া হয়। সমাজ, বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গনে শিক্ষার্থীদের উদ্ভাবনী অবদানকে স্বীকৃতি দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নারগিস।

উপাচার্য তার বক্তব্যে বলেন, “সমাজের নানা সমস্যা সমাধানে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের শিক্ষার্থীরা কৃষি, প্রকৌশল, ব্যবসা ও জনস্বাস্থ্যসহ বহু ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসেন, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শেষাংশে নির্বাচিত গবেষকদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এই স্বীকৃতি গবেষণায় আগ্রহী নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।

আইইউবিএটি বরাবরই গবেষণার প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল, এই আয়োজন সেই ধারারই প্রতিফলন। ভবিষ্যতেও গবেষণাভিত্তিক জ্ঞান ও উদ্ভাবনে আরও জোর দেবে প্রতিষ্ঠানটি—এমন প্রত্যাশা আয়োজকদের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ