আইএইএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইরান, পরমাণু কর্মসূচি নিয়ে নতুন উদ্বেগ

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৫:৪৫:৪২
আইএইএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইরান, পরমাণু কর্মসূচি নিয়ে নতুন উদ্বেগ

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ (International Atomic Energy Agency)–এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান বুধবার (২ জুলাই) এ সিদ্ধান্তের অনুমোদন দেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইরানি পার্লামেন্ট সম্প্রতি একটি আইন পাস করে যেখানে আইএইএ–র সঙ্গে সম্পর্ক ছিন্নের নির্দেশনা ছিল। প্রেসিডেন্টের অনুমোদনের পর এখন এই সিদ্ধান্ত আইনগত বাধ্যবাধকতায় পরিণত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি করবে। আইএইএ দীর্ঘদিন ধরেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরমাণু গবেষণা কার্যক্রম তদারকি করে আসছিল।

পেছনের প্রেক্ষাপট: যুদ্ধের উত্তাপ এখনো থেমে নেই

সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায় তেহরান।

১৩ জুন: ইসরায়েল ইরানের একটি সামরিক ও পরমাণু গবেষণা কেন্দ্রে বিমান হামলা চালায়।

এর প্রতিক্রিয়ায়: ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে।

পরবর্তীতে: যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

তীব্র উত্তেজনার এই পর্যায়ে ১২ দিনব্যাপী এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি হয়। শেষমেশ ২৪ জুন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

কিন্তু যুদ্ধ থেমে গেলেও আস্থার সংকট গাঢ়

আইএইএ–র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইরানের সিদ্ধান্তকে আন্তর্জাতিক বিশ্লেষকরা 'দুর্ভাগ্যজনক ও অস্থিতিশীল সিদ্ধান্ত' হিসেবে দেখছেন।

তাদের মতে,

আইএইএ–র অনুপস্থিতিতে ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখা কঠিন হয়ে যাবে।

পশ্চিমা বিশ্ব আশঙ্কা করছে, শান্তিপূর্ণ বেসামরিক প্রকল্পের আড়ালে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে।

যদিও তেহরান বারবার বলে আসছে, তাদের পরমাণু প্রকল্প কেবলমাত্র শান্তিপূর্ণ গবেষণা ও জ্বালানির উদ্দেশ্যেই ব্যবহার করা হচ্ছে।

এই ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের বাড়াতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ