টস জিতে ব্যাটিং কে করছে বাংলাদেশ নাকি শ্রীলংকা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৪:৪৮:৫৮
টস জিতে ব্যাটিং কে করছে বাংলাদেশ নাকি শ্রীলংকা

শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ হেরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচের সেই সিরিজে সফরকারীরা পেছনে পড়েছে ১–০ ব্যবধানে। সিরিজের বাকি দুটি ম্যাচ ড্র হলেও, ক্রিকেটবিশ্ব বুঝে গেছে এই সফরে বাংলাদেশ দল ছিল মূলত সংগ্রামী, কিন্তু আত্মবিশ্বাসী নয়। এবার টাইগারদের সামনে নতুন মঞ্চ: ওয়ানডে সিরিজ। তবে সমস্যা হলো, এই ফরম্যাটেও দীর্ঘদিন ধরেই ছন্দহীনতা ভুগিয়ে চলেছে দলটিকে।

ওয়ানডে ফরম্যাটে নিজেদের হারানো ফর্ম ফিরে পাওয়ার চ্যালেঞ্জ নিয়েই আজ বাংলাদেশ দল মাঠে নেমেছে শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে। ঐতিহ্যবাহী রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। তবে শুরুটা সুখকর হয়নি সফরকারীদের জন্য টস হেরে মাঠে নামতে হয়েছে বোলিং করতে।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আজকের ম্যাচে টস হেরে যান। অপরদিকে লংকান অধিনায়ক চারিথ আসালঙ্কা টস জিতে দেরি না করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি যৌক্তিকই বলা যায়—প্রেমাদাসার উইকেট পরিচিত ব্যাটিং সহায়ক হিসেবে। ম্যাচের শুরুতে বল ব্যাটে আসে অসাধারণভাবে, আর প্রথম ২০-২৫ ওভারে সেট হওয়া ব্যাটারদের জন্য রান তোলা তুলনামূলক সহজ। যদিও ইনিংসের শেষ ভাগে স্পিনারদের জন্য উইকেটে আসে বাড়তি সহায়তা।

প্রেমাদাসায় অতীত পরিসংখ্যানেও দেখা যায়, প্রথম ইনিংসে ব্যাট করা দল এখানে বেশ সুবিধা পেয়ে থাকে। স্পিনারদের কার্যকারিতা শেষের দিকে বাড়ে ঠিকই, তবে শুরুতে ব্যাটিংয়ের জন্য এমন উইকেট সচরাচর খুব একটা দেখা যায় না। এ কারণেই আসালঙ্কা সিদ্ধান্ত নিতে দেরি করেননি।

বাংলাদেশের বোলিং আক্রমণ আজ নেতৃত্ব দিচ্ছে তরুণ ও নতুন মুখদের একটি সংমিশ্রণ। টেস্ট স্কোয়াড থেকে কয়েকটি পরিবর্তন এসেছে ওয়ানডেতে। তবে অভিজ্ঞতার অভাব স্পষ্ট, বিশেষ করে যখন প্রতিপক্ষ ব্যাটিং শুরু করে উইকেট সহায়ক অবস্থায়।

একইসঙ্গে বাংলাদেশ দল এখনও তাদের ‘ঠিক কম্বিনেশন’ খুঁজে পায়নি ওয়ানডে ফরম্যাটে। শেষ কয়েকটি সিরিজে দলীয় পারফরম্যান্স এবং ব্যাটিং অর্ডারের অনিয়মিততা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে বোলিং ইউনিটও ধারাবাহিকভাবে প্রভাব ফেলতে পারছে না, বিশেষ করে পাওয়ারপ্লে ও ডেথ ওভারে।

বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব এবার উঠেছে মেহেদী হাসান মিরাজের কাঁধে, যিনি টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করলেও ওয়ানডেতে নেতৃত্বে নবাগত। তার অধীনে এই ম্যাচে কেমন করে টাইগাররা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, সেটাই দেখার বিষয়।

ম্যাচ শুরুর আগেই বোঝা যাচ্ছে এই ওয়ানডে সিরিজ হবে বাংলাদেশের জন্য আরেকটি কঠিন পরীক্ষা। বিশেষ করে দলের সাম্প্রতিক আত্মবিশ্বাসহীনতা, অগোছালো মিডল অর্ডার এবং অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হবে না।

সিরিজের প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে নামার সুযোগ পেল শ্রীলংকা। ঘরের মাঠ, পরিচিত কন্ডিশন এবং টস ভাগ্যের আশীর্বাদ সব মিলিয়ে শুরুটা তাদের জন্যই অনুকূল। এখন দেখার, সফরকারীরা কীভাবে তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রতিপক্ষের রানের গতি রুখে দিতে পারে, নাকি আবারও হারের ধারা অব্যাহত থাকবে।

(বিস্তারিত স্কোর আপডেট ও বিশ্লেষণ আসছে…)

-রাফসান, নিজস্ব প্রতিবেদক


ম্যানসিটি বনাম টটেনহাম: ইতিহাদে ফের বিধ্বস্ত সিটিজেনরা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৩ ২১:২৪:৩২
ম্যানসিটি বনাম টটেনহাম: ইতিহাদে ফের বিধ্বস্ত সিটিজেনরা
ছবিঃ সংগৃহীত

ম্যানচেস্টার সিটির জন্য প্রতিশোধের ম্যাচ ছিল, কিন্তু ঘরের মাঠ ইতিহাদে ২-০ গোলে টটেনহামের কাছে হেরেছে তারা। স্পার্সদের হয়ে গোল করেছেন ব্রেনান জনসন ও জোয়াও পলহিনহা।

সর্বশেষ মৌসুমে ঘরের মাঠে টটেনহামের কাছে ৪-০ গোলে হেরেছিল সিটিজেনরা। আজ জয় দিয়ে শুরু করতে চেয়েছিল পেপ গার্দিওলার দল। তবে আর্লিং হালান্ড-ওমর মারমুশরা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি।

ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পেয়েছিল ম্যানসিটিই, কিন্তু টটেনহামের গোলরক্ষক গগলিয়েলমো ভিসারিও তা দারুণভাবে ঠেকিয়ে দেন। এরপর জনসনের গোলে এগিয়ে যায় স্পার্সরা।

পরে ম্যানসিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড-এর ভুলের কারণে আরও একটি গোল হজম করে সিটি। বার্নলি থেকে ফেরা এই গোলরক্ষক মার্কিংয়ে থাকা সতীর্থকে পাস দিলে তা কেড়ে নেন পাপে মাতার সার। এরপর বল পেয়ে পলহিনহা গোল করেন।

যোগ করা সময়ে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন হালান্ড, কিন্তু তার হেড অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে টটেনহাম। অন্যদিকে সমান এক হার ও জয়ে ৩ পয়েন্টে পাঁচে আছে ম্যানসিটি।

/আশিক


এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে, মনে করেন প্রধান নির্বাচক

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৩ ২০:০০:৩৪
এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে, মনে করেন প্রধান নির্বাচক
ছবিঃ সংগৃহীত

আগামী মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের হট ফেবারিট ভারত। গত ১৬ আসরের মধ্যে রেকর্ড ৮বারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ৬ বার শ্রীলংকা আর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। বাংলাদেশ তিনবার ফাইনালে খেললেও শিরোপার স্বাদ এখনো পায়নি।

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

শনিবার এশিয়া কাপের দল নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আমাদের আবেগ জড়িত। আবেগাক্রান্ত হলে আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে। আবেগের ওই জায়গা থেকে এবং ইতিবাচক চিন্তা থেকে আমিও আশা করি, বাংলাদেশ (এশিয়া কাপের) চ্যাম্পিয়ন হবে। তবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং যুক্তি দিয়ে চিন্তা করে দেখতে হবে, কোথায় দাঁড়িয়ে আছি। সেটা অর্জন করার জন্য পথ কতটা সুগম বা দুর্গম। যেখানে কতটা চ্যালেঞ্জ আছে।’

লিপু আরও বলেন, ‘বিশ্বকাপে আমরা শ্রীলংকাকে হারিয়েছি। আবার আফগানিস্তানের সঙ্গে পারিনি। এ দুটো দলই এশিয়া কাপে আমাদের গ্রুপে আছে। আবেগ দিয়ে কথা না বলে যুক্তি দিয়ে কথা বলা উচিত। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না।’

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ ও ১৬ তারিখ মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে।

/আশিক


টিভিতে আজকের খেলা: এক নজরে ক্রিকেট ও ফুটবলের সূচি

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২৩ ০৯:০৪:৫৭
টিভিতে আজকের খেলা: এক নজরে ক্রিকেট ও ফুটবলের সূচি
ছবিঃ সংগৃহীত

এক নজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি:

ক্রিকেট

সিপিএল

অ্যান্টিগা–গায়ানা,সময়: ভোর ৫টা,চ্যানেল: স্টার স্পোর্টস সিলেক্ট ২

টপ অ্যান্ড টি–টোয়েন্টি সিরিজ

শিকাগো–হারিকেন্স একাডেমি: সকাল ৭টা ৩০ মিনিট, টি স্পোর্টস

ক্যাপিটাল টেরিটরি–স্টার্স একাডেমি: সকাল ১০টা ৩০ মিনিট, টি স্পোর্টস

বাংলাদেশ ‘এ’–স্ট্রাইকার্স একাডেমি: দুপুর ১টা ৩০ মিনিট, টি স্পোর্টস

দ্য হানড্রেড

নর্দার্ন সুপারচার্জার্স–ওভাল ইনভিন্সিবলস: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

লন্ডন স্পিরিট–সাউদার্ন ব্রেভ: রাত ১১টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার সিটি–টটেনহ্যাম: বিকেল ৫টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

বোর্নমাউথ–উলভারহ্যাম্পটন: রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ব্রেন্টফোর্ড–অ্যাস্টন ভিলা: রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

আর্সেনাল–লিডস ইউনাইটেড: রাত ১০টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

জার্মান বুন্দেসলিগা

পাওলি–বরুসিয়া ডর্টমুন্ড: রাত ১০টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

/আশিক


দলের টানা হারে অস্ট্রেলিয়া সফরে টাইগার যুবাদের স্বপ্নভঙ্গ

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২১ ২১:৪৭:২৭
দলের টানা হারে অস্ট্রেলিয়া সফরে টাইগার যুবাদের স্বপ্নভঙ্গ
ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। দুই জয়ের বিপরীতে তিন ম্যাচে হেরে সেমিফাইনালের দৌড়ে কাগজে-কলমে টিকে থাকলেও কার্যত টাইগার যুবাদের স্বপ্ন প্রায় শেষ।

বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে শুধু জিতলেই হবে না, রান রেটের কঠিন সমীকরণও মেলাতে হবে। এমনকি অন্য দলগুলির ফল বিপক্ষে গেলে শেষ ম্যাচের আগেই ছিটকে পড়তে পারে বাংলাদেশ।

বুধবার মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। মেলবোর্নের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৬ রান করে বাংলাদেশ। টানা তৃতীয় ম্যাচে কোনো বাংলাদেশি ব্যাটসম্যান ফিফটি করতে পারেননি।

বোলাররা একসময় দলকে জয়ের আশা জাগিয়েছিল। ১০০ রানের আগেই মেলবোর্নের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন হাসান মাহমুদরা। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে ৬৫ রান তুলে ম্যাচের সমীকরণ বদলে দেন জোনাথন মারলো ও ক্রিশ্চিয়ান হোয়ে। জোনাথন মারলোর দুর্দান্ত ৩৮ বলে ৬১ রানের ইনিংস স্টার্স একাডেমিকে জয় এনে দেয়।

শনিবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। খেলাটি বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে।

পাঁচ ম্যাচে চার পয়েন্ট পাওয়া বাংলাদেশের রান রেটও বেশ খারাপ (-০.৫৬১)। পাঁচ ম্যাচের সবকটি জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিকানো কিংসমেন। ছয় পয়েন্ট আছে চারটি দলের।

/আশিক


ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সাকিবের চমক: জয় পেল অ্যান্টিগা ফ্যালকনস

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২১ ১০:২৯:১৯
ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সাকিবের চমক: জয় পেল অ্যান্টিগা ফ্যালকনস

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ঘরের মাঠ স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তারা ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৮ রানে পরাজিত করেছে। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে অ্যান্টিগা।

এই ম্যাচে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব। ১৩ বল খেলে তিনি মাত্র ৭ রান করেন। তবে বল হাতে নিজের একমাত্র ওভারে তিনি দারুণ সফল ছিলেন। মাত্র ২ রান খরচ করে তিনি ত্রিনবাগোর অভিজ্ঞ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে প্যাভিলিয়নে ফেরান। ব্রাভো উড়িয়ে মারতে গিয়ে ওয়াইড লং অনে ক্যাচ দিয়েছিলেন।

প্রথমে ব্যাট করে অ্যান্টিগা ৬ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে ত্রিনবাগো এক সময় জয়ের পথে থাকলেও শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচটি জমে ওঠে। তাদের ঝড়ো ব্যাটিংয়ের পরেও শেষ পর্যন্ত ১৫৯ রানে থেমে যায় ত্রিনবাগো।

ম্যাচটিতে দারুণ বোলিং করে ৪ উইকেট শিকার করেন অ্যান্টিগার পেসার ওবেদ ম্যাকয়, যার জন্য তিনি ম্যাচসেরার পুরস্কার পান। শেষ ওভারে কাইরন পোলার্ডের মতো মারকুটে ব্যাটসম্যানকে আটকে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শামার স্প্রিঙ্গার।

এই জয়ের মধ্য দিয়ে চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেল সাকিবের দল। আপাতত তারা পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে।

/আশিক


ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের পাশে মুশফিকুর রহিম-তামিমরা

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ২০ ২২:১০:০৪
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের পাশে মুশফিকুর রহিম-তামিমরা

আগে থেকেই বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। এই অঙ্গনের উন্নয়নে তার পাশাপাশি খালেদ মাসুদ পাইলট, সানোয়ার হোসেন ও হাবিবুল বাশাররাও কাজ করে যাচ্ছেন।

এবার সেই কার্যক্রমে যুক্ত হলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বুধবার (২০ আগস্ট) বসুন্ধরা কমপ্লেক্সে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল ও সিলেকশন ক্যাম্পে সরাসরি উপস্থিত হয়ে তিনি ক্রিকেটারদের উৎসাহিত করেন।

বুধবার ছিল ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল ও সিলেকশনের দ্বিতীয় দিন। এই দিনে মুশফিকুর রহিমের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য জাভেদ ওমর বেলিম।

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ন্যাশনাল প্যারা অলিম্পিকে আয়োজিত দুই দিনব্যাপী এই ট্রায়াল ও সিলেকশন ক্যাম্পের দ্বিতীয় দিনে চারটি বিভাগ থেকে প্রায় শতাধিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান আকরাম খান এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন। এর আগে প্রথম দিন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, হাবিবুল বাশার সুমন, আতাহার আলী খান ও খালেদ মাসুদ পাইলট।

/আশিক


বিসিবির দুর্নীতি দমনে নতুন পরামর্শক অ্যালেক্স মার্শাল, দায়িত্ব নিয়েই হুঙ্কার

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৯ ১৯:৪৫:০৬
বিসিবির দুর্নীতি দমনে নতুন পরামর্শক অ্যালেক্স মার্শাল, দায়িত্ব নিয়েই হুঙ্কার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্যের দুর্নীতি দমন বিশেষজ্ঞ অ্যালেক্স মার্শাল। দায়িত্ব নিয়েই তিনি ক্রিকেটের দুর্নীতিবাজদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আইসিসির সাবেক এই দুর্নীতিবিরোধী কর্মকর্তা বলেন, ‘আমরা একটা নৈতিকতা বিভাগ তৈরি করব, যারা সবাইকে এ বিষয়ে সচেতন করবে। আমরা নিশ্চিত করব দুর্নীতিবাজেরা যেন ছাড় না পায়। আমরা তাদের বাংলাদেশে চাই না, তাদের দেশছাড়া করব।’

এদিন সকালে মার্শাল বিসিবির মানবসম্পদ পুনর্গঠনের জন্য নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বিসিবির পরিচালক এবং কর্মকর্তাদের সঙ্গেও সভা করে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন। তার পরামর্শ অনুযায়ী বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে নতুন করে সাজানো হবে।

ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এর পেছনে দুর্বল ‘নিরাপত্তা কাঠামো’কে দায়ী করে মার্শাল বলেন, ‘যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই বড় হুমকি হচ্ছে যখন তাতে দুর্বলতা দেখা যায়। ফ্র্যাঞ্চাইজি লিগ পেশাদারভাবে না চললে ও যথেষ্ট নিরাপত্তাবেষ্টিত না হলে এটাকে দুর্নীতিবাজেরা লক্ষ্য বানাবেই।’

আইসিসিতে একসময় ডোপিং-বিরোধী কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন মার্শাল। বাংলাদেশে তার কাজের পরিধির মধ্যে সেটাও থাকবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু) না জানানোর কারণে ২০১৯ সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। সেই সময়ে আকসুর জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন অ্যালেক্স মার্শাল।

/আশিক


ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনার বিয়ে হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল!

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ২১:০৯:৫৩
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনার বিয়ে হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল!
ছবি: সংগৃহীত

খ্যাতিমান ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এই বাগদানের সবচেয়ে বড় চমক ছিল রোনালদোর দেওয়া বিশাল হীরার আংটি, যার মূল্য ৬ থেকে ১২ মিলিয়ন ইউরো হতে পারে বলে ইউরোপীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। মাদ্রিদভিত্তিক বিখ্যাত পত্রিকা মার্কা ধারণা করছে, রোনালদো-জর্জিনার বিয়ে হতে পারে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সেলিব্রিটি বিয়ের অনুষ্ঠান।

প্রায় ৯ বছর ধরে রোনালদো এবং জর্জিনা একসঙ্গে রয়েছেন। তাদের চার সন্তান রয়েছে, যার মধ্যে দু’জনের জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। অবশেষে আট বছর এক ছাদের নিচে থাকার পর রোনালদো এবং জর্জিনা তাদের দীর্ঘ প্রতীক্ষিত বাগদানের ঘোষণা দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন।

রোনালদো নিজেই ইনস্টাগ্রামে হীরার আংটির ছবি দিয়ে তাদের বাগদানের ঘোষণা দেন। এর জবাবে জর্জিনা রোনালদোর প্রস্তাবে সায় দিয়ে লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’

তবে বাগদানের ঘোষণার চেয়ে সবার দৃষ্টি বেশি আকর্ষণ করেছে আংটিটি। এটি একটি ৪০-৪৫ ক্যারেটের বিশাল ওভাল-কাট ডায়মন্ড, যার পাশে ত্রিকোণাকৃতির সাইড স্টোন রয়েছে। সবকিছু বসানো হয়েছে মার্জিত প্ল্যাটিনামের ওপর। অলংকার বিশেষজ্ঞরা এর মূল্য ৬ মিলিয়ন থেকে ১২ মিলিয়ন ইউরোর মধ্যে নির্ধারণ করেছেন। কেউ কেউ বলছেন, যদি রত্নটির স্বচ্ছতা ও কাট শীর্ষমানের হয়, তবে এর দাম ২৫ মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে।

রাজকীয় বিয়ে

এই বিলাসবহুল আংটিটি সেলিব্রিটিদের বাগদানের ক্ষেত্রে নতুন এক মানদণ্ড স্থাপন করেছে। এটি ঘিরে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের আসন্ন বিয়ের অনুষ্ঠানটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সেলিব্রিটি বিয়ে হতে পারে বলে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ব্র্যান্ডিং পরামর্শদাতা ডিলান ডেভি ভবিষ্যদ্বাণী করেছেন, ভেন্যু, ডিজাইনার পোশাক, বিশ্বমানের বিনোদন, অভিজাত ভ্রমণ এবং কঠোর নিরাপত্তার খরচ বিবেচনা করলে এই বিয়ের খরচ ১০০ মিলিয়ন ইউরোরও বেশি হতে পারে।

রোনালদোর বিশ্বব্যাপী খ্যাতি এবং মডেল ও উদ্যোক্তা হিসেবে জর্জিনার ক্রমবর্ধমান প্রভাবের কারণে, তাদের এই বিয়ে একটি সাংস্কৃতিক দৃশ্যে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। এটি তাদের পাঁচ সন্তানের পরিবারকে নিয়ে একটি সাধারণ বিয়ের চেয়ে অনেক বেশি কিছু, যা আধুনিক রূপকথার মতো বিশাল মঞ্চে উন্মোচিত হতে যাচ্ছে।

বিয়ের ভেন্যু বা তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি মাদ্রিদ, রিয়াদ কিংবা অন্য কোনো রোমান্টিক শহরে হতে পারে। এই বিয়ে সেলিব্রিটি ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

/আশিক


পাকিস্তান সরে যাওয়ায় ভাগ্য খুলল বাংলাদেশ হকি দলের

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ১৮ ১৬:৫১:৫০
পাকিস্তান সরে যাওয়ায় ভাগ্য খুলল বাংলাদেশ হকি দলের

নিরাপত্তাজনিত কারণে হকির এশিয়া কাপ থেকে পাকিস্তান সরে দাঁড়ানোয় ভাগ্য খুলে গেল বাংলাদেশ হকি দলের। ২৯ আগস্ট ভারতের রাজগিরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে পাকিস্তানের জায়গায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।

খবরটির বিস্তারিতসোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.) এই খবর নিশ্চিত করে বলেন, “আমরা আজ দুপুরে এশিয়ান হকি ফেডারেশন থেকে আমন্ত্রণ পেয়েছি। ইনশাআল্লাহ, আমরা এশিয়া কাপে অংশ নেব। আমাদের প্রস্তুতিও চলছে।”

বাংলাদেশ ১৯৮২ সাল থেকে এশিয়া কাপে নিয়মিত অংশ নিচ্ছে। তবে এবার সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। পাকিস্তান নাম প্রত্যাহার করায় তাদের জায়গায় সুযোগ পেল বাংলাদেশ। এবারের এশিয়া কাপে মোট ৮টি দল অংশ নেবে: ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং বাংলাদেশ। টুর্নামেন্ট চলবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সবচেয়ে সফল দল দক্ষিণ কোরিয়া, যারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে।

এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ জাতীয় দল ইতিমধ্যেই ১৪ আগস্ট থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। কোচ মশিউর রহমানের তত্ত্বাবধানে চলছে শেষ প্রস্তুতি।

পাঠকের মতামত: