জাপানের অনুদান সহায়তায় অবাধ নির্বাচনের পথে বাংলাদেশ

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০২ ১৪:৩৩:৫২
জাপানের অনুদান সহায়তায় অবাধ নির্বাচনের পথে বাংলাদেশ

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থা গঠনে জাপান আরও একধাপ এগিয়ে এলো। আজ বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে দেশটি।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিজুকি হিদেও।

এই চুক্তির আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, কারিগরি দক্ষতা এবং নির্বাচন পরিচালনার সামর্থ্য বৃদ্ধিতে জাপান ৬৯৫ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দেবে।

প্রকল্পটির মূল লক্ষ্য—

নারী, তরুণ এবং অনগ্রসর জনগোষ্ঠীর নির্বাচনী অংশগ্রহণ বাড়ানো

ভোটার ও নাগরিক সচেতনতা কার্যক্রম জোরদার করা

স্বচ্ছতা, সততা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা

সিইসি নাসির উদ্দিন জাপানের এই সহায়তা প্রসঙ্গে বলেন, “এই চুক্তি নির্বাচন কমিশনের সাংগঠনিক কাঠামোকে আরও দৃঢ় করবে। জনগণের আস্থা ও গণতান্ত্রিক মানদণ্ড বজায় রেখে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে এটি একটি বড় ধাপ।”

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, “বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বাংলাদেশের প্রয়াসকে সম্মান ও সমর্থন করি।”

ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “জাপানের উদার সহায়তা আমাদের অভিন্ন লক্ষ্য—একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন—অর্জনে নতুন গতি আনবে।”

এই উদ্যোগ কেবল নির্বাচনী ব্যবস্থার উন্নয়ন নয়, বরং জাপান-বাংলাদেশ মৈত্রী এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র ও মানবিক নিরাপত্তা প্রতিষ্ঠার প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ