বিশ্বমানের উন্নয়ন কি বাংলাদেশে সম্ভব? জানালেন অর্থ উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৪:৪৫:৫৯
বিশ্বমানের উন্নয়ন কি বাংলাদেশে সম্ভব? জানালেন অর্থ উপদেষ্টা

উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নে অর্থের সংকট নয়, বরং যথাযথ পরিকল্পনা ও কার্যকারিতাই মুখ্য—এমন মত দিয়েছেন সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “যদি প্রকল্পগুলো সঠিকভাবে গঠন করা যায় এবং কার্যকরভাবে উপস্থাপন করা হয়, তবে অর্থের ঘাটতি কোনো বাধা হয়ে দাঁড়ায় না।”

অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি জানান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এ তার দায়িত্বকালে কীভাবে আন্তর্জাতিক সহায়তা অনেক গুণ বেড়ে যায়। “আমি যোগ দেওয়ার আগে মাত্র ১০০–২০০ কোটি টাকা দিত সরকার। পরে প্রথমে ১৮ মিলিয়ন, এরপর তা দাঁড়ায় ১৮০ মিলিয়ন ডলার। এখন অর্থের অভাব নেই,” বলেন তিনি।

আন্তর্জাতিক ফোরাম ও দাতাদের আস্থা অর্জনের বিষয়ে সালেহউদ্দিন বলেন, “আমি যখন বার্ষিক এডিপি ও ইএফএফ বৈঠকে যাই, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়। আমার প্রস্তাবের পরেই পরের মাসে বরাদ্দ বাড়ে। এটা বিশ্বমানের পারফরম্যান্সেরই স্বীকৃতি।”

তিনি এসএম ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, “ভবিষ্যতে ফাউন্ডেশনটি আরও সক্রিয় হবে বলে আশা করি। যদিও ব্যক্তিপর্যায়ে অনেক কাজ হচ্ছে, তবে একীভূত ভিত্তিতে সংগঠনের মাধ্যমে কাজ করাই বেশি কার্যকর।”

নীতিমালা ও নিয়ন্ত্রণ কাঠামোর দুর্বলতা প্রসঙ্গে তিনি জানান, “আমি অনেক আগেই একটি গবেষণাপত্র তৈরি করেছিলাম, যা মন্ত্রিসহ অনেকে শুনেছেন। মূল সমস্যা—নীতিনির্ধারণ অনেক সময় প্রকৌশলীরা করেন না, ফলে ঘাটতি থেকে যায়।”

তিনি আরও বলেন, “ছোট সংস্থাগুলো ভাবে, নিয়ন্ত্রণ কেবল বড় প্রতিষ্ঠানের জন্য। কিন্তু যখন বসুন্ধরা কিংবা বিএসআর-এর মতো সংস্থার অডিটিং দেখি, তখন বোঝা যায় স্বচ্ছতার মান কেমন হওয়া উচিত।”

তাঁর মতে, অর্থনৈতিক ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ ও স্বচ্ছতা—এই তিনটি বিষয়ের সঙ্গে কোনো আপস করা চলে না। এ গুণগুলো থাকলে আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে যাওয়া সম্ভব।

সত্য প্রতিবেদন/আশিক

তথ্যসূত্রঃ https://youtu.be/wHq09_AHUhU?si=YSD7qb1oYxtyMgS8

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ